এইমাত্র
  • ঈদে কারাবন্দিদের জন্য থাকছে যেসব খাবার
  • লাখ মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত
  • ঈদের জামাতে দ্রুত নির্বাচন চেয়ে দোয়া প্রার্থনা
  • আগামীতে আরও বড় পরিসরে ঈদ উদযাপন করব: উপদেষ্টা আসিফ
  • যত বাধাই আসুক ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ব
  • জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার ঈদের নামাজ আদায়
  • লোহাগাড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত
  • জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত
  • ঈদের দিনেও গাজায় ই’রায়েলি হামলা, নিহত ৬৪
  • ঈদে মুসলিমদের শুভেচ্ছা জানাল পুতিন
  • আজ সোমবার, ১৭ চৈত্র, ১৪৩১ | ৩১ মার্চ, ২০২৫

    প্রবাস

    লন্ডনের কিংসমেডাও খোলা মাঠে ঈদের নামাজ পড়লেন তারেক রহমান
    যুক্তরাজ্যের লন্ডনের কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামের খোলা মাঠে ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (৩০ মার্চ) স্থানীয় সময় ৯টায় পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ এই খোলা মাঠে ঈদের নামাজে অংশ নিতে হাজির হন তিনি।স্থানীয় সময়ে সকাল সাড়ে ১০টায় এই মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঈদের জামাতে তারেক রহমানের পাশে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এজেডএম জাহিদ হোসেন এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ। আগের দিন থেকেই জানা গিয়েছিল, আবহাওয়া ভালো থাকলে তারেক রহমান এই খোলা মাঠে ঈদের নামাজে অংশ নেবেন। যদি আবহাওয়া খারাপ থাকতো, তাহলে তিনি কিংস্টন মসজিদে ঈদের নামাজ আদায় করতেন।ঈদের নামাজের পর তারেক রহমান কুশল বিনিময় ও কোলাকুলি করেন লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ব্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সঙ্গে। এদিকে, প্রায় এক দশক পর মা খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার সুযোগ পেলেন তারেক রহমান।
    ইতালিতে পবিত্র ঈদুল ফিতর পালন
    মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর প্রবাসী মুসলমানরা আনন্দ ও উৎসবে মেতে ওঠেন। ইতালির রোম, ভেনিস, ভিচেন্সা, মিলান, তুরিনো, নাপোলি, বলোনিয়া, ফ্লোরেন্সসহ বিভিন্ন শহরে ইসলামিক সেন্টার ও উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। রোমের কেন্দ্রীয় ঈদগাহে হাজারো মুসল্লি সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। ভিচেন্সায় মসজিদ প্রাঙ্গণে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।  নামাজ শেষে দোয়া ও মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।ঈদ উপলক্ষে প্রবাসীরা নতুন পোশাক পরিধান করে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন বাংলাদেশি, পাকিস্তানি ও অন্যান্য মুসলিম কমিউনিটির পক্ষ থেকে ঈদ মিলনমেলার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে ঐতিহ্যবাহী খাবার পরিবেশন ও সাংস্কৃতিক আয়োজনে যা প্রবাসীদের মনে দেশের ঈদের আমেজ এনে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রবাসীদের। প্রিয়জনদের থেকে দূরে থাকলেও ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেন তারা। ইতালির প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদ জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সব মিলিয়ে, ইতালিতে প্রবাসী মুসলিমদের জন্য এটি ছিল এক আনন্দঘন দিন। এবারের ঈদ ছুটির দিনে হওয়য়প্র বাসীদের মাঝে বাড়তি আনন্দ বিরাজ করছে। এইচএ
    ঈদে কুয়ালালামপুরের ৫ স্থানে টহল বৃদ্ধি করছে ইমিগ্রেশন বিভাগ
    ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী কুয়ালালামপুরে বিদেশিদের প্রচুর সমাগম ঘটে। বিদেশিদের সমাগম বেশি এমন পাঁচটি হটস্পটে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ টহল জোরদার করেছে। বৃহস্পতিবার কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মেনারা কেএলসিসি, মসজিদ ইন্ডিয়া, কোটা রায়া, জালান সিলাং এবং বুকিত বিনতাং এলাকায় টহল জোরদার করা হবে। টহলে ইমিগ্রেশন কর্মীদের দায়িত্ব হলো বিদেশিরা যাতে অভিবাসন আইন মেনে চলে। স্থানীয় এবং বিদেশি পর্যটকদের জন্য এলাকাটি আরামদায়ক হয়, বিশেষ করে ছুটিতে তা নিশ্চিত করা।তার মতে, ঈদুল ফিতরের সময় বিদেশিরা বিভিন্ন স্থানে ভিড় জমান; তাদের সবাই অবৈধ অভিবাসী নন। তাই জনসাধারণকে অনুরোধ জানান, সব বিদেশিকে অবৈধ হিসেবে চিহ্নিত করার জন্য খুব তাড়াহুড়ো করবেন না এবং তাদের আশ্বস্ত করবেন যে, কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ সর্বদা প্রতিটি শহরের বাসিন্দার আরাম নিশ্চিত করার জন্য তার কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এমন কিছু লোক আছে যাদের বৈধ কাগজপত্র আছে এবং তারা ঈদুল ফিতরের সঙ্গে ছুটি কাটানোর সুযোগ নিয়েছে। তারা বন্ধুদের সঙ্গে দেখা করার, দেশবাসীর সঙ্গে একত্রিত হওয়ার এবং আরও অনেক কিছু করার সুযোগ নিচ্ছে, এ বিষয়টি সমাজ নেতিবাচকভাবে দেখবে না।ডিরেক্টর বলেন, জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত রাজধানীজুড়ে তার দল মোট ১৫০টি অভিযান পরিচালনা করেছে। সেখানে বাংলাদেশি নাগরিকসহ মোট ১,০৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারদের মধ্যে চীন, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড এবং ভিয়েতনামের নাগরিকও রয়েছে।
    মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা দিবস পালন
    যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মো: শামীম আহসান। পতাকা উত্তোলনের সময় হাই কমিশনারের সহধর্মিণী মিসেস পেন্ডোরা চৌধুরীসহ মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট এর ছাত্র-জনতার অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই -আগস্ট অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।হাইকমিশনার তার বক্তৃতায় শুরুতে  ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। মহান স্বাধীনতা দিবসে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ যে আকাঙ্ক্ষা নিয়ে সংঘটিত হয়েছিল তার পরিপূর্ণ রুপ দিতে ২৪ এর জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান । ৭১ ও ২৪ এর শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ রুপ দিতে সকলকে একযোগে কাজ করতে আহ্বান জানান তিনি।শামীম আহসান বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ খাতে পরিবর্তনমূলক সংস্কার আনার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে বাংলাদেশ পুনর্গঠনের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের নির্দেশনা মোতাবেক হাইকমিশন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।  বাংলাদেশ - মালয়েশিয়ার মধ্যে চমৎকার দ্বি-পাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে উল্লেখ করে হাইকমিশনার বলেন, শ্রমবাজারের পাশাপাশি বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে প্রায় চার বিলিয়ন ডলারের দ্বি-পাক্ষিক বাণিজ্য হয়ে থাকে। জুলাই -আগস্ট অভ্যুত্থানের পর প্রফেসর মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহীম প্রধান উপদেষ্টাকে ফোন করে শুভেচ্ছা জানান এবং প্রথম সরকার প্রধান হিসাবে বাংলাদেশ সফর করেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিকট ভবিষ্যতে মালয়েশিয়া সফর করবেন বলে হাই কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরো বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের চাহিত সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনসুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যানমূলক সকল প্রকার সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। আলোচনা সভায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর
    দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট এর আনুষ্ঠানিক বিতরণ
    মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়ায় ই-পাসপোর্ট এর আনুষ্ঠানিক বিতরণ কার্যক্রম শুরু করেছে। দীর্ঘ প্রতিক্ষার পরে মান্যবর হাইকমিশনার জনাব শাহ আহমেদ শফীর প্রচেষ্টায় গত (২০ ফেব্রুয়ারি) উদ্বোধন হয় ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন মান্যবর হাইকমিশনার জনাব শাহ আহমেদ শফী। উদ্বোধনের প্রায় এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় চলে আসে ই-পাসপোর্টের প্রথম ব্যাচ। ই-পাসপোর্টের প্রথম বই বিতরণ অনুষ্ঠানে মান্যবর হাইকমিশনার জনাব শাহ আহমেদ শফীর হাত থেকে ই-পাসপোর্ট গ্রহণ করেন দক্ষিণ আফ্রিকা বিএনপির নেতা ইমরান আলী বাবুল।ই-পাসপোর্টে বিতরণ অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা সহ আরো উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রধান উপদেষ্টা মমিনুল হক,সাবেক আহবায়ক জহিরুল আলম তরুন, মিরসরাই এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম।এসআর
    পবিত্র ওমরাহ পালনে শিশুদের জন্য নতুন নির্দেশনা সৌদির 
    পবিত্র রমজান মাসের শেষ কয়েক দিন আর অবশিষ্ট রয়েছে। এই দিনগুলোতে সৌদি আরব কর্তৃপক্ষ অনুরোধ করেছেন যে, মক্কার গ্র্যান্ড মসজিদে আগত হজযাত্রীদের সঙ্গে ছোট শিশুদের সাথে না নেওয়ার জন্য। প্রচণ্ড ভিড়ের মধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় নিরাপত্তা অপারেশন কেন্দ্র (এনসিও) নামাজের সময় অতিরিক্ত যানজটের বিষয়ে সতর্ক করেছে এবং নিরাপদ ওমরাহ্‌ নিশ্চিতের জন্য হজযাত্রীদের নিরাপত্তা নির্দেশিকা অনুসরণের পরামর্শ দিয়েছে, যাতে করে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের জন্য সবচেয়ে ব্যস্ততম সময় অতিবাহিত হয়ে থাকে। এ সময়ই মুসলিমদের ওমরাহ পালনের প্রবণতা কয়েকগুণ বেড়ে যায়। পবিত্র এই মাসের শেষ ১০ দিন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর মধ্যে রয়েছে লাইলাতুল কদর এবং এই মাসেই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর কুরআন নাজিল হয়।দুই পবিত্র মসজিদে শিশুদের যত্নের জন্য জেনারেল অথরিটি একটি নিরাপদ এবং আরামদায়ক পরিবেশ প্রদানের জন্য সার্বক্ষণিক শিশু যত্ন কেন্দ্রের গুরুত্ব দিয়ে কাজ করছে । এছাড়া সংস্থাটি অভিভাবকদের আশ্বস্ত করে জানিয়েছে, আপনার শিশুরা যাতে নিরাপদ থাকে সে ভাবে কাজ করে যাচ্ছি । পাশাপাশি তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করার সময় এই সুবিধাগুলো ব্যবহার করার জন্য অভিভাবকদের উৎসাহিত করা হচ্ছে।এসআর
    ঈদকে সামনে রেখে রেমিট্যান্স পাঠাতে ইতালিতে প্রবাসীদের ভিড়
    ইতালিতে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি মুসলমানদের জন্য রমজান ও ঈদ বিশেষ আনন্দের সময়। তবে এই সময়টিকে ঘিরে দেশে থাকা পরিবার-পরিজনের জন্য অর্থ পাঠানোর ব্যস্ততাও বেড়ে যায়। ইতালির বিভিন্ন শহরে অনুমোদিত মানি এক্সচেঞ্জ এজেন্সিগুলোতে প্রবাসীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।রমজান মাসে পরিবারের জন্য অতিরিক্ত খরচের যোগান দিতে এবং ঈদের উৎসব আরও আনন্দমুখর করতে ইতালি থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ে। প্রবাসীদের অনেকেই মাসিক সঞ্চিত অর্থের পাশাপাশি অতিরিক্ত আয়ের অংশটুকু দেশে পাঠিয়ে থাকেন।মিলান, রোম, নাপোলি, ভেনিসসহ বিভিন্ন শহরে বৈধ মানি ট্রান্সফার এজেন্সিগুলোতে এখন রেমিট্যান্স পাঠানোর ভিড় লেগেই আছে। বিশেষ করে ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, ফাস্ট সিকিউরিটি এবং বিভিন্ন স্থানীয় মানি এক্সচেঞ্জ অফিসগুলোতে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে প্রবাসীরা প্রিয়জনদের কাছে অর্থ পাঠাচ্ছেন।স্থানীয় মানি এক্সচেঞ্জ এজেন্সি মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান এবং ঈদের সময় প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এছাড়া ইতালিতে বৈধভাবে বসবাসরত প্রবাসীরা আইন মেনে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।একজন প্রবাসী বাংলাদেশি বলেন, আমরা সারা বছর পরিশ্রম করি পরিবারকে একটু ভালো রাখার জন্য। রমজান আর ঈদে যেন তারা একটু ভালো থাকতে পারে, সে জন্য যতটুকু পারি বেশি টাকা পাঠানোর চেষ্টা করি।ইতালি থেকে পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি আরও চাঙা হবে।এসআর
    সৌদিতে সড়কের পাশ থেকে বাংলাদেশি ইমামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
