এইমাত্র
  • সাত বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ
  • সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা
  • লন্ডনের কিংসমেডাও খোলা মাঠে ঈদের নামাজ পড়লেন তারেক রহমান
  • ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
  • কালিয়াকৈর চন্দ্রায় ১৬ বছর পর ঈদযাত্রায় স্বস্তি
  • চীনের বিনিয়োগে দেশে হবে বিশেষায়িত হাসপাতাল
  • আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
  • শরীয়তপুরের ৩০ গ্রামে আগাম ঈদ উদযাপন
  • ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল তালেবান সরকার
  • রাজধানীতে ঈদ জামাতের নিরাপত্তায় থাকবে ১৫ হাজার পুলিশ
  • আজ সোমবার, ১৬ চৈত্র, ১৪৩১ | ৩১ মার্চ, ২০২৫

    খেলা

    কোচ দরিভালকে বরখাস্তের সিদ্ধান্ত ব্রাজিলের
    দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন (সিবিএফ)। কনমেবলের গ্রুপ টেবিলে সেলেসাওদের অবস্থান এখন চতুর্থ। তবে, ১৪টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হারলেও ২০২৬ বিশ্বকাপে যাওয়ার সুযোগ এখনও রয়েছে সবশেষ ২০০২ বিশ্বচ্যাম্পিয়নদের।২০২৪ সালের জানুয়ারি থেকে ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন ৬২ বছর বয়সী দরিভাল। এর আগে তিনি ব্রাজিলের অনেক ক্লাব পরিচালনা করেছেন। তার প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ, যেখানে ব্রাজিল ১-০ গোলে জয় পেয়েছিল। তার অধীনে ১৬টি ম্যাচের মধ্যে সাতটিতে জয়, ছয়টিতে ড্র এবং তিনটিতে হার হয়।সিবিএফ জানিয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর তারা তাকে বিদায় দিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, বোর্ড তার ভবিষ্যতের জন্য শুভ কামনা করছে। এখন থেকে সিবিএফ নতুন কোচ খুঁজতে কাজ করবে।দরিভাল অবশ্য নিজে কখনো ব্রাজিল জাতীয় দলে খেলেননি। তবে তিনি ২০২২ সালে ফ্ল্যামেঙ্গোকে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগ খ্যাত কোপা লিবার্তাদোরেস জিতিয়েছিলেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, আল-হিলাল কোচ জর্জ জেসুস ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। এর আগে, তারা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে আনার চেষ্টা করেছিল, তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ব্রাজিল এখনো আনচেলত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আগে দায়িত্ব নেয়া নিয়ে আলোচনা করতে চায়।এখন দেখার বিষয়, সেলেসাওদের পরবর্তী কোচ কে হন এবং দলটি আগামী বিশ্বকাপের বাছাইয়ের জন্য কীভাবে নিজেদের সামলে নেয়। তবে, নিজেদের ঐতিহ্য ফেরাতে ফের ইতালিয়ান কোচের দরজায় ধর্না দিতে পারে ব্রাজিল— এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।এমআর
    হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম
    রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন চিকিৎসক।বিসিবির সেই চিকিৎসক বলছিলেন, 'বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।'জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন তামিম ইকবাল। দু’বার হার্ট অ্যাটাকের পর পরীক্ষা করলে তার হার্টে ব্লক ধরা পড়ে, তাতে রিং পরানোর পর সাবেক এই বাংলাদেশ অধিনায়ক এখন ধীরে ধীরে সুস্থতার পথে। তামিমকে ৭২ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হয়। প্রসঙ্গত, গত ২৪ মার্চ সকালে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে খেলতে যান মোহামেডানের তামিম। অধিনায়ক হিসেবে টসও করেন তিনি। এরপরই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তামিম।পরে স্থানীয় ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়ার পর কিছুটা সুস্থবোধ করায় পুনরায় তিনি মাঠে ফিরে আসেন এবং আবারও অসুস্থ হয়ে পরেন।পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তখন চিকিৎসকরা পরামর্শ দেন দ্রুত ওই হাসপাতালেই চিকিৎসা করাতে।ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। তাই দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তামিমকে রিং (স্টেন্ট) পরানো হয়।এবি
    ‘দুইবার বিশ্বকাপ জিতলেই জাতীয় দল থেকে অবসর নেব’
    আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানালেন, যদি তার দল টানা দুইবার বিশ্বকাপ জেতে, তবে তিনি জাতীয় দল থেকে অবসর নেবেন।  সম্প্রতি বিপ্লে'কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত, বিশেষ করে ২০২২ বিশ্বকাপ ফাইনালে কুলো মুয়ানির শট রুখে দেওয়ার ঘটনা নিয়ে কথা বলেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে নিজের উন্নতি এবং জাতীয় দলের সম্ভাবনা নিয়েও কথা বলেন।  আর্জেন্টিনা যদি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে, তবে তার অনুভূতি কেমন হবে, সে বিষয়েও কথা বলেছেন মার্টিনেজ। তিনি বলেন, ‘এ রকম ঘটনা আর ঘটবে না। আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি, যা আমি জন্মের পর কখনো দেখিনি। এখন সাত বছর বয়সী একটি শিশুও জানে বিশ্বকাপ জয়ের আনন্দ কেমন। তবে দ্বিতীয়বার জিতলে মানুষ খুশি হবে, উদযাপন করবে, কিন্তু আগের মতো আবেগপ্রবণ হবে না।’  বিশ্বকাপ ফাইনালের আগে কী করেছিলেন, সে বিষয়েও মজার তথ্য দেন মার্টিনেজ। তিনি বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে আমি আমার বন্ধুদের সঙ্গে 'কল অফ ডিউটি' খেলছিলাম। তখন বিকেলের নাস্তার পর থেকে ম্যাচের ট্যাকটিক্যাল আলোচনা শুরুর আগ পর্যন্ত আমি ভিডিও গেমে ব্যস্ত ছিলাম।’  ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন মার্টিনেজ। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সের দুইটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। এখন তার লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ, যেখানে আর্জেন্টিনা যদি শিরোপা ধরে রাখতে পারে, তবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে রাখলেন এই অভিজ্ঞ গোলরক্ষক।এফএস
    আবুধাবিকে ‘হোমগ্রাউন্ড’ বানালো আফগানিস্তান
    রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার কারণে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় না আফগানিস্তানে। তাই হোম ম্যাচগুলো ভারত অথবা সংযুক্ত আরব আমিরাতে খেলতে হয় আফগানদের। এর আগে, ভারতের একটি স্টেডিয়ামকে নিজেদের হোমগ্রাউন্ড বানিয়ে স্বাগতিক হিসেবে ম্যাচ খেলেছে তারা। এবার সেই ভেন্যুতেও এলো পরিবর্তন।আগামী ৫ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড বানিয়েছে তারা। আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে, যেটির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত।চুক্তি অনুযায়ী আবুধাবিতে আফগানিস্তান জাতীয় দল ক্যাম্প করতে পারবে। সেই সঙ্গে আফগানিস্তান ‘এ’ দল ও বয়সভিত্তিক দলের ম্যাচগুলোও আয়োজন করতেও থাকবে না কোন বাধা। পাকিস্তানও ইতোপূর্বে এই স্টেডিয়ামকে নিজেদের হোম বানিয়েছিল।এসিবির প্রধান নির্বাহী নাসিব খান জানান, আবুধাবির প্রিমিয়াম সব সুবিধা ব্যবহার করার সুযোগ পাওয়া আফগানিস্তান ক্রিকেটের জন্য বিশেষভাবে বয়সভিত্তিক পর্যায়ে একটি বড় অর্জন। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে আবুধাবিকে নির্ধারণ করতে পারা এবং বয়সভিত্তিক পর্যায়ের জন্য এটি ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে পারা আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতে জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে এসিবিকে তাদের বৈশ্বিক কার্যক্রম পরিচালনা ও খেলোয়াড় উন্নয়ন প্রক্রিয়া শক্তিশালী করতে সহায়তা প্রদান করা হবে।প্রসঙ্গত, ২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পায় আফগানিস্তান। এরপর থেকেই বৈশ্বিক আসরে বেশ চমক দেখিয়ে আসছে দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশটি।এমআর-২
    হামজা চৌধুরীর সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বসিত লিটন দাস
    বাংলাদেশের ফুটবলের নতুন তারকা হামজা দেওয়ান চৌধুরী। বর্তমানে হামজা চৌধুরীকে নিয়ে যেন শোরগোল পুরো বাংলাদেশে। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো আর এফএ কাপ জেতা এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। লাল সবুজ জার্সিতে নিজের অভিষেকেই জাত চিনিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার। ভারতের মাঠে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত নৈপুন্য প্রদশন করেছেন তিনি।  ভারতের বিপক্ষে ম্যাচটায় হামজা যেন নিজেকে নিংড়ে দিয়েছেন পুরোদমে।   আজ সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন। জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট এরপর ঐ ফ্লাইটেই পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন। তাতে অবশ্য হামজাকে নিয়ে উন্মাদনায় কোনো ভাটা পড়ছে না। এখনো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় মুখ তিনিই। এবার তার সঙ্গে দেখা হয়ে এবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা লিটন কুমার দাস। হামজার সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।’ ছবির ক্যাপশনেই বলে দিচ্ছিল ক্যামেরার পেছনে ছিলেন লিটনের স্ত্রী।  হামজা আপাতত ফুটবলের ব্যস্ত সূচিতে প্রবেশ করলেও লিটন পার করবেন ঈদের ছুটি। ঈদ শেষে মাঠে নামবেন ডিপিএল টুর্নামেন্টে। এরপর জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততা আছে তার। অবশ্য এরমাঝে তিনি আবেদন করেছেন পিএসএলের দল করাচি কিংসের হয়ে মাঠে নামার। সেই সিদ্ধান্ত আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে। এবি 
    বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডের পথে হামজা চৌধুরী
    গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এরপর শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করায় এক পয়েন্ট পায় হাভিয়ের কাবরেরার দল। ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ অভিষেক ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছিলেন। আজ সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন। জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট এরপর ঐ ফ্লাইটেই পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন। এর আগে, শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন জামাল-হামজারা।গত ১০ দিন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ছিল হামজাময়। তার নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন। ১৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেন। পরের দিন ঢাকায় অনুশীলন করেন। ২০-২৫ মার্চ ভারতের শিলংয়ে ছিলেন ম্যাচ খেলতে। হামজা বাংলাদেশে পৌঁছানোর পর ফুটবল নিয়ে উন্মাদনা বাড়ে বহুগুণে। সবার আগ্রহ ছিল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়। হামজা ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করেছেন। শুধু খেলা নয়, আচার-আচরণেও হামজা অনন্য। নিজে অনেক বড় মাপের খেলোয়াড় হলেও সতীর্থদের সম্মান ও বিনয়ী মনোভাবে সবার হৃদয়ে জায়গা করেছেন অতি অল্প সময়ে। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে আশার আলোর সৃষ্টি হয়েছে।  এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের সঙ্গে। ঐ ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। যদিও স্টেডিয়ামটির সংস্কার এখনো চলমান। আর ভারতের বিপক্ষে ফিরতি লেগ ১৮ নভেম্বর ঢাকায়। প্রথম ম্যাচেই ৩ পয়েন্ট পাওয়ার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ভারতের বিপক্ষে গোলের সুযোগ নষ্টের মিছিলে এক হামজা চৌধুরীই ছিলেন উজ্জ্বল। যে কারণে ভালো ফুটবল খেলেও আর জেতা হয়নি তপু-রাকিবদের।এবি 
    এবার নেইমারকে নিয়ে হাস্যরসে মাতলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট
    ব্রাজিলকে ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে রীতিমতো বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ (বুধবার) ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সেলেসাওদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। এরপর থেকে পুরো আর্জেন্টাইন শিবিরের লক্ষ্যবস্তু ব্রাজিলিয়ান তারকা রাফায়েল রাফিনিয়া। তাকে নিয়ে কথা বলতে ছাড়ছেন না কেউই। এরই মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই টেনে আনলেন মাঠের বাইরে থাকা নেইমার জুনিয়রকে।বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের চলতি মাসের মাঝামাঝিতে দল ঘোষণা করেছিল ব্রাজিল। যেখানে ১৬ মাস পর জাতীয় দলের স্কোয়াডে ফেরেন এসিএল ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটানো নেইমার। তবে এরপরই নতুন চোট তাকে আবারও ছিটকে দেয়। ফলে উরুগুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় এবং আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার ম্যাচেও তিনি ছিলেন দর্শক। কিন্তু আলবিলেস্তেদের জয়ের পর আমোদ-প্রিয় নেইমারকে নিয়ে কৌতুক করতে ছাড়লেন না দেশটির রাষ্ট্রপ্রধান।নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ব্রাজিল তারকাকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘চিন্তা করছি নেইমার কতটা পার্টি পছন্দ করে। কিন্তু কি অদ্ভুত বিষয়– সে এই উৎসব মিস করেছে।’ যেন নেইমারদের হারের ক্ষতে আরও নুনের ছিটা দিলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।বর্তমানে ব্রাজিলের জার্সিতে সর্বকালের সেরা গোলদাতা নেইমার জুনিয়র। ১২৮ ম্যাচে তিনি ৭৯টি গোল করেছেন। যদিও ইনজুরির কারণে তিনি সাম্প্রতিক বছরগুলোয় মাঠে সেভাবে নিয়মিত নন। ফলে তার ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ কতটা দীর্ঘ হবে তা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে।তবে নেইমার ২০২৬ বিশ্বকাপে খেলার জন্য নিজের সবটুকু দিয়ে লড়াই চালিয়ে যাবেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন। চোট কাটিয়ে ইতোমধ্যে সান্তোসের ক্যাম্পে ফিরেছেন নেইমার। যদিও পুরো ফিট না হওয়ায় ক্লাবটির হয়ে তিনি সিরি’আর প্রথম ম্যাচে ডাগআউটেই কাটাবেন বলে জানা গেছে। দরিভালের পর ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে যারা এমন হার আগে কখনোই দেখেনি ব্রাজিল বছরে সর্বোচ্চ ৩১৫১ কোটি আয় রোনালদোর, মেসিসহ বাকিদের কতএদিকে, আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল তারকা রাফিনিয়া বলেছিলেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’ সেই মন্তব্যটি ম্যাচটির আগে-পরে ‘টক অব দ্য ফুটবল’—এ পরিণত হয়েছে। যা নিয়ে ম্যাচ চলাকালেই প্রতিক্রিয়া দেখিয়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা। মন্তব্য করেছেন লিওনেল মেসি থেকে শুরু করে রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজরা।নিজেদের ইতিহাসে এর আগে কখনোই বিশ্বকাপ বাছাইপর্বে ৪ গোল হজম করেনি ব্রাজিল। এবার চিরপ্রতীদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠে গিয়েই এমন লজ্জা পেতে হলো তাদের। এ ছাড়া ২০১৪ সালের পর এই প্রথম কোনো ম্যাচে ৪ গোলের বেশি হজম করল ব্রাজিল। এই ম্যাচে নামার আগেই অবশ্য আলবিলেস্তেরা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে সেলেসাওদের অবস্থান চতুর্থ। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২১। সমান ম্যাচে আর্জেন্টিনা ৩১, ইকুয়েডর ২৩ এবং ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়ে যথাক্রমে অবস্থান করছে। এমআর
    দেশে ফিরেছেন জামাল-হামজারা
    এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দল আজ ঢাকায় পৌঁছেছে। বুধবার (২৬ মার্চ) সকালে শিলং থেকে রওনা হয়ে গৌহাটি বিমানবন্দর থেকে কলকাতা হয়ে ঢাকায় পৌঁছান জামাল-হামজারা।ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর গতকাল বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে। জাতীয় দলের দায়িত্ব শেষে ফুটবলাররা এখন যার যার ক্লাবে ফিরবেন। একইভাবে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে আগামীকাল বাংলাদেশ ত্যাগ করবেন হামজা। পরবর্তীতে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন এই তারকা ফুটবলার। অন্য ফুটবলারদের অনেকে ক্লাবের ক্যাম্পে যোগ দেবেন, আবার অনেকে ঈদের ছুটি কাটাতে সরাসরি বাড়িতে যাবেন। ভারত ম্যাচের জন্য ২৮ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছিল। এর কয়েকদিন আগে থেকেই স্থগিত ছিল ঘরোয়া ফুটবল। দেড় মাস বিরতির পর ১১ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে। এমআর-২
    তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা
    আপাতত শঙ্কামুক্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কথা বলছেন, হাঁটাচলা করছেন। টাইগারদের সাবেক অধিনায়ককে সাভারের কেপিজে হাসপাতালে হার্টে রিং পরানোর পরদিন পারিবারিক সিদ্ধান্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তামিম এখনও আছেন পর্যবেক্ষণে। এরমাঝেই জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিমকে।  রাতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছানোর পর সেখানে তাকে দেখতে ছুটে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান প্রয়োজনে আরও উন্নত সেবার জন্য তামিমকে নেয়া হতে পারে বিদেশেও। বিপিএলে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, থাইল্যান্ড নেওয়ার চেষ্টা চলছে। এই দলের হয়েই বিপিএল মাতাতেন তামিম।মঙ্গলবার মিজানুর বলেছেন, ‘থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার। আমি যাব সঙ্গে। এটার জন্য চিকিৎসক শিডিউল দিতে হবে। যখন চিকিৎসক অনুমতি দেবে তখন। এখন বলা যাচ্ছে না।’তামিমের হার্ট অ্যাটাকের বড় একটি কারণ পানি স্বল্পতা। চিকিৎসকেরাই নাকি এ তথ্য দিয়েছেন বলে জানান মিজানুর রহমান, ‘চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচণ্ড ডিহাইড্রেশন (পানি স্বল্পতা) ছিল। পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা একটা কারণ। এ গরমের মধ্যে রোজায় ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কঠিন।’সোমবার ম্যাসিভ হার্ট অ্যাটাকের মুখে পড়েছিলেন তামিম। স্বাভাবিকভাবেই ছিটকে যাচ্ছেন মাঠের বাইরে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে খেলায় ফিরতে অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন মাস। চিকিৎসক যদি মনে করেন, তামিম ফিট তবেই খেলতে পারবেন। এবি 
    বরখাস্ত হচ্ছেন ব্রাজিলের কোচ দোরিভাল!
    বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হেরে রীতিমত ছেলেখেলার শিকার হয়েছে ব্রাজিল। আর এমন এক হারের পর চাপ বেড়েছে কোচ দোরিভালের ওপর। ব্রাজিলের গণমাধ্যমের ভাষ্য মতে, আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর অতীতের যেকোন সময়ের তুলনায় দোরিভাল জুনিয়রের ওপর চাপ সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। এমনকি ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ এরইমাঝে বিকল্প কোচের সন্ধান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, দোরিভাল জুনিয়রের বরখাস্ত হওয়া এখন সময়ের ব্যাপার। যদিও ভিন্ন মতও আছে ব্রাজিল ফুটবলের এই সিদ্ধান্তের পক্ষে। সিবিএফের বেশিরভাগ পরিচালকই মনে করেন জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সময়েই দোরিভালকে বরখাস্ত করা প্রয়োজন। যদি এই সময়টা এগিয়ে আনা হবে কি না, সেটা নিয়ে পরিচালকদের মাঝেই দ্বন্দ্ব দেখা দিয়েছে। সভাপতি এদনালদো রড্রিগেজের সঙ্গে এরইমাঝে কোচ দোরিভালের দূরত্ব বেড়েছে বলে খবরে প্রকাশ পেয়েছে। যদিও বিগত কিছুদিন এদনালদো নিজের ফুটবল সভাপতি নির্বাচনে ব্যস্ত থাকায় এসব বিষয়ে কোনো পরিষ্কার সিদ্ধান্ত আসেনি। এদিকে ব্রাজিলের কোচ নিজেও আর্জেন্টিনার কাছে এমন হারের পর নিজের কাঁধে দায় তুলে নিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে, তাতে স্বীকার করতেই হবে, আমাদের একেবারে বিধ্বস্ত করেই তারা যোগ্যতর দল হিসেবে জিতেছে। সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারব।’যদিও দিনকয়েক আগেই ব্রাজিল ফুটবলের ফেডারেশনের সভাপতি এদনালদো জানান, তখন পর্যন্ত সিবিএফ ব্রাজিলের কোচের পদে দোরিভালকে দেখতে আগ্রহী। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর অবশ্য তাদের সেই মানসিকতায় পরিবর্তন এসেছে কি না তা জানা যায়নি।এখন পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে দোরিভাল মাঠে নেমেছেন ১৬ বার। যার মধ্যে ড্র ৭ ম্যাচে। জয় ৭ ম্যাচে। দুই ম্যাচেও হেরেছে ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে এখন পর্যন্ত ব্রাজিলের অবস্থান চার। ঝুলিতে আছে মোটে ২১ পয়েন্ট। এমআর-২
    চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
    ম্যাচের আগে কিংবদন্তি রোমারিওকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া বলেছিলেন এই ম্যাচ ব্রাজিল অবশ্যই জিতে ফিরবে। রাফিনিয়া নিজেও গোল করবেন বলেই পণ করে এসেছিলেন। কিন্তু এস্তাদিও মনুমেন্টালে রাফিনিয়াকে মাঠে খুঁজে পাওয়াটাই ছিল একটা আলাদা মিশন। অবশ্য রাফিনিয়া একাই না, আর্জেন্টিনার দাপুটে ফুটবলের ভিড়ে ব্রাজিলের কাউকেই সেভাবে খুঁজে পাওয়া যায়নি পারফরম্যান্স বিবেচনায়। ম্যাচের প্রথমার্ধেই অনেকটা গল্প লেখা হয়ে গিয়েছিল এই ম্যাচের জন্য। শুরুর ২০ মিনিটের মাঝেই ব্রাজিলের জালে আর্জেন্টিনার দুই গোল। ৪৫ মিনিট যখন পার হচ্ছে, তখন ব্রাজিল পিছিয়ে ৩-১ গোলে। আর দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ক্ষতটা আরেকটু বাড়িয়ে দেন বদলি নামা গুইলিয়ানো সিমিওনে। ম্যাচে নামার আগেই আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট নিশ্চিতের খবর পেয়েছিল। আর সেটাকে তারা উদযাপন করলো চিরপ্রতিদ্বন্দ্বী দলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে। আর্জেন্টিনার হয়ে স্কোরশিটে উঠেছে হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং গুইলিয়ানো সিমিওনের। ব্রাজিলের হয়ে একমাত্র গোল ম্যাথিয়াস কুনহার। এস্তাদিও মনুমেন্টালে আর্জেন্টিনার প্রথম দুই গোলই এসেছে পারফেক্ট টিম প্লের সুবাদে। ম্যাচের ৪ মিনিটেই ডি পলের পাস ধরে বামপ্রান্তে আক্রমণে যান নিকোলাস টালিয়াফিকো। তার দারুণ পাস খুঁজে নেয় থিয়েগো আলমাদাকে। ছন্দে থাকা এই অ্যাটাকিং মিডফিল্ডারের ডিফেন্সচেরা পাস থেকে গোল করেন আলভারেজ৷ দুই ডিফেন্ডারের মাঝে বল পেয়ে গোল করতে কোনো সমস্যাই হয়নি আলভারেজের।   