এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নিজ গ্রামে জনতার রোষানলে ব্যারিস্টার ফুয়াদ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

    নিজ গ্রামে জনতার রোষানলে ব্যারিস্টার ফুয়াদ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

    নিজ গ্রাম ও নির্বাচনী এলাকায় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে গনমাধ্যামে বক্তব্য দেওয়ার পর পরই স্থানীয় জনসাধারণের তীব্র রোষানলে পড়েন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ। ঘটনাটি রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে বরিশালের বাবুগঞ্জ এলাকায় মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শেষে এ ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষন পরেই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে গোটা বরিশালজুড়ে।

    স্থানীয় একাধিক ব্যাক্তি জানিয়েছেন, রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি মন্তব্য করেন, ‘স্থানীয়দের চাঁদা দাবির কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’

    তার এই বক্তব্যের পরপরই উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

    ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্লোগানের মুখে ব্যারিস্টার ফুয়াদ কিছুটা বিচলিত ও অসহায় অবস্থায় সহযোগীদের সহায়তায় দ্রুত ওই স্থান ত্যাগ করে চলে যান।

    এ ঘটনার পরপরই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয় বাসিন্দা কালাম বলেন, ‘ফুয়াদ একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন। তাই এলাকাবাসী জোটবদ্ধ হয়ে তাকে প্রতিহত করেছে।’ এ বিষয়ে জানতে ব্যারিস্টার ফুয়াদ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…