    সৌদি আরবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানের একটি কারখানার মসজিদে ইমাম আল আমিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।নিহত আল আমিন দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানের একটি কারখানার মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি গাড়ি ভাড়ায় নিয়ে মানুষের বাড়িতে খাবার সরবরাহ করতেন।শুক্রবার (২১ মার্চ) রাতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেছে আল আমিনের। নিহত আল আমিন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মেঘনা নদীবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামের লাক মিয়ার সন্তান।সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী শহর জিজানের একটি কোম্পানির মসজিদে ইমামতি করতেন আল আমিন। সংসারের ধারদেনা মেটাতে ইমামতির পাশাপাশি মানুষে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার কাজ করতেন। শুক্রবার মসজিদে তারাবির নামাজ শেষে গাড়ি নিয়ে একই কাজ করতে বের হন আল আমিন। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে তাঁর মরদেহ রাস্তায় পাশে পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ হাসপাতালে নিয়ে যায়।তথ্যে জানা যায়, এক বোন ও তিন ভাইয়ের সংসারে আল আমিন সবার বড়। হাফেজি পড়াশোনা করেছিলেন। কোনো কিছুতেই সাফল্য না পেয়ে ভাগ্য ফেরাতে ধারদেনা করে ৫ বছর আগে সরকারিভাবে তিনি সৌদি আরবে যান। মাঝেমধ্যে ছুটি নিয়ে বাড়িতে আসতেন। সর্বশেষ গত বছরের নভেম্বরে বাড়িতে এসেছিলেন আল আমিন। তখন স্থায়ীভাবে দেশেই থেকে যাওয়ার চিন্তা করছিলেন। কিন্তু এলাকায় কোনো কাজের ব্যবস্থা হয়নি। তাই সংসার পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। সামগ্রিক অবস্থা বিবেচনা করে আল আমিন ছুটি শেষ হওয়ায় আগেই গত ৬ ফেব্রুয়ারি ফের সৌদি আরবে যান।আল আমিনের চোখ-বুকসহ শরীরের বেশ কয়েকটি স্থানে গুলির চিহ্ন রয়েছে। প্রচণ্ড রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে কোনো কিছুই জানা যায়নি। সৌদি পুলিশ উক্ত ঘটনার তদন্তে কাজ করছে, নিহতের মৃতদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।এআই
    ৫১ বাংলাদেশিকে আটকে দিল মালয়েশিয়া
    ভুয়া হোটেল বুকিং ও কাগজপত্র নিয়ে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময় ৫১ বাংলাদেশি নাগরিককে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা পর্যটন ভিসায় মালয়েশিয়ায় এসে কাজ করতে চেয়েছিলেন। গতকাল শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা। প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১-এ ভুয়া হোটেল বুকিং ব্যবহার এবং ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করার সময় সন্দেহভাজন হিসেবে ৫১ জন বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশ করতে না দিয়ে আটক করা হয়েছে।শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানিয়েছে, বৃহস্পতিবার টার্মিনালের আগমন হলে ৬৭ জন আগত ব্যক্তির মধ্যে অস্বাভাবিক আচরণ ও চলাফেরা দেখে তাদের সন্দেহ করা হয়। পরে ৫১ জনকে আটক করা হয়। একেপিএস আরও জানিয়েছে, পরিদর্শনের সময় একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু কর্তব্যরত কর্মকর্তারা তাকে ধরে ফেলেন। তারা ইমিগ্রেশনের মূল গেটে না এসে এদিক-ওদিক ছোটাছুটি করছিল। আটকের পর কেউ কেউ স্বীকার করেছেন যে তাদের আসল উদ্দেশ্য ছিল মালয়েশিয়ায় চাকরি খোঁজা।এইচএ
    মালয়েশিয়ায় বিমানবন্দরে আরও ৫১ বাংলাদেশি আটক
    মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫১ বাংলাদেশিকে আটক করেছে একেপিএস। সংস্থাটি জানায়, আটক বাংলাদেশিরা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করে। প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ হওয়ায় তাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে।বৃহস্পতিবার (২০ মার্চ) কুয়ালালামপুর বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।শুক্রবার (২১ মার্চ) এক বিবৃতিতে একেপিএস জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-১ এর আগমন হলে ৬৭ বিদেশিকে তল্লাশি চালানো হয়। এর মধ্যে ৫১ জন বিভিন্ন অপরাধে জড়িত তা শনাক্ত করা হয়। পরে তদন্তের জন্য তাদের অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়।