১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্ট ঐক্য পরিষদ ও এমটিএফ মানববন্ধন করেছে।
কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) বেলা ১০ টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যশোরের সরকারি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অংশগ্রহণ করেন। দাবি বাস্তবায়নে বিলম্ব হলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা।
এমটিএফ সভাপতি হাসানুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর ২৫০ শয্যা জেনারেলের হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইনচার্জ মৃত্যুঞ্জয় রায়, মোহাম্মদ নুরুজ্জামান, ফার্মাসিস্ট ইনচার্জ জহুরুল ইসলাম, ফার্মাসিস্ট রাজু আহম্মেদ, প্যাথলজি ল্যাব ইনচার্জ পারভেজ হোসেন, ব্লাড ব্যাংকের ইনচার্জ চঞ্চল , যশোর জেলা স্কুল হেলথ ক্লিনিকের ফার্মাসিস্ট রতন কুমার সরকার, ফিজিওথেরাপিস্ট মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য ১০ম গ্রেড বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে জানানো দাবির অগ্রগতি না হওয়ায় পেশাজীবীরা এখন হতাশ ও ক্ষুব্ধ। বর্তমানে দশম গ্রেড বাস্তবায়নের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পড়ে আছে। দ্রুততম সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
এসআর