এইমাত্র
  • জেএমবি নেতার মৃত্যুর সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা
  • টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
  • কানে কাতান মিডি ড্রেসে মুগ্ধতা ছড়ালেন ভাবনা
  • ভোলার মাটির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১১
  • গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই
  • আম্বালা ফাউন্ডেশনে বিশাল নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন
  • ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ, পদ ২৩৮
  • পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, শিশুসহ নিহত ২
  • মেসির চুক্তির সেই ন্যাপকিন পেপার নিলামে, বিক্রি ১১ কোটি টাকায়
  • আজ শনিবার, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৮ মে, ২০২৪
    রাজনীতি

    ‘সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো আন্দোলনে একাত্ম’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ মে ২০২৪, ১২:৪৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ মে ২০২৪, ১২:৪৯ পিএম

    ‘সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো আন্দোলনে একাত্ম’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ মে ২০২৪, ১২:৪৯ পিএম

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে একাত্ম। ডান-বাম সবাই তারা প্রকাশ্যে বলছে, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা প্রহসনের নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে। সেজন্যই সরকার জনগণকে ভয় পায়। কারণ জনগণ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শত শত বছর ধরে আন্দোলন করেছে। আবারও তারা যেকোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে।’

    আজ শনিবার (৪ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ড. মঈন।

    আব্দুল মঈন খান বলেন, ‘বিএনপির এই আন্দোলন ক্ষমতায় যেতে নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য। তাই বিএনপি সেই লক্ষ্যে রাজপথে আছে এবং রাজপথে থাকবে।’

    ড. মঈন খান বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন প্রজন্মের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেষ্টা করছে। কিন্তু সরকারের সেই অপচেষ্টা সফল হবে না। কারণ জিয়াউর রহমান এদেশের সব ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার একটি পরিচিত বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। তিনি স্বাধীনতাত্তোর তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। তিনি কখনো ক্ষমতার জন্য লড়াই করেননি। আমরা শুধু নই, গোটা দেশের মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।’

    বিএনপির এই নেতা বলেন, ‘গত ১৫ বছরে দেশে ফের নতুন বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ সরকার। এখানে গণতন্ত্র নেই, মানুষের বাকস্বাধীনতা ও নারীর স্বাধীনতা, নিরাপত্তা নেই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যাব, এটাই হোক আমাদের প্রত্যয়।’

    মঈন খান আরও বলেন, ‘দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। তারা দেশে গণতন্ত্র চায়। তারা কখনো একদলীয় বাকশাল শাসন মেনে নেবে না। একদলীয় শাসন থেকে বেরিয়ে আসতে হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার বিকল্প নেই।’

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজ উদ্দিন খান নসু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, ওলামা দলের নতুন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা ক্বারী গোলাম মোস্তফা ও যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেইনসহ শতাধিক নেতাকর্মী।

    এর আগে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহবায়ক কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন নেতাকর্মীরা। গত ২৬ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পাঁচ সদস্যের আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…