পরিদর্শনে দেখা যায়, তারা বিভিন্ন অপরাধ করেছে। যার মধ্যে রয়েছে ভুয়া হোটেল বুকিং নথি ব্যবহার ও অভিবাসন চেক এড়ানোর চেষ্টা করা।একেপিএস জানায়, ৫১ জন বাংলাদেশিকে ইমিগ্রেশন আইন ১৯৫৯ / ৬৩-এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া নথিপত্র ব্যবহারের পাশাপাশি অনেকের কাছে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য ছিল না এবং তারা তাদের অবস্থানের স্পষ্ট কারণ জানাতে ব্যর্থ হয়েছেন। এমনকি কেউ কেউ স্বীকার করেছেন তারা মালয়েশিয়ায় কাজের জন্য এসেছেন।৫১ বাংলাদেশিকে দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানো হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়।এমআর-২
    মালয়েশিয়ায় বিমানবন্দরে আরও ৩৬ বাংলাদেশি আটক
    মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ জনকে আটক করেছে একেপিএস। আটকদের মধ্যে ৩৬ জনই বাংলাদেশি নাগরিক। বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে তিন ঘণ্টা ধরে পরিদর্শন অভিযান চালানো হয়েছিল। পরিদর্শন অভিযানে মোট ১১৫ জন বিদেশিকে কাগজপত্র পরীক্ষা করা হয়েছিল। তারপর দেখা গেছে যে ৪৫ জন এই দেশে প্রবেশের প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। এর মধ্যে ৩৬ জন বাংলাদেশি এবং বাকি ৯ জন পাকিস্তানি।কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তাদের অবতরণ করতে দেওয়া হবে না। আরও তদন্তের জন্য আটকদের মনিটরিং ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে একেপিএস।প্রসঙ্গত, গত ১৭ মার্চ ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ জন বাংলাদেশিকে আটক করে সংস্থাটি।এমআর-২
    ক্রিকেটার ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক
    ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশর পর ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের আটক করা হয়। আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।মঙ্গলবার (১৮ মার্চ) দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ১৫ জনের এই দলটি একটি টুর্নামেন্টের আয়োজনপত্র উপস্থাপন করেছে যা দেশটির পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমর্থন পেয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু পর্যালোচনার পর দেখা গেছে নথিটি জাল এবং এমনকি আগামী ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার সূচি নেই সেখানে।একেপিএস আরও জানিয়েছে, কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এরই মধ্যে সংস্থাটি অভিবাসন বিভাগকে গোষ্ঠীটির জন্য ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ জারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান একেপিএস।এইচএ 
    ইতালিতে চাঁদপুর কমিউনিটির উদ্যোগে ইফতার অনুষ্ঠিত
    ইতালির ভিছেন্সা প্রভিন্সের থিয়েনে বসবাসরত চাঁদপুরবাসীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ মার্চ) স্থানীয় ইসলামীক সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থিয়েনে ও আশপাশের এলাকায় বসবাসরত চাঁদপুরবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।চাঁদপুর কমিউনিটির পক্ষ থেকে শাহাদাত হোসেন, হুমায়ুন কবির, সাদ্দাম হোসেন, আহসান হাবীব রাহেল অতিথিদের আন্তরিকভাবে বরণ করে নেন। ইফতার আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ব্যতিক্রমধর্মী ও সুস্বাদু খাবারের সমাহার যা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়িয়েছে।ইফতারের আগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম ও খতিব হযরত হাফেজ মাওলানা রেজাউল করিম। তিনি মুসলিম উম্মাহ, প্রবাসী বাংলাদেশি এবং বিশেষ করে চাঁদপুরবাসীর শান্তি, সুস্থতা ও সফলতার জন্য দোয়া করেন। একইসঙ্গে ইফতার আয়োজন সফল করতে যাঁরা পরিশ্রম করেছেন ও আর্থিকভাবে সহায়তা করেছেন তাঁদের জন্যও বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠান শেষে চাঁদপুর কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব শাহাদাত হোসেন এবং মসজিদের সেক্রেটারি কাজী সাত্তার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তারা আয়োজনে অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এই আয়োজনে বিশেষ অবদান রাখেন হুমায়ুন কবির, হাসান আহমেদ, এমদাদ বেপারী, মতিউর রহমান, সাদ্দাম হোসেন, রাশেদ ভূঁইয়া, এনামুল হক সাব্বির, ইমরান, শুকুর আলম, আহসান হাবীব রাহেল, আব্দুল কাহার, রাকিব, কাজী রাজিব, শরীফ হোসেন, সাকিব, ইকবাল হোসেন, আরমান, পাটোয়ারী সোহেল, আফতাব উদ্দিন শাকিলসহ আরও অনেকে।