খানিক বাদে ফের ব্রাজিলের রক্ষণে ফাটল ধরায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার একাই অনেকটা পথ পার করেন ব্রাজিলের অর্ধে। সেখান থেকে  আলভারেজের পা ঘুরে বল যায় নাহুলের মলিনার কাছে। ডানপ্রান্তের ক্রস থেকে সহজ ফিনিশ করেন এনজো ফার্নান্দেজ। ১২ মিনিটের মধ্যেই ২ গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ঘড়ির কাঁটায় ৩০ মিনিট পেরুবার আগেই অবশ্য এক গোল শোধ করে ব্রাজিল। ইংলিশ ক্লাব উলভসে দারুণ সময় কাটানো ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহা নাম তোলেন স্কোরশিটে। ক্রিশ্চিয়ান রোমেরো বল পায়ে পজিশন হারান কুনহার প্রেসিংয়ের কাছে। সেখান থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং। আর্জেন্টিনার ২ গোলের লিড ফিরে পেতে সময় লেগেছে মোটে ১১ মিনিট। এবারে স্কোরশিটে ম্যাক অ্যালিস্টারের নাম। কর্নার থেকে ফেরত আসা বলে মাপা এক চিপ করেন এনজো ফার্নান্দেজ। ৬ গজের ছোট বক্সের সামনে তাতে আলতো পা ছুঁয়ে ব্যবধান ৩-১ করেন ম্যাক অ্যালিস্টার।দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজেদের চতুর্থ গোল পেতে পারতো আর্জেন্টিনা। ৪৯ মিনিটে ব্রাজিলের রক্ষণের ভুলেই ভাসানো বল পেয়েছিলেন আলভারেজ। ডি-বক্সের লাইন থেকে চিপটাও করেছিলেন মাপা। কিন্তু এই দফায় ব্রাজিলের গোলরক্ষক বেন্তো ছিলেন দারুণ। খানিক পিছিয়ে বল ঠেকিয়ে দেন তিনি। ৬০ মিনিটে নিকোলাস টালিয়াফিকোর হেড গোলবারে বাতাস দিয়ে বেরিয়ে যায়। ৬৮ মিনিটে আর্জেন্টিনা একাদশে আসে পরিবর্তন। আলমাদার বদলে মাঠে নামেন গুইলিয়ানো সিমিওনে। মাঠে নেমে গোল করতে তার দরকার ছিল তিন মিনিট। নিজেদের অর্ধ থেকে এনজো ফার্নান্দেজের তড়িৎগতির ফ্রি-কিক খুঁজে নেয় টালিয়াফিকোকে। সেখান থেকে বক্সে পাস ছিল ম্যাক অ্যালিস্টারের দিকে। আর্জেন্টাইন এই মিডফিল্ডার মিস করলেও বল যায় সিমিওনের দিকে। দূরহ কোণ থেকে তার নেয়া শট ঠেকাবার কোনো উপায় ছিল না বেন্তোর সামনে। স্কোরলাইন তখন ৪-১। ২০১২ সালে লিওনেল মেসির হ্যাটট্রিক করা সেই ম্যাচের পর এবারই প্রথম আলবিসেলেস্তেদের কাছে ৪ গোল হজম করল ব্রাজিল। ৭৭ মিনিটে গোলের কাছাকাছি গিয়েছিলেন রাফিনিয়া। তার ফ্রিকিক গোলবার স্পর্শ করে বেরিয়ে যায়। খানিক পরেই পারেদেসের দূরপাল্লার শট দক্ষতার সাথে ফিরিয়ে দেন বেন্তো। শেষ পর্যন্ত আর কোনো দলই বল জালে না জড়ালে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এমআর
    হামজার অভিষেকে ভারতকে আটকে দিল বাংলাদেশ
    প্রথমার্ধে আধিপত্য করলেও মজিবুর রহমান জনির সহজ সুযোগ মিসের কারণে গোলশূন্য থেকেই বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম চলে যায় ভারতের কাছে। তবে তারাও গোলের দেখা পাননি। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশকে সন্তু্ষ্ট থাকতে হলো গোলশূন্য ড্র নিয়েই।এই ড্র বাংলাদেশের জন্য একদিকে স্বস্তি, অন্যদিকে আক্ষেপ। ভারতের মাঠে পয়েন্ট পাওয়া ইতিবাচক, কিন্তু এত সুযোগ পেয়েও গোল করতে না পারায় হতাশারও কারণ হয়ে দাঁড়িয়েছে।