শরীয়তপুরের সখিপুরে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের উপস্থিতিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) উত্তর তারাবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতার বাড়ীতে বিএনপির উঠান বৈঠকে প্রায় হাজার খানেক লোকজনের উপস্থিতি তে ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মানিক তাতীর নেতৃত্বে, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মিঝি, ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আমান উল্লা আসামী,উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কালা আসামী,রাজ্জাক আসামী ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিজাম আসামি, ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিঝি,
সাবেক আওয়ামী লীগ নেতা ও মেম্বার আলী আকবর প্রধানীয়া, যুবলীগ নেতা সেলেম আসামি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণের উপস্থিতিতে যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। এসময় নব্য যোগদানকৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুল দিয়ে বরন করেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা কালা আসামী বলেন,আমি কিরণ ভাই কে ভালো জানি, কিরণ ভায়ের পাশে আছি ইনশাআল্লাহ থাকবো।
এ বিষয়ে শফিকুর রহমান কিরণ বলেন- আজকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আমার দলে যোগ দিয়েছেন।
কিছু দিন আগেও জামায়াত থেকে নেতাকর্মী যোগ দিয়েছে, এভাবে প্রতিদিনই বিভিন্ন দল থেকে লোকজন বিএনপি তে যোগদান করেছেন। সেখানে রাজনৈতিক কোনো চাপ নেই, আছে ভালবাসা। শফিকুর রহমান কিরণ প্রতিহিংসার রাজনীতি করে না।
এনআই