এইমাত্র
  • আতশবা‌জি ফোটাতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
  • সাত বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ
  • সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা
  • লন্ডনের কিংসমেডাও খোলা মাঠে ঈদের নামাজ পড়লেন তারেক রহমান
  • ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
  • কালিয়াকৈর চন্দ্রায় ১৬ বছর পর ঈদযাত্রায় স্বস্তি
  • চীনের বিনিয়োগে দেশে হবে বিশেষায়িত হাসপাতাল
  • আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
  • শরীয়তপুরের ৩০ গ্রামে আগাম ঈদ উদযাপন
  • ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল তালেবান সরকার
  • আজ সোমবার, ১৬ চৈত্র, ১৪৩১ | ৩১ মার্চ, ২০২৫

    রাজধানী

    ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
    পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীবাসীর বাহন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে, তবে আগের শিডিউল অনুযায়ী ঈদের অন্য দিনগুলোতে চলাচল অব্যাহত থাকবে।শনিবার (২৯ মার্চ) মেট্রোরেলের স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের যে উপচে পড়া পরিস্থিতি ছিল, তা কমে গেছে। ট্রেনের প্রায় প্রতিটি কোচই সিটিং ছিল।যাত্রীরা বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। কাউন্টারগুলোতেও ভিড় ছিল না। আর এ পরিস্থিতিতে যাত্রীরাও ভ্রমণ করে স্বস্তি পাচ্ছেন। মেট্রোরেলের তত্ত্বাবধানে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানায়, গেল বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চলবে। রমজান মাসের শিডিউল আর থাকবে না।এমআর-২
    বনানীতে রাস্তায় মাঝখানে উল্টে গেল বাস, আহত ৪২ জন
    রাজধানীর বনানীতে গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করা পরিস্থান পরিবহনের একটি বাস উল্টে ৪২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।তিনি বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করতো। আজ ভোরে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। এর মাঝখানে বনানীতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৪২ জন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। তবে ছয় জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। গার্মেন্টস মালিকপক্ষ আহত শ্রমিকদের দেখভাল করছে।  এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলেও জানান রাসেল সারোয়ার।
    বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বুধবার (২৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-১ এর জন্য ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন অপসারণের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।এমআর-২
    ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ডাকাতি, আটক ৪
    রাজধানীর ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৬ মার্চ) সকালে তাদের আটক করা হয়।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বুধবার ভোরে র‍্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে ডাকাতি করতে যায় ৮ থেকে ১০ জনের একটি দল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ভবনে থাকা একটি কক্ষ থেকে নগদ টাকা লুট করছেন ২ জন। তারা বেরিয়ে যাওয়ার পর আরও ৩ জন সেই কক্ষে প্রবেশ করে বাকি টাকাও নিয়ে যান।পুলিশ জানায়, ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ও পুলিশ মিলে চারজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটক চারজনের কেউই র‍্যাব সদস্য নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।রমনা থানার ডিসি জানান, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় আটক হয় ৪ জন। তাদের গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় র‍্যাবের কোনো সদস্য জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।এবি 
    রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৪
    জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ব্যাপক অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৫ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাজধানীর ৫০টি থানা এলাকায় দুই পালায় মোট ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করেছে। এর মধ্যে রাতে ৩৪০টি এবং দিনে ৩২৭টি টহল টিম কাজ করে। এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি চেকপোস্ট বসানো হয়। ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ৬ জন ডাকাত, সাতজন সক্রিয় ছিনতাইকারী, একজন চাঁদাবাজ, ১০ জন চোর, ২৩ জন মাদক ব্যবসায়ী, ৪৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী।তিনি আরও বলেন, অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, দুটি গাড়ি, ২৩টি প্রিন্টেড স্মার্ট কার্ড, ছয়টি মোবাইল ও ১৮টি পাসপোর্ট। এছাড়া মাদকের মধ্যে রয়েছে ২৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯০৫১ পিস ইয়াবা ও ছয় গ্রাম হেরোইন।গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এমআর-২
    সচিবালয় অভিমুখে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
    বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটিসহ বিভিন্ন দাবিতে শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়া পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে শ্রমিকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।মঙ্গলবার (২৫ মার্চ) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় শ্রম ভবনের সামনে গার্মেন্টস শ্রমিকরা জড়ো হন। বেলা পৌনে ১১টায় তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হতে থাকেন। তবে সোয়া ১১টায় তোপখানা রোডে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন। এসময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের সরিয়ে দিতে ধাওয়া দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তারা আবারও শ্রম ভবনের সামনে অবস্থান নেন।এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, 'দুপুরে পোশাক শ্রমিকদের একটি মিছিল সচিবালয়ে ঢোকার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।'
    রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২১১
    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম, চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চেকপোস্ট পরিচালনা করে ২৩ ছিনতাইকারীসহ গ্রেফতার করা হয়েছে ২১১ জনকে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রোববার (২৩ মার্চ) রাত ১২টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে।এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি।এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।ডিসি তালেবুর রহমান আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১১ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারদের মধ্যে রয়েছে ৪ জন ডাকাত, ২৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, দুই জন চাঁদাবাজ, ১৫ জন চোর, ২৩ জন মাদক কারবারি, ৩৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।ডিএমপির এই কর্মকর্তা বলেন, অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত আটটি চাকু, একটি সামুরাই, একটি চাপাতি, পাঁচটি রড, একটি কাটার, একটি সিএনজি, একটি লোহার গ্রিল, চারটি মোবাইলফোন ও ১৮টি ওমানের ১০০ বাইসা নোট উদ্ধার করা হয়।এছাড়া উদ্ধার মাদকের মধ্যে রয়েছে দুই কেজি ২৯২ গ্রাম গাঁজা, ১৯৩ ইয়াবা ও ২৫.৭ গ্রাম হেরোইন।গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৪টি মামলা রুজু করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।এমআর-২
    শাহবাগে বাসের ধাক্কায় ট্রাফিক সহায়ক শিক্ষার্থী আহত
    রাজধানীর শাহবাগে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা মো. মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী বাসের ধাক্কায় আহত হয়েছেন।সোমবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদীর ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন ট্রাফিক সার্জেন্ট রেজাউল।তিনি জানান, শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করছিলেন মেহেদী। এ সময় মিরপুরগামী দুটি বাস পাল্টাপাল্টি করতে থাকলে মেহেদী গাড়ি দুটিকে স্বাভাবিকভাবে চলার কথা বলেন। এ সময় বিকল্প পরিবহনের একটি বাস দায়িত্ব পালনরত মেহেদীকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক্সরে করে দেখা গেছে ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। এখন তিনি চিকিৎসাধীন আছেন।মেহেদীকে ধাক্কা দেওয়া বিকল্প পরিবহনের বাসটি মিরপুর থেকে (ঢাকা মেট্রো ব ১১-৯৭৬৬) জব্দ করা হয়েছে এবং চালক সোহেলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।এমআর-২
    ২৬ মার্চ বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক
    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী বুধবার বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, দেশি-বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহনগুলো সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত অন্যান্য গাড়িচালকদের জন্য আগামী ২৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো :১. সার্জেন্ট আহাদ পুলিশ বক্স (গুলিস্তান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত (টয়েনবী সার্কুলার রোডে) সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।২. আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত (ডিআইটি রোডে) সব প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।৩. পার্ক রোডের উত্তর প্রান্ত থেকে ইত্তেফাক মোড় (টয়েনবী সার্কুলার রোড) অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।৪. শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেস ক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করবে।৫. দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।প্রসঙ্গত, উল্লিখিত নির্দেশনাসমূহ বঙ্গভবনে আসা আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লিখিত রাস্তাসমূহ পরিহার করে অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য গাড়িচালকদের অনুরোধ করা হলো। এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে রাস্তা ও এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।এমআর-২
    রাজধানীতে গলায় গামছা প্যাঁচানো রিকশাচালকের লাশ উদ্ধার
    রাজধানীর সবুজবাগের গ্রিন মডেল টাউনে রাস্তার ওপর থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মো. রঞ্জু মিয়া (৪৫) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে।রোববার (২৩ মার্চ) রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।সুরতহাল শেষে এসআই সুমন দেবনাথ জানান, খবর পেয়ে দক্ষিণগাঁওয়ে গ্রিন মডেল টাউনের ১১ নম্বর রোডের ই ব্লকের ১১ নম্বর প্লটের থেকে গলায় গামছা প্যাঁচানো ও নাকে-মুখে আঘাতের চিহ্ন থাকা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, গতকাল আমরা গেইন মডেল টাউন হাউজিং থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ও শরীরে আঘাতের চিহ্নসহ এক ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রথমে ওই ব্যক্তি অজ্ঞাত থাকলেও পরে প্রযুক্তির সহায়তায় তার নাম জানা যায় রঞ্জু মিয়া। তিনি পেশায় একজন রিকশাচালক। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা। বর্তমানে খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় থাকতেন তিনি।তিনি আরও জানান, কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে তার রিকশা নিয়ে গেছে কিনা সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।এমআর-২
    রাজধানীতে সিএনজি অটোরিকশা গ্যারেজে আগুন
    রাজধানীর রামপুরার পলাশবাগে একটি সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে আগুন লেগেছে। সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছয় ইউনিটের প্রচেষ্টায় ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে এক খুদে বার্তায় জানানো হয়, ৫টা ২৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৩৬ মিনিটে। পরে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজারসহ ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এআই
