বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় বাকসু নাম অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। রবিবার (৭ ডিসেম্বর) নগরের নথুল্লাবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে তারা অবস্থান নিলে ৪৫ মিনিট ধরে মহাসড়কে সব ধরেণের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় বাকসু নাম অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল এবং ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনরে জন্য শিক্ষা মন্ত্রনালয়ের অনুমতির জন্য এই কর্মসূচি। আজকের পৌনে এক ঘন্টার প্রতিকী কর্মসূচি, তবে দাবি না মানলে পরবর্তীতে বৃহদাকারে করা হবে।’
মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থানের ফলে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
ইখা