আজ মঙ্গলবার জওহরলার নেহরু স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৩১ সেকেন্ডে প্রথম সুযোগটি এসেছিল মজিবুর রহমান জনির সামনে। ভারতীয় গোলরক্ষকের ভুল পাস পেয়েও গোল করতে পারেননি তিনি। কিছুক্ষণ পরই আবার সুযোগ পান জনি, তবে এবারও ডি-বক্সের ভেতরে ঢুকে বল জালে পাঠাতে ব্যর্থ হন।এরপর ইমন ও হৃদয় মাথায় হাত দিতে বাধ্য হন সহজ সুযোগ নষ্টের কারণে। ইমন হেড থেকে গোল করতে পারেননি, আর হৃদয়ের শট লক্ষ্যে থাকলেও প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়।বাংলাদেশ পুরো প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেছে, মাঝমাঠের দখলও ছিল বেশি। কিন্তু ভারত বেশ রক্ষণাত্মক কৌশল নিয়েই খেলেছে। মাঝেমধ্যে আক্রমণে উঠলেও বাংলাদেশের ডিফেন্স সহজেই প্রতিহত করেছে প্রতিপক্ষের প্রচেষ্টা।বাংলাদেশের জন্য প্রথমার্ধের সবচেয়ে বড় ধাক্কা এসেছে তপু বর্মনের চোটে। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে মাঠ ছাড়তে হয় ম্যাচের শুরুতেই।প্রথমার্ধে আধিপত্য করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম হারিয়েছে। দ্বিতীয়ার্ধের পুরোটা জুড়েই বাংলাদেশের রক্ষণভাগে কাঁপুনি ধরিয়েছে ভারত। ৫৭ মিনিটে ডি-বক্সের ভেতরে হেড পেয়েছিলেন সুনীল ছেত্রী। তবে হামজার ট্যাকেলে সে যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। ৬০ মিনিটে অবশ্য সুযোগ পেয়েছিল বাংলাদেশও। জনির বাড়ানো বল একটুর জন্য পাননি রাকিব।৭১ মিনিটে ম্যাচের সবথেকে সেরা সুযোগ পেয়েছিল ভারত। ডি-বক্সের ঠিক বাইরেই রিদয় পিছলে গেলে ভালো সুযোগ পায় স্বাগতিকরা। তবে হৃদয়ের দুর্দান্ত ট্যাকলে গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। ৮৫ মিনিটে সাব হয়ে মাঠে ছাড়েন অবসর থেকে ফেরা সুনীল ছেত্রী। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রাকিব। আর তাতেই ০-০ গোলে সমতা নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।হামজার অভিষেকে দলকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক বেশি। এ ম্যাচে জয় চেয়েছিল বাংলাদেশ। তবে সে প্রত্যাশা পূরণ হয়নি। তবুও ভারতের মাঠে গোলশূন্য ড্র হওয়াতেও খুশি হয়েই মাঠ ছাড়লো বাংলাদেশ।এমআর
    ঢাকায় আনা হচ্ছে তামিম ইকবালকে
    হার্ট অ্যাটাকের পর সোমবার তামিম ইকবালের হার্টে রিং পরানো হয় সাভারের কেপিজে হাসপাতালে। তার ২৪ ঘণ্টারও কিছু বেশি সময় পর তাকে ঢাকায় আনা হচ্ছে। তার পরিবারের সিদ্ধান্তে এখন তাকে নিয়ে আসা হচ্ছে এভারকেয়ার হাসপাতালে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় তাকে আনা হবে বলে জানা গেছে।তামিমের শঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে ওঠা হয়ে গেছে। তার শারীরিক জটিলতাও নেই এখন। পরিবারের সঙ্গে কথা বলেছেন, হাঁটাচলা করছেন। সাভারের কেপিজে হাসপাতালে তার যত্নআত্তিও কম হচ্ছিল না। তবে পরিবারের চাওয়া, তার সুযোগ সুবিধাটা আরও ভালো হয় যেন, সে ভাবনা থেকেই এই সিদ্ধান্ত।অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। তাই আপাতত ঝুঁকিমুক্ত অবস্থায় আছেন তামিম। তবে ডাক্তারদের পরামর্শমতো এখন তাকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।সোমবার সকালে হাসপাতালে তামিমকে দেখতে এসেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। তার পরামর্শ ছিল এখনই যেন তামিমের হাসপাতাল পরিবর্তন না করা হয়। তবে পরিবারের চাওয়ার ফলে হাসপাতালের মেডিক্যাল বোর্ড আলোচনা করে বিষয়টি অনুমোদন করে।সে সিদ্ধান্ত ধরেই আজ ঢাকায় আনা হচ্ছে তাকে। এখানেও বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে।এমআর-২
    আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না: তামিম ইকবাল