চাঁদপুর কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত রাখবে। এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও দৃঢ় করেছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এআই
    বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
    যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ই মার্চ) বার্মিংহামের একটি রেস্টুরেন্টের হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের সঞ্চালনায় ইফতারের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলা কাগজের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেক্রেটারি খসরু খান, কাউন্সিলর জালাল উদ্দীন আহমদ, সাদেক মিয়া সমছু,লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশেদুল হক, বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের সেক্রেটারি মোস্তফা কামাল, বিওনটিভি ইউকের প্রেজেন্টার সিনিয়র সাংবাদিক বেলাল বদরুল, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম বেলাল, কোষাধ্যক্ষ লোকমান হোসেন কাজি, প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক ডা: আব্দুল খালেক, বাংলা কগজের ফাইনান্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল, ইকরা টিভির প্রতিনিধি সারওয়ার হোসেন, এসকেএন চার্টার একাউন্টেড হিসাব সহকারি ইয়াহিয়া খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বার্মিংহামে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে নানা অসংগতি, অনিয়ম-দুর্নীতি, দুর্ভোগের চিত্র যেমন ফুটে ওঠে তেমনি তাদের লেখনিতে মানুষের সাফল্য, সম্ভাবনা ও প্রত্যাশার কথা উঠে আসে; যা দেশ-জাতির উন্নয়নের পাশাপাশি একটি কল্যাণমুখী রাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এজন্য সাংবাদিকতায় নৈতিকতা ও মান বজায় রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন, লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের প্রিন্সিপাল মাও: কাদির আল হাসান।এসআর
    ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ইফতার ও দোয়া মাহফিল 
    ইতালিতে প্রবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) স্থানীয় বড় মসজিদ ও ছোট মসজিদে এই আয়োজন সম্পন্ন হয়। যেখানে কয়েক শতাধিক বাংলাদেশি প্রবাসী অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির জন্য দোয়া করেন এবং প্রবাসীদের সামাজিক সংহতির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কমিউনিটির  সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রনি শেখ,  প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক জাহাঙ্গীর হুসেন বাবলু, অর্থ সম্পাদক শিবলী সাদিক, ধর্ম সম্পাদক জামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক ও আপ্যায়ন সম্পাদক মো. মোবারক হোসেন।সহ-সভাপতি সেলিম হুসাইন, সহ-সভাপতি মইনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, সহসাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সহপ্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, সহসাংস্কৃতিক সম্পাদক মামুন সহক্রীড়া সম্পাদক মঞ্জুর রহমান। কার্যকরী পরিষদ সদস্য রকুন মুহাম্মেদ, মো. মুরাদ, মামুন খান, মতি, বশির, বিজয় বেপারী । প্রধান উপদেষ্টা আফিল উদ্দিন, উপদেষ্টা খান মাহমুদ, মজিবর রহমান চৌধুরী ও জামাল উদ্দিন প্রমুখ।  এই ইফতার মাহফিলে ভিচেন্সা শহরের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতারা অংশগ্রহণ করেন। বাংলাদেশ কমিউনিটি  ভিচেন্সা সিটির নেতারা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবেন। এসআর
    Loading…