হার দিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফেরায় বাংলার মেয়েরা। এবার তৃতীয় ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ দিন পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
রোববার (৭ ডিসেম্বর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে বাংলাদেশি বোলারদের মাত্র ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে তার।
পাকিস্তানের পক্ষে ইমান নাসির ২৩ ও মেমুনা খালিদ ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে হাবিবা ও অতশী নেন ২টি করে উইকেট।
৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলামের জুটিতে জয়ের ভীত পায় স্বাগতিকরা।
সাদিয়া ২৮ বলে ৩৫ রান করে ফিরলেও ইমান্তা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আরডি