    গতকাল সোমবার বিকেএসপিতে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে তাঁর হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিংও। হেলিকপ্টারে তোলার অবস্থা না থাকায় চিকিৎসা চলছে বিকেএসপির কাছেই গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে।সেই হাসপাতাল থেকে আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে দেশবাসীর কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তামিম ইকবাল।স্ট্যাটাসে তিনি বলেন, দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কী আমি জানতাম, আমার সঙ্গে কী হতে যাচ্ছে?তিনি আরও বলেন, আল্লাহ তাআলার অশেষ রহমত আর সবার দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।তামিম ইকবাল বলেন, কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।সবার কাছে দোয়া চেয়ে তামিম ইকবাল বলেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।
    কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন চিকিৎসক
    শঙ্কা কেটে গেছে। বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল আগের তুলনায় বেশ ভালো অনুভব করছেন। আজ সকালে কেবিনে একজনের সহায়তায় হাঁটার চেষ্টা করেছেন তিনি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা ‘আশাব্যঞ্জক’ হলেও বর্তমানে তাকে অন্য কোথাও স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।  ম্যাসিভ হার্ট অ্যাটাকের মুখে পড়া তামিম স্বাভাবিকভাবেই ছিটকে যাচ্ছেন মাঠের বাইরে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে খেলায় ফিরতে অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন মাস। চিকিৎসক যদি মনে করেন, তামিম ফিট তবেই খেলতে পারবেন। ফলে, চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবে তার পরবর্তী সিদ্ধান্ত। যদি শারীরিক অবস্থা উন্নতির দিকে যায় এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তবেই খেলার জন্য ফিরতে পারবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।   আজ (মঙ্গলবার) সাভারের কেপিজে হাসপাতালে তামিমের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।  ‘তামিমের শারীরিক অবস্থা আশাব্যঞ্জক। তবে তার চিকিৎসায় কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যে রিং পরানো হয়েছে, সেটির কার্যকারিতা নিয়েও অনিশ্চয়তা থাকতে পারে। তাই আপাতত তাকে স্থানান্তর করা নিরাপদ নয়’, বলেন ডা. আবু জাফর।  তিনি আরও জানান, ‘আগামী তিন মাস তামিম পর্যবেক্ষণে থাকবেন। তার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি পর্যবেক্ষণ করা হবে। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে মেডিকেল বোর্ডের অনুমতি সাপেক্ষে তিনি খেলায় ফিরতে পারবেন।’  তামিমের পরবর্তী করণীয় সম্পর্কে ধারণা দিয়ে ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, ‘বর্তমানে তিনি স্বল্প দূরত্বে হাঁটতে পারবেন, তবে কারও সহায়তা থাকা জরুরি। ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে তিনি চাইলে ভালো কোনো চিকিৎসাকেন্দ্রে যেতে পারেন। সাধারণত পাঁচদিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, তবে আরও সাত দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।’চিকিৎসকদের মতে, পূর্ণ সুস্থতার জন্য তামিমকে ধাপে ধাপে রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তার শরীরের ওপর বাড়তি চাপ না দিয়েই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে হবে।এবি 
    Loading…