এইমাত্র
  • কোন ব্যক্তি-দল-গোষ্ঠী জন্য নির্বাচন পেছানো-আগানোর অবস্থা নেই: সারজিস
  • গৌরনদীতে এনজিওদের কাছ থেকে উপজেলা প্রশাসনের চাঁদা দাবির অভিযোগ
  • লিভারপুলের স্কোয়াড থেকে বাদ সালাহ
  • গার্মেন্টস শ্রমিকের এক মাসের বিদ্যুৎ বিল পৌণে ২ লাখ টাকা!
  • ‘আমাদের দুর্ভাগ্য ১০০ বছর পরও আরেকজন বেগম রোকেয়া সৃষ্টি করতে পারিনি’
  • প্রথম ফুটবলার হিসেবে ‘রোকেয়া পদক’ জিতলেন ঋতুপর্ণা চাকমা
  • সাজিদ হত্যার বিচার চেয়ে ফুঁসছে ইবি, শিক্ষকদের সংহতি, আল্টিমেটাম
  • সুপ্রিম কোর্ট ও আশপাশে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
  • জুলাই অভ্যুত্থান পরবর্তী ১৫ মাসে ১০৭৩ সাংবাদিক বিভিন্নভাবে ভুক্তভোগী: টিআইবি
  • ২০২৬ বিশ্বকাপে প্রতি ২২ মিনিটে দেয়া হবে একটি বিরতি
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বাউফলে মনোনয়ন বঞ্চিতদের প্রতি এক সঙ্গে কাজ করার আহ্বান ধানের শীষ প্রার্থীর

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

    বাউফলে মনোনয়ন বঞ্চিতদের প্রতি এক সঙ্গে কাজ করার আহ্বান ধানের শীষ প্রার্থীর

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার মনোনয়ন বঞ্চিতদের নিয়ে এক সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন। মঙ্গবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাবলিক মাঠে বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মনোনয়নবঞ্চিতদের প্রতি এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

    এর আগে মঙ্গলবার সকালে তিনি ঢাকা থেকে ডাবল ডেকার লঞ্চ রিজার্ভ করে নেতাকর্মীদের নিয়ে নুরাইপুর ঘাটে নামেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে নেতাকর্মীদের নিয়ে শোডাউনের মাধ্যমে বাউফল পাবলিক মাঠে পৌঁছান। শহিদুল আলমের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই পাবলিক মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলের নেতাকর্মীরা জড়ো হন।

    দুপুর সোয়া ১টা দিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহিদুল আলম তালুকদার বলেন, ‘আমরা মনোনয়ন প্রতিযোগিতায় কয়েকজন ছিলাম। দল আমাকে যোগ্য মনে করেছে বলেই আমাকে মনোনয়ন দিয়েছে। আসুন সব ভেদাভেদ দুর করে ধানের শীষ প্রতীককে জয়ী করি। কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গঠনে তারেক জিয়াকে সহযোগিতা করি।’

    এদিকে, সোমবার দিবাগত রাতে বাউফল পাবলিক মাঠে দোয়া ও মোনাজাতের জন্য নির্মিত মঞ্চে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।

    এর আগে গত রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাউফল পৌরশহরের হাচোন দালাল মার্কেটের উপজেলা বিএনপি কার্যালয় এক জরুরি সভা ডাকে উপজেলা বিএনপি। সভায় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবি করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধা। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, ১৫ টি ইউনিয়ন ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কমিটির কয়েকশ নেতা-কর্মী।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…