এইমাত্র
  • আতশবা‌জি ফোটাতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
  • সাত বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ
  • সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা
  • লন্ডনের কিংসমেডাও খোলা মাঠে ঈদের নামাজ পড়লেন তারেক রহমান
  • ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
  • কালিয়াকৈর চন্দ্রায় ১৬ বছর পর ঈদযাত্রায় স্বস্তি
  • চীনের বিনিয়োগে দেশে হবে বিশেষায়িত হাসপাতাল
  • আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
  • শরীয়তপুরের ৩০ গ্রামে আগাম ঈদ উদযাপন
  • ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল তালেবান সরকার
  • আজ সোমবার, ১৬ চৈত্র, ১৪৩১ | ৩১ মার্চ, ২০২৫

    বিনোদন

    'শ্রোতার সঙ্গে শিল্পীর সংযোগ' শীর্ষক কর্মশালায় প্রশিক্ষক মিলা
    দেশের ব্যান্ড সংগীতে নারীদের মধ্যে যারা মঞ্চ মাতিয়ে শ্রোতার মন জয় করেছেন, তাদের মধ্যে অন্যতম মিলা ইসলাম। তার গান এখনও শ্রোতাদের মুখে মুখে ফিরে। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন দেশের এই জনপ্রিয় পপতারকা। মাঝে শোতে খুব একটা পাওয়া না গেলেও এখন স্টেজ আয়োজনে সরব তিনি।সদ্য প্রশিক্ষক হিসেবে শিল্পকলা একাডেমিতে কর্মশালায় অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী আয়োজিত সংগীত পরিবেশক কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন এই গায়িকা।আয়োজন নিয়ে মিলা বলেন, 'দীর্ঘ ক্যারিয়ারে এটি নতুন একটি অভিজ্ঞতা। এই কর্মশালায় সংগীতের অনেকেই অংশ নিয়েছেন। শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে দর্শকদের কাছে পৌঁছানোর কৌশল শেখানো হয়। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেছি। সমাপনী দিন প্রশিক্ষণ শেষে তাদের সম্মাননা দেওয়া হয়। সামনে এমন আয়োজনে আরও থাকতে চাই।'এদিকে, সাত বছর পর সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মিলা। সঞ্জয় সমাদ্দারের 'ইনসাফ' সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। 'প্রেম পুকুরে বরশি ফেলে আনবরে ধরে' কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।চলচ্চিত্রের গানে বিরতি ভাঙতে পেরে উচ্ছ্বসিত মিলা। তিনি বলেন, 'শওকত আলী ইমনের সৃষ্টির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যখনই তার সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে, আমি লুফে নিয়েছি। তাই এবারও যখন প্লেব্যাকের জন্য প্রস্তাব এলো, তখন দ্বিতীয়বার ভাবিনি। আনন্দ নিয়ে ‘ইনসাফ’ সিনেমার প্লেব্যাক করেছি।'
    রাশমিকার সংলাপ বলার ধরন নিয়ে আপত্তি নেটিজেনদের
    বক্স অফিসে সাফল্যের ভিত্তিতে দীপিকা পাড়ুকোনকে টেক্কা দিতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার অভিনীত পাঁচটি ছবিই সুপারহিট। কিন্তু তারপরও নায়িকাকে নিয়ে নানা প্রশ্ন দর্শকের।এ প্রসঙ্গে এক চলচ্চিত্রপ্রেমী বলেছেন, 'ছবিতে রাশমিকার আলাদা করে কোনো প্রভাব থাকে না। তার অনেকগুলো হিট ছবি রয়েছে ঠিকই। কিন্তু তাকে আলাদা করে কেউ মনে রাখবে না। আবার তার অভিনীত চরিত্রগুলোও তেমন শক্তিশালী নয়। এ জন্য কারও প্রিয় অভিনেত্রী হয়ে উঠতে পারবেন না রাশমিকা।'রেডিটেও রাশমিকার অভিনয় নিয়ে কাটাছেঁড়া হয়েছে। বিশেষ করে রাশমিকার সংলাপ বলার ধরন নিয়ে আপত্তি রয়েছে নেটিজেনদের। একজনের কথায়, 'সংলাপ বলার ধরনের দিকে রাশমিকার মন দেওয়া উচিত। হয়তো চেষ্টা করলে পারবেন।' আরেক সমালোচকের কথায়, 'শুধুমাত্র সৌন্দর্য ও সৌভাগ্যের জন্য এগিয়ে যাচ্ছে রাশমিকা।'তবে রাশমিকার অনুরাগীরা এসব দাবি মানতে নারাজ। তাদের কথায়, 'ক্যারিয়ারের শুরুর দিকেই সাফল্য পেয়েছেন রাশমিকা। এখনও অনেক সময় রয়েছে। অভিনয়েও তিনি সকলকে চমকে দেবেন।'