সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার বেলবানা বাজারে এই কর্মসূচির আয়োজন করে বানা ইউনিয়ন বিএনপি।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। বানা বাজার জামে মসজিদের ইমাম মো. আতিয়ার রহমান মোনাজাত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মামুন উর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা, যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমির হোসেন, উপজেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক বজলুর রহমান, সহ-শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত বিশ্বাস ও বানা ইউনিয়ন যুবদলের সভাপতি খোকন মোল্যাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
ইখা