পেয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেওয়ায় আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
রবিবার (০৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দরের রকি ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ টন পেয়াজ আমদানি করেছেন।
আমদনিকারক আতিক হাসান বলেন, দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনা করে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি ইমপোর্ট পারমিট আইপি বন্ধ রাখায় গত ৩০শে আগষ্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ হয়নি। তবে নতুন আইপি দেয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে আবারও শুরু হয়েছে পেঁয়াজের আমদানি।
প্রতি টন পেঁয়াজ ২৪৫ ডলার মুল্যে আমদানি করা হচ্ছে। পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দাম কমে আসবে বলেও জানান আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগ নিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আজ থেকে আইপি দেয়া শুরু করাই পেঁয়াজের আমদানি শুরু হয়েছে।
প্রথমদিন হিলি স্থলবন্দরের ৪ জন আমদানিকারক ১২০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।
হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ ৩০শে আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল। দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় এরপর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকে।
এমআর-২