    রাজধানীর সড়কে বসছে ‘রিকশা ট্র্যাপার’
    ঢাকার সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা জন্য নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্দিষ্ট সড়কের প্রবেশমুখে রিকশার গতিরোধ করার জন্য বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’। কোনো রিকশা যখন এ ট্র্যাপার পার হতে যাবে তখন লোহার খাঁজে চাকা আটকে যাবে।শনিবার (২২ মার্চ) রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে এ ট্র্যাপার বসানো হয়েছে।ট্রাফিক বিভাগ জানায়, প্রাথমিক পর্যায়ে যদি এটি কার্যকর প্রমাণিত হয়, তাহলে পর্যায়ক্রমে ঢাকার অন্য সড়কেও এ ট্র্যাপার বসানো হবে।এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপকমিশনার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, আপাতত পরীক্ষামূলকভাবে ট্র্যাপারগুলো স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এমআর-২
    ঈদযাত্রায় যান চলাচলে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
    আসন্ন ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষ্যে সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।রোববার (২৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে যানবাহনের চালক ও নগরবাসীর জন্য ট্রাফিক সংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনায় উল্লেখ করা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিপুলসংখ্যক মানুষ ঢাকা মহানগর হতে দেশের বিভিন্ন জেলায় গমণ করবেন। পবিত্র ঈদের সময় সাধারণত প্রায় ১ কোটির অধিক মানুষ ঢাকা মহানগর ত্যাগ করেন এবং প্রায় ৩০ লাখের বেশি মানুষ অন্যত্র হতে ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করার নিমিত্তে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক বিভিন্ন কর্মকাণ্ড চলমান রয়েছে।ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখা; আব্দুল্লাহপুর থেকে ধউর/আশুলিয়া সড়ক একমুখীকরণ; বিআরটি লেন দিয়ে শুধু আউটগোয়িংয়ের যান চলাচলের ব্যবস্থাকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ওই সিন্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২৫ মার্চ হতে ঈদের পূর্ব রাত পর্যন্ত সংশ্লিষ্ট সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।১. ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটিতে শুধু ঢাকা মহানগর হতে বের হওয়ার জন্য (একমুখী) সব ধরনের যানবাহন চলাচল করবে। উক্ত রাস্তার আশুলিয়া-ধউর-কামারপাড়া ও আব্দুল্লাহপুর হয়ে ঢাকা প্রবেশ করবে এমন যানবাহনসমূহ আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী/অন্য এলাকায় প্রবেশ করবে।২. ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকা হতে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারসন) সব ধরনের যানবাহন ঢাকা হতে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে। উক্ত বিআরটি এর ঢাকায় প্রবেশের লেনটি দিয়ে কোন যানবাহন ঢাকা অভিমুখে (ইনকামিং) আসতে পারবে না। মহাসড়কের অন্যান্য লেনের গাড়ি পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলাচল করবে। বিআরটি এর ঢাকা অভিমুখী যানবাহন সমূহ অন্যান্য যানবাহনের সাথে নরমাল রাস্তায়/লেনে ঢাকায় আগমন করবে।৩. উল্লিখিত তারিখ হতে ঈদযাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরী প্রয়োজন ছাড়া অন্যান্য যানবাহন সমূহকে নিম্নেবর্ণিত সড়কসমূহ পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো:—>ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (এয়ারপোর্ট টু আব্দুল্লাপুর)>ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড)> পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)> ঢাকা-আরিচা মহাসড়ক (মিরপুর রোড: শ্যামলী টু গাবতলী)> ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু তাতিবাজার টু বাবুবাজার ব্রিজ)> ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গা ব্রিজ)> মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রিজ সড়ক> আব্দুল্লাপুর টু ধউর ব্রিজ সড়কএমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর জন্য এ নির্দেশনা সংশ্লিষ্ট সকল যানবাহনের চালকগণ ও নগরবাসীকে প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।এমআর-২
    রাজধানীর পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা
    রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সেলিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টায় মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় পরিবারের দাবি স্থানীয় মাদক কারবারিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।নিহত সেলিমের খালা ইয়াসমিন আক্তার জানান, সেলিম স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মিরপুর ১১ বিহারী ক্যাম্প ওয়াবদা কলোনি বিল্ডিংয়ে থাকতেন। সন্ধ্যার দিকে ওয়াবদা বিল্ডিংয়ের পাশে মাঠে পূর্বশত্রুতার জেরে সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখা হয়।তিনি আরও জানান, সেলিম সেখানে ঘুরতে গিয়েছিলেন। এসময় পারভেজ নামের এক যুবকসহ আরও কয়েকজন ছিল। তারাই তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের খবর দিলে তারা হাসপাতালে ছুটে যান।ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত সেলিম মিরপুর ১২-এর ‘ই’ ব্লকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তাকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার নেপথ্যে এলাকার আধিপত্যের দ্বন্দ্বও থাকতে পারে বলে পুলিশ মনে করছে।এবি 
    হাতিরঝিলে মিলল ৫ কোটি টাকার ইয়াবা, তরুণীসহ গ্রেপ্তার ৪
    রাজধানীর হাতিরঝিল এলাকা  ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহমেদ।শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি ব্রান্ড নিউ গাড়িও জব্দ করা হয়েছে।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহমেদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।উপপরিচালক শামীম আহমেদ বলেন, এ বিষয়ে শনিবার (২২ মার্চ) দুপুর ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।এবি 
    Loading…