মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানদের চাপ প্রয়োগ করে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মো. কবির হোসেন ফোন করে চাঁদা দেওয়ার জন্য একাধিক এনজিও প্রতিনিধিকে তাগাদা দেন। এমন একটি ফোনালাপের রেকর্ড হাতে এসেছে সময়ের কণ্ঠস্বরের কাছে।
ভুক্তভোগীরা জানান, ৮ ডিসেম্বর পর্যন্ত টাকা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং টাকা প্রদান না করলে এনজিও কার্যক্রমে নানা অজুহাতে বাধা দেওয়ার হুমকিও দেওয়া হয়।
জানা গেছে, এনজিও সমন্বয় কমিটির মাধ্যমে অনুষ্ঠান আয়োজনের নিয়ম থাকলেও প্রায় ২৫ থেকে ২৭টি এনজিওর কাছ থেকে আনুমানিক দুই লাখ টাকার চাঁদা সংগ্রহ করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিবছর বিজয় দিবস উদযাপন উপলক্ষে সরকারিভাবে মাত্র ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও অতিরিক্ত খরচের অজুহাতে এনজিওদের কাছ থেকে বারবার অর্থ সংগ্রহ করা হয়।
এই অভিযোগের বিষয়ে টিপিডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু বলেন, “১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে অর্থ প্রদানের কথা বলে আমাকে ফোন করা হয়েছে। ইউএনও অফিসে এসে টাকা দিতে বলা হয়।”
অভিযোগ প্রসঙ্গে গৌরনদী উপজেলা প্রশাসনের নাজির মো. কবির হোসেন বলেন, “সরকার মাত্র ৫০ হাজার টাকা দেয়। এ টাকায় অনুষ্ঠান হয় না। আমাদের অনুষ্ঠান করতে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হয়।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম-এর বক্তব্য জানতে ফোন করা হলে তিনি কল রিসিভ না করায় তার মতামত পাওয়া যায়নি।
ইখা