উল্লেখ্য, দক্ষিণী বিনোদন দুনিয়ায় আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাশমিকা। ২০২১-এ 'পুষ্পা: দ্য রাইজ' ছবিতে অভিনয়ের পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তারপরে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ ছবিতে নজর কাড়েন অভিনেত্রী।২০২৪-এর শেষে 'পুষ্পা ২'-এর মতো সফল ছবিতে দেখা যায় তাকে। চলতি বছরে ভিকি কৌশলের সঙ্গে 'ছাবা০০' ছবিতেও তিনি রয়েছেন। সব ছবিই বক্স অফিসে রীতিমতো আলোড়ন ফেলেছে। দিন কয়েকের মধ্যেই সালমান খানের সঙ্গে 'সিকান্দার' ছবিতে দেখা যাবে তাকে।
    কয়েদির বেশে পুলিশের হাতে আটক অভিনেতা আফরান নিশো!
    রাজধানীর গুলশানে কয়েদির বেশে দেখা মিলল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। যেখানে দেখা যাচ্ছে লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি, গায়ে কয়েদির পোশাক, হাতে হাতকড়া আর এই অভিনেতার দুই পাশে দুজন পুলিশ!তাহলে গ্রেপ্তার হলেন এই অভিনেতা? না, কারণ গ্রেপ্তার হওয়ার পর সাজাপ্রাপ্ত আসামিরা কয়েদির পোশাক পান। তবে এমন পোশাকে কেন অভিনেতা? প্রশ্ন আসতেই পারে, কারণ তিনি এমন কোনও অপরাধেও জড়িত নন, যার জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন। তাহলে এই পোশাকের রহস্য কী?মূলত আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত সিনেমা 'দাগি'। এটি মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প বলে জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। এর ধারণা দিয়ে এই নির্মাতা বলেন, নিশান-জেরিনের ভালোবাসা-বিরহের গল্প 'দাগি'। একই সঙ্গে চরিত্র দুটির অনুশোচনার গল্পও। আবার এখানে কারাগারের ব্যাপারও আছে। আর জেলের দাগ একবার যার লাগে, বাকি জীবন সে দাগি হয়ে থাকে। এখান থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমার বিষয়টি। যা আমাদের জীবনে তো বটেই, ধর্ম ও মানবতারও অন্যতম প্রধান অনুষঙ্গ। তাই আমরা বলছি, 'দাগি' মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প।  নির্মাতার কথা থেকে ধারণা পাওয়া যায়, এই সিনেমার মূল চরিত্রে অর্থাৎ দাগি আসামির বেশে দেখা যাবে নিশোকে। মুক্তির আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে সিনেমাটির সংবাদ সম্মেলনে নিশো সাজাপ্রাপ্ত আসামির বেশে হাজির হয়ে চমকে দেন। এরপর মঞ্চে নির্মাতা শিহাব শাহীন হাতকড়া খুলে নিশোকে তার আসনে বসান। এর আগে পুলিশ ভ্যানে আফরান নিশোকে নিয়ে আসা হয় অনুষ্ঠানস্থলে। এছাড়াও সিনেমার দুই নায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালসহ প্রযোজকরা এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন।সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে 'দাগি' সিনেমার শুটিং। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। 'দাগি' সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।প্রসঙ্গত, 'দাগি' সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন নিশো নিজেই। যেটি বুধবার প্রকাশ হয়েছে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।
    কাজী হায়াতের গাড়ি আটকানো নিয়ে এবার মুখ খুললেন কাজী মারুফ
