এইমাত্র
  • গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল: মান্না
  • রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমার নামে মামলা হয়েছে: শিশির মনির
  • দুপুরে সংবাদ প্রকাশ, বিকেলে সিলগালা নকল ঔষুধের কারখানা
  • বাড়ল সয়াবিন তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর
  • ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি
  • আনোয়ারায় অবৈধ ক্লিনিক-হাসপাতালে প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
  • জামায়াত নেতা এ টি এম আজহারের শোক প্রকাশ, দ্রুত বিচার আহ্বান
  • লোহাগড়ায় অবৈধ ৩৭ টি ইটভাটায় পরিবেশের বিপর্যয়
  • ৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    প্রজন্ম লীগ নেতার নেতৃত্বে সাবেক সেনা সদস্যের ওপর হামলার অভিযোগ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

    প্রজন্ম লীগ নেতার নেতৃত্বে সাবেক সেনা সদস্যের ওপর হামলার অভিযোগ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

    জমি নিয়ে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বাজিতপুরের দক্ষিণ সাতুটা মুন্সী বাড়িতে সাবেক সেনা সদস্য মো. ওবায়দুল হক রতন (৫৮) এর ওপর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেলের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় গুরুতর আহত হয়ে ওবায়দুল হক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঠেকাতে গেলে আরও কয়েকজন আহত হন।

    এ ঘটনায় সাবেক সেনা সদস্য মো. ওবায়দুল হক রতনের ছোট ভাই তুষার বাদী হয়ে শনিবার (৬ ডিসেম্বর) রাতে বাজিতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত ওবায়দুল হক রতন বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের দক্ষিণ সাতুটা মুন্সী বাড়ির বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মোহাম্মদ এলেম আলী মুন্সীর ছেলে।

    অভিযোগ সুত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর জমি–সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেলের নেতৃত্বে শরিফ মিয়া, আইয়ুব আলী, সাজিব মিয়া, মুইনুদ্দিন, সাকিব মিয়া, হাসিব মিয়া, বকুল মিয়া, জব্বার মিয়া, বানু মিয়া, আ. হাকিম, মিকাইল মিয়াসহ কয়েকজন পরিকল্পিতভাবে ওবায়দুলের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেয়। ওবায়দুল বাধা দিলে রামদা, লাঠি, চাইনিজ কুড়াল, লোহার রড, বল্লম ও লোহার পাইপ দিয়ে তাকে মারধর করা হয়। এসময় ওবায়দুলকে বাঁচাতে গেলে তার আত্মীয় সুমন আক্তার (৩৭) ও মুস্তাফিজুর রহমান (৩২)–কেও মারধর করে আহত করা হয়। চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরলেও ওবায়দুল হক রতন গুরুতর অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ডিপার্টমেন্টে ভর্তি রয়েছেন।

    ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

    এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…