এইমাত্র
  • লক্ষ্মীপুরে উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ
  • কানে কাতান মিডি ড্রেসে মুগ্ধতা ছড়ালেন ভাবনা
  • ভোলায় মাটির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
  • পাথরঘাটায় আচরণবিধি লঙ্ঘনে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
  • চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
  • টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
  • ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন নিপুণ
  • কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে
  • জেএমবি নেতার মৃত্যুর সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা
  • সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১১
  • আজ শনিবার, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৮ মে, ২০২৪
    দেশজুড়ে

    জমে উঠেছে বিরামপুর উপজেলা নির্বাচন

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৪ মে ২০২৪, ০১:১৬ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৪ মে ২০২৪, ০১:১৬ পিএম

    জমে উঠেছে বিরামপুর উপজেলা নির্বাচন

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৪ মে ২০২৪, ০১:১৬ পিএম
    বিরামপুর উপজেলা নির্বাচন

    ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে জেলার বিরামপুর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

    প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। তীব্র গরমের মধ্যেও , প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এ বছর বিরামপুর উপজেলা নির্বাচনে হেভিওয়েটের দুই চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আনারস র্মাকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষকলীগ নেতা আলহাজ্ব হাফেজ মো.মতিউর রহমান ও ঘোড়া র্মাকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.পারভেজ কবীর। দল থেকে মনোনয়ন না দেয়াই দুই’জনই স্বতন্ত্র হয়ে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