    ঈদ যত এগিয়ে আসছে, সিনেমাপাড়া ততই উত্তাপ হয়ে উঠছে। আসন্ন ঈদুল ফিতরে মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘বরবাদ’ মুক্তি নিয়ে জল ঘোলা তো কম হয়নি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এ সিনেমায় ভায়োলেন্সের ওপর আপত্তি জানায়। আর তাতেই বেঁকে বসে শাকিবিয়ানরা। সেন্সর বোর্ড কর্তাদের আপত্তিতে কিছু সংশোধনী করা হয়েছে। তবে শাকিব ভক্তরা দাবি করেন আনকাট সার্টিফিকেশনের। সেই দাবি জানাতে মঙ্গলবার চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী হায়াতের গাড়ি আটকে প্রতিবাদ করেন। এ সময় বর্ষীয়ান এই নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় ভক্তদের। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে কথা বলেন তিনি। মারুফ বলেন, ‘কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। উনি যেটা করেছেন, তা একান্ত ওনার ব্যাপার। বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন, তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন, দেশের জন্য করেছেন।’ সেদিন ভক্তদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ‘আমার মারুফেরও লোক আছে’ মন্তব্য করে বিপাকে পড়েন কাজী হায়াত। এমনকি কাজী মারুফের ফেসবুক পেজের ইনবক্স ও মন্তব্যের ঘরে গালিগালাজসহ হুমকি আসতে থাকে।বিষয়টি নিয়ে মারুফ বলেন, ‘মারুফের লোক আছে বলে বাবা বুঝিয়েছেন আমার দর্শক আছে। একসময় আমার দর্শক ছিল।’তার ভাষায়, এখনকার দর্শকেরা গল্পপ্রধান সিনেমা থেকে ভায়োলেন্স বেশি পছন্দ করেন। তাই তারা মারুফের সিনেমা পছন্দ করবেন না। তার কথায়, ‘এখনকার প্রজন্ম আমার সিনেমা দেখেনি, দেখলেও হয়তো পছন্দ করবে না। এখনকার দর্শক মারামারি পছন্দ করে, যার নজির দেশের চলমান অবস্থা। দেশে আছিয়ার মতো শিশুদের, এটা বলতেও আমার খারাপ লাগছে।’ মারুফ আরও বলেন, ‘অনেক কথা বলার আছে আমার। নির্মাতাদের সেল্ফ সেন্সরশিপ থাকা উচিত। দুইটা টাকার জন্য যা খুশি বানালাম, এটা কখনো উচিত নয়।’এছাড়া শাকিবের দৃষ্টি আকর্ষণ করেও কথা বলেন মারুফ। তিনি বলেন, ‘শাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো।’
    দাগি সিনেমার নায়ক ও গায়ক আফরান নিশো
    নাটকের পর ওটিটি পরে তো বড় পর্দার নায়ক। এবার নিশোকে দেখা গেল গানেও।  ঈদের ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো। গানের কথা-'তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মারো, তত বারবার জাগি'। ঠিক যেন 'দাগি' সিনেমার দাগি হয়ে নিজের কথাগুলোই বলেছেন গানে গানে। ২৬ মার্চ গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো। কোনো পরিকল্পনা ছাড়াই গানটিতে কণ্ঠ দেওয়া অভিনেতার। নিশো বলেন, 'এটা আমার জন্য একরকম সারপ্রাইজই ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?'  গানটির কথা সাজানো হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে। তাই সংশ্লিষ্ট ব্যক্তিরা চেয়েছেন ‘দাগি’ সিনেমার দাগি যিনি, তাঁর কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো বলেন, 'গানটিতে কণ্ঠ দেওয়ার কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই আমি রাজি হয়েছি। পরে আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটিতে ভয়েস দিই।' সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় হয়েছে 'দাগি' সিনেমার শুটিং। সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।
    শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি
    ব্যাটে-বলে প্রিয় তারকারা লড়ছেন মাঠে, ডাগআউটে আর গ্যালারিতে বসে সমর্থন দিচ্ছেন অন্য তারকারা। এমন দৃশ্য হরহামেশাই দেখা যায় ভারতের সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)-এ। এবার বাংলাদেশেও হতে যাচ্ছে ক্রিকেটের এমন আয়োজন।বাংলাদেশেও তারকাদের নিয়ে প্রফেশনাল ক্রিকেটের আদলে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে মেনে চলা হবে আন্তর্জাতিক ক্রিকেটর সকল নিয়মকানুন।  বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ২৪ মে-৩ আগস্ট পর্যন্ত আয়োজন করা হবে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি) নামের এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।টুর্নামেন্টে দিবারাত্রি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোয়। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭ টি। অন্যদকে ২ টি প্র্যাকটিস ম্যাচ থাকবে। তারকাদের এই প্রফেশনাল ক্রীড়া ইভেন্টটি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস। গত সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান এসএস স্পোর্টস। উক্ত অনুষ্ঠানে গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, স্পারটান্স নামে চারটি দল ঘোষণা করা হয়।সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি) এর টুর্নামেন্ট অর্গানাইজিং টিমে অ্যাডভাইজার হিসেবে রয়েছেন ইশতিয়াক সাদেক, চেয়ারম্যান অভিনেতা জাহিদ হাসান, সেক্রেটারি ওয়াসিম খান, কনভেনর অভিনেতা ইরফান সাজ্জাদ, ট্রেজারার সাজ্জাদ খান সানসহ আরো অনেকে। এছাড়া টেকনিক্যাল টিম এডভাইজার হিসেবে রয়েছেন ওয়াসিম খান ও টেকনিক্যাল ডিরেক্টর রনি। বলা দরকার, সংবাদ সম্মেলনে অভিনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমিন খান, ইফরান সাজ্জাদ, রাশেদ সীমান্ত, রাফসান সাবাব, সাঞ্জু জন। এছাড়াও টি-স্পোর্টস, আয়োজক প্রতিষ্ঠান এবং স্পন্সর কোম্পানির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    বুড়ি হতে চান অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি!
    টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি পর্দায় যেমন সাহসী, বাস্তব জীবনে তেমনই এক সাহসী নারী। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও তিনি সক্রিয় থাকেন এবং সেখানে তার সাহসী উপস্থিতি প্রায়ই লক্ষ্য করা যায়।নেটিজেনদের ব্যঙ্গবিদ্রুপ মুহূর্তে চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তার। সম্প্রতি এমন এক ঘটনা আবারও সামনে এসেছে। স্বস্তিকা নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু সেলফি পোস্ট করেছিলেন, যেখানে তিনি কপালে টিপ, নাকে নথ ও মিষ্টি হাসি নিয়ে ধরা দিয়েছিলেন। ক্যাপশনে লেখেন, 'বলুন তো, আমি কোন দিকে?'  পোস্টটি দেখে কিছু মানুষ তার বয়স নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। তবে, স্বস্তিকা তা উপেক্ষা করেননি। এক নেটিজেন তার পোস্টে মন্তব্য করেছিলেন, 'তুমি বুড়ি হওয়ার দিকে।' উত্তরে স্বস্তিকা বলেন, 'আপনি কোন দিকে? আবার জন্ম নেবেন নাকি? বলদের মতো কথা না বললেই নয়?'অন্য এক নেটিজেন মন্তব্য করেন, 'আপনার বয়স তো বেশি নয়, এত তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন কেন? কিছু করুন।' এই মন্তব্যের উত্তরে স্বস্তিকা লিখেন, 'আমার ইচ্ছে। বুড়ি হতে চাই।'তারকা হয়েও বিনা মেকআপে বারবার ক্যামেরার সামনে আসার সাহস দেখে স্বস্তিকার প্রশংসা করেছেন অনেকেই।১৯৮০ সালে জন্মগ্রহণ করা স্বস্তিকার বর্তমান বয়স ৪৪ বছর। মাত্র ২৩ বছর বয়সে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০০৩ সালে দেবদাসী টিভি সিরিয়ালে তার প্রথম ক্যামেরার সামনে কাজ করা শুরু। এরপর, 'হেমন্তের পাখি' সিনেমায় ছোট চরিত্রে অভিষেক হয়। নায়িকা হিসেবে তিনি আবির্ভূত হন রবী কিনাগির পরিচালনায় 'মাস্তান' সিনেমায়, যেখানে তার সহঅভিনেতা ছিলেন জিৎ।
    সিনেমা ছাড়ার ঘোষণা: বর্ষাকে একহাত নিলেন পরীমণি
    সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন ঢাকাই চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। যেখানে তিনি জানিয়েছেন, এই নায়িকাজীবন থেকে সরে যাবেন এবং পরিবারকে সময় দেবেন। কারণ হিসেবে বলেন, সন্তানেরা বড় হলে তার মা নায়িকা, এটাতে তারা কী ভাববে! এরপরই তাঁকে ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়। শোবিজের অনেকেই তাঁর কথার জবাব দিয়েছেন। এবার বর্ষার কথার ব্যাখ্যা নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন পরীমণি! যদিও তিনি তাঁর পোস্টে সরাসরি বর্ষার নাম উল্লেখ করেননি।ফেসবুক পোস্টে বর্ষার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন পরীমণি। বুধবার (২৬ মার্চ) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিলের স্ত্রীকে একহাত নিলেন তিনি।শুরুতেই পরীমণি লিখেছেন, 'জ্বি ছোট্ট আপা, একদম ঠিক! সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দাতে হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই। কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে।'বর্ষা জানিয়েছেন, তাঁর হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষে করেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। সেই প্রসঙ্গ টেনে পরী লেখেন, 'আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলেই ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন! যদি সত্যিই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এখনই ছেড়ে দিন, নয়তো আজীবন বহন করুন।'পরী আরও লেখেন, 'এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন, আপনার বাচ্চাদের কারও দশ বছর হয়ে যাবে কারও সাত বছর হয়ে যাবে। কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা! কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন।' একের পর এক প্রশ্ন ছুঁড়ে তিনি লেখেন, 'আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়! তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে, কোনোদিন আপনি একজন নায়িকা ছিলেন? কোনো একদিন নাচাগানা করেছেন? কোনো একদিন নাভি দেখেছিলেন পর্দায়? কোনো একদিন আপনার হাটুর কাপড় উড়ে গিয়েছিল কোনো এক ফ্রেমে? কোনো একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক‍্যামেরার অ্যাকশনে? যা দেখে শিস বাজিয়েছিল সিনেমা হলের রিক্সাচালক দর্শক? সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদেরকে। তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা করেন।'বর্ষা সেই সংবাদ সম্মেলনে নিজের স্বামী অনন্ত জলিলের প্রশংসা করেছিলেন। যেখানে স্বামীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, 'অনন্তকে যদি কোনো মেয়েদের বাজারেও ছেড়ে দেওয়া হয়, তাহলে সেখানে ঘুরে কারও দিকে নজর না দিয়ে স্ত্রীর কাছেই ফিরে আসবেন।'অনন্তের স্ত্রীর সেই মন্তব্যেও আপত্তি জানিয়েছেন পরী। চাঁচাছোলা ভাষায় তিনি বললেন, 'আপনি যে বলেছেন মেয়েদের বাজার! এএএএইইই...মেয়েদের বাজার কী? কী বোঝাতে চাইলেন কচি আপা? এটা আম, মুলা, আলু, কচু? তাহলে আপনি কী? আর বাজার হলে কী সমস্যা? যদি সেই বাজারের খরিদ্দার নাই-বা ছিল কোনোদিন? তারা ছিল বলেই বাজার হয়েছে। মেয়েদেরকে বাজাইরা কে বা কারা বানিয়েছে আপনার জানতে মন চায় নাই কখনো, কোনোদিন?' সবশেষে এই নায়িকা লিখেছেন, 'শোনেন, এ রকম একটা বয়সের পরে আমি কেন, আমরা কেন, পৃথিবীর সমস্ত মেয়েরাই (প্রিন্সেস ডায়না হলেও) তার পার্টনারকে এ রকম বাজারে ছেড়ে দিতে পারে। কারণ ওই মহিলা জানেন, জীবনের কোন বয়সে তার জামাইকে যেকোনো জায়গায় ছেড়ে দেওয়া যায়।'
    এবার ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান
    মাহফুজুর রহমান, প্রতি ঈদেই যিনি নিজের চ্যানেলে গান শোনান দর্শকদের। ২০১৬ সাল থেকে শুরু করেছেন এই কাজ। মাঝে করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান। তবে এবার ঘটছে ছন্দপতন। আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। খবরটি নিশ্চিত করেছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বলা হয়েছে, এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত। গেল কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। সে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০.৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।  এটিএন বাংলার পাশাপাশি এটিএন নিউজে প্রচার হয় ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’। ওই অনুষ্ঠানটিও বাংলা ও হিন্দি গানে সাজানো হয়েছিল।এইচএ
    ক্ষোভ ঝাড়লেন অপি করিম
    দর্শকপ্রিয় গুণী অভিনেত্রী অপি করিম। অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আছেন বেশ বিপাকেই। এর আগেও বেশ কয়েকবার সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে সচেতন হয়েছিলেন তিনি। কারণ, তার নাম ব্যবহার করে দিনের পর দিন কে বা কারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এই নিয়ে প্রায়ই বিভ্রান্তি তৈরি হচ্ছে।  এদিকে, ভক্তদের সচেতন করে অপি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, অন্যকে দিয়ে কেন আপনার মনের কথা বলাচ্ছেন, নিজের নাম দিয়ে লেখার সাহস দেখান। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ আমার নামে নানা অ্যাকাউন্ট বা পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আপনারা যা লিখেন আমার হয়ে, আমি ওইভাবে কথা বলি না, লিখিও না। আমার লেখার সঙ্গে আমার কাছের মানুষ আর অনেক ভক্ত পরিচিত। তাদেরকে আপনারা ওইগুলো “আমার কথা” বলে বিশ্বাস করাতে পারবেন না। তার নামে যারা লিখেছেন, তাদের উদ্দেশে অপি লিখেন, আপনার যদি এত ইচ্ছা থাকে লিখতে তাহলে নিজের নামে লিখতে বসুন। অন্যকে দিয়ে কেন আপনার মনের কথা বলাচ্ছেন। এত কষ্ট করে লিখছেন, কৃতিত্ব আপনারই প্রাপ্য। মিথ্যার ওপর ভর করে অন্যের নাম দিয়ে লেখার যদি সাহস থাকে, তাহলে নিজের নাম দিয়ে লেখার সাহস দেখান।বিভ্রান্ত সৃষ্টিকারীদের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, আপনারা এত কষ্ট করে আমার নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে অনুগ্রহপূর্বক নিজেদের বিরত রাখুন! সময় নষ্ট করছেন! তার চেয়ে চোখ বন্ধ করে গল্প শুনুন বা চোখ খুলে বই পড়ুন। প্রযুক্তির অনেক গুণ, ওটা ব‍্যবহার করি যথাযথভাবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে অপি করিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আছে কিন্তু তাতে বিচরণ নেই বললেই চলে। এমনকি আমি পারতপক্ষে মোবাইল ফোনে কোনো কনটেন্ট দেখি না! আয়েশ করে টিভিতেই দেখি। আর হ্যাঁ, ট্রাফিক জ্যামে বসে শুনি ইউটিউব থেকে গল্প, চোখ বন্ধ করে! চোখের আরাম, মনেরও। তাই মনে হয় সময় অনেকটাই বেঁচে যায় আমার।সব শেষ এই অভিনেত্রী লিখেন, আমার জীবনযাপন নিয়ে আমার অনেক আরাম। আমার অনেক বন্ধু নেই, আমি অনেক হট্টগোল পছন্দ করি না। পরিবার, কাজ, বই পড়া, ছবি আঁকা, গাছের যত্ন-আমার সারা দিন কেটে যায়। বোন ভাই আত্মীয়স্বজনের বাইরে থাকার কারণে ফোন বিশেষ প্রয়োজনীয় জিনিস। গুরুত্বপূর্ণ কাজের জন্যও অনেক সময় ব্যবহার করতেই হয়। এর বাইরে আমার সঙ্গে ফোন থাকে খুবই কম। হয় ব‍্যাগেই পড়ে থাকে, নয়তো বাসায় ফোন রেখেই বাইরে বের হয়ে যাই। ফোনে তেমন ছবিও তোলা হয় না, সেলফির অভ্যাস নেই এবং আমার তাতেই শান্তি। এইচএ
    অবশেষে ছাড়পত্র পেল শাকিব খানের ‘বরবাদ’
    আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘বরবাদ’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে। গতকাল সোমবার সিনেমাটি প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। সিনেমাটির বেশ কিছু দৃশ্যে ভায়োলেন্সে আপত্তি জানিয়ে প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন।এমন খবরের পর শাকিব খান ভক্তরা সংশোধনী নিয়ে আপত্তি জানান। তারা দাবি তুলেন ‘বরবাদ’ আনকাট মুক্তি দিতে হবে। এরপর তারা মঙ্গলবার সকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করেন। এক দফা এক দাবি জানান যে, কোনো সংশোধনী ছাড়া সিনেমাটি আনকাট মুক্তির দেওয়া হোক।বোর্ডের নির্দেশ অনুযায়ী সিনেমাটির সংশোধন কপি নির্মাতাকে জমা দিতে বললে আজ সেই সংশোধনী কপির প্রদর্শনী হয়। এরপর বোর্ড সিদ্ধান্ত নেয় ‘বরবাদ’ সংশোধন করেই মুক্তির অনুমতি দেওয়ার।  এরপরই এটির ছাড়পত্র দেওয়া হয়।বিকালে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য নওশাবা আহমেদ। তিনি বলেন, “দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সবসময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও তেমন কিছু নয়। বোর্ডের সবাই মিলে সিনেমাটির সংশোধিত কপি দেখে ছাড়পত্র দেওয়া হয়েছে।”      ‘বরবাদ’ ছবিটির পরিচালক মেহেদী হাসান। ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত প্রমুখ। ছবির একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।
    ঈদে আসছে শাকিব খানের 'অন্তরাত্মা', পেল ছাড়পত্র
    ঈদ মানেই শাকিব খান অভিনীত সিনেমা। প্রত্যেক ঈদে তার অভিনীত একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে থাকে। যদিও গত কয়েক বছরে তার অভিনীত একটি করে সিনেমা মুক্তি পাচ্ছে।তবে ঈদুল ফিতরে শাকিব অভিনীত দুটি সিনেমা মুক্তির খবর শোনা যাচ্ছে। এর মধ্যে ‘বরবাদ’ সিনেমা ঈদে মুক্তির ঘোষণা আগে দিলেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র এখনো হাতে পায়নি প্রযোজক। অন্যদিকে, এই ঈদেই মুক্তি পাচ্ছে শাকিবের আরেক সিনেমা ‘অন্তরাত্মা’। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সিনেমাটি সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছে। এখন সিনেমা হল বুকিং আর পোস্টার বানানোর কাজ চলছে। নির্মাতা সূত্রে এমনটা জানা গেছে।মুক্তির তালিকায় উঠে আশা ‘অন্তরাত্মা’ সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এরই মধ্যে ত্রিশটির বেশি হল সিনেমাটি চালানো জন্য আগ্রহ দেখিয়েছে বলেও জানা গেছে।২০২১ সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। এরপর সিনেমার শুটিং সম্পন্ন করে রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়ে। সেখান থেকে ছাড় পত্র পেয়েই এখন ঈদে মুক্তির প্রস্ততি চলছে ‘অন্তরাত্মা’ টিমের।‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।
    তামিম ইকবালের সুস্থতা কামনা করে শাকিব খানের পোস্ট
    জাতীয় দলের সাবেক এই অধিনায়ক তামিম ইকবাল এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নেতৃত্ব দিচ্ছেন মোহামেডানকে। আগের দিনে মতো যথারীতি আজকের ম্যাচেও বিকেএসপিতে হাজির হয়েছিলেন তামিম। তবে বুকে ব্যথা নিয়ে সাভারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়। বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। বর্তমানে লাইফ সাপোর্টে আছেন তিনি।তামিম ইকবালের শারীরিক অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান লিখেছেন, 'বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন। 'এদিকে জানা যায়, ফজিলাতুন্নেছা হাসপাতালে মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু এবং তামিমের বড় ভাই নাফিস ইকবাল হাসপাতালে রয়েছেন। সেখান থেকে টিটু জানিয়েছে, তামিমের অবস্থা সংকটাপন্ন, লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। এছাড়া জানা যায়, চিকিৎসকরা তামিমকে নিয়ে আপাতত কিছু বলতে পারছেন না। শুধু বলছেন, 'আল্লাহ ভরসা।'এদিকে, তামিমকে দেখতে ফজিলাতুন্নেছা হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বিসিবি সূত্রে জানা গেছে, তামিমের অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে বিসিবির জরুরি বোর্ড মিটিং। 
    শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন সেই এনজিওকর্মী
    দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী যুক্ত আছেন শাকিব খানের প্রসাধনী কোম্পানির সঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ শোবিজাঙ্গনের একঝাঁক তারকা। সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। এর মধ্যে একটি ক্লিপ ছিল, যেখানে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়- আমি তাসকিনের পাশে দাড়াব না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো।সেই ভিডিওক্লিপের মন্তব্যের ঘরে এক যুবককে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়, যা চোখে পড়ে অভিনেত্রী ফারিয়ার। বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ওই পোস্টে অভিযুক্ত ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশটসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন ওই ব্যক্তি বেসরকারি প্রতিষ্ঠান ‘সাজেদা ফাউন্ডেশনে’র কর্মী।অভিযোগের বিষয়ে জানতে পারলে এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দেয়। তদন্ত শেষে রোববার (২৩ মার্চ)  সন্ধ্যায় রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করার কথা জানায় প্রতিষ্ঠানটি।রবিবার (২৩ মার্চ) রাতে ফারিয়া তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।রাকিবুলের চাকরিচ্যুতির খবর ফারিয়াকে ই–মেইলের মাধ্যমে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই–মেইলটি শেয়ারও করেছেন এই অভিনেত্রী। স্ক্রিনশট শেয়ার করে শবনম ফারিয়া লেখেন, 'আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।'তিনি বলেন, ‘সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয়।’কৃতজ্ঞতা জানিয়ে শবনম ফারিয়া লেখেন, 'আমার সহকর্মী, রাজনীতিবিদ, এক্টিভিস্ট, কলেজ পড়ুয়া মেয়েসহ অনেকে আমাকে সমর্থন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনার প্রতিবাদ জরুরি। সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য সাজেদা ফাউন্ডেশনকে ধন্যবাদ। এভাবেই পরিবর্তন শুরু হয়। আসুন প্রতিবাদ জারি রাখি।' 
    অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব তলব
    জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও তাঁর স্ত্রী ইসরাত জাহানসহ চারজনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাকিরা হলেন মাহফুজ আহমেদের শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও শাশুড়ি শরীফা কাদের।রবিবার (২৩ মার্চ) এনবিআর'র গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) থেকে পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে তাদের নিজ নামে বা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম থাকা হিসাবের যাবতীয় তথ্য-উপাত্ত সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে বলেছে।চিঠিতে বলা হয়, এই চারজনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো মেয়াদী আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি একাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সেভিংসের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠাতে বলা হয়।এর আগে একইদিন জি এম কাদের ও তাঁর স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে চিঠি দেয় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।
    Loading…