ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বেতাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল মন্ডল (৪০)। তিনি বেতাই গ্রামের মাঠপাড়ার শফি উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শফি উদ্দিনের ছোট ছেলে সাব্বির আহম্মেদ জুয়েল দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রবাসে থাকাকালীন বড় ভাই সোহেলের কাছে টাকা-পয়সা পাঠাতেন। দুমাস আগে জুয়েল বাড়িতে ফিরে বড় ভাইয়ের কাছে টাকা পয়সার হিসাব চাইলেও বড় ভাই কোনো হিসাব দেননি। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলে আসছিল। সম্প্রতি সংসার আলাদা করেন দুই ভাই।
রবিবার দুপুরে বাড়িতে থাকা জ্বালানি ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বড় ভাই ছোট ভাইয়ের দিকে বঁটি ছুড়ে মারেন। এতে ছোট ভাই জুয়েলের পা কেটে যায়। একপর্যায়ে জুয়েল ওই বঁটি দিয়ে বড় ভাইয়ের ঘাড়ে আঘাত করেন। এতে বড় ভাই গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার পর থেকে জুয়েল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’
ইখা