এইমাত্র
  • ধর্মের নামে একটি গোষ্ঠী দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: ফখরুল
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলফাডাঙ্গায় দোয়া মাহফিল
  • যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
  • ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত
  • তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্ত্রীকে নৃশংসভাবে হত্যা
  • মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশিসহ ৮৪৩ অভিবাসী গ্রেপ্তার
  • হাসিনা-পুতিনের পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের
  • সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ, বিটিআরসি ঘেরাওয়ের হুঁশিয়ারি
  • মুক্তিযুদ্ধের ইতিহাসে মোড় ঘোরানোর দিন
  • পাবনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    'শিক্ষা সারথি' থেকে 'মোবাইল লাইব্রেরি', ভেদরগঞ্জে নতুন সম্ভাবনার সূচনা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম

    'শিক্ষা সারথি' থেকে 'মোবাইল লাইব্রেরি', ভেদরগঞ্জে নতুন সম্ভাবনার সূচনা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম

    শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অসচ্ছল, মেধাবী শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, খামারি ও পুনর্বাসনযোগ্য ভিক্ষুকদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম। কর্মসূচিগুলো পরিচালনা করেন ভেদরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান। তাঁর সার্বিক তত্ত্বাবধানে ‘শিক্ষা সারথি’, ‘সারথী: মোবাইল লাইব্রেরি’, কৃষি উন্নয়ন, পুনর্বাসনসহ একাধিক মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

    দিনের শুরুতে উপজেলা মিলনায়তনে অক্ষম শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং অসচ্ছল ও মেধাবী শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক। উপজেলা পরিষদের উদ্যোগে গঠিত ‘শিক্ষা সারথি’ তহবিল থেকে ২০০ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগ এবং ১২ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।

    অনুষ্ঠানে জেলা প্রশাসক ‘শিক্ষা সারথি: ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা মানোন্নয়ন তহবিল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, 'ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষার পথকে আরও সহজ ও আলোকিত করবে।'

    শিক্ষার মানোন্নয়ন ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ইউএনওর পরিকল্পনায় উদ্বোধন করা হয় 'সারথী: মোবাইল লাইব্রেরি' কর্মসূচি। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের ছোট ছোট গ্রুপ করে গ্রন্থ বিতরণ, পরবর্তীতে কুইজ, রচনা প্রতিযোগিতা ও সাহিত্য আলোচনার আয়োজন করা হবে বলে জানান ইউএনও মো. আবু আবদুল্লাহ খান।

    পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় এলডিডিপি প্রকল্পের আওতায় নির্বাচিত পিজি গ্রুপের ৮ জন খামারির মাঝে দুধ দোহানোর মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।

    এছাড়া সমাজসেবা অধিদপ্তরের আওতায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ১ জনকে ব্যাটারিচালিত ভ্যান, ১ জনকে বাচ্চাসহ ছাগল এবং ১ জনকে দোকানের মালামাল প্রদান করা হয়।

    দিন শেষে জেলা প্রশাসক ভেদরগঞ্জ উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন। তিনি মনে করেন, এতে মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে।

    জেলা প্রশাসকের সঙ্গে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও মো. আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) কে.এম. রাফসান রাব্বি, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গিয়াসউদ্দিন আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস ছোবাহান মুন্সি, সমাজসেবা কর্মকর্তা প্রিয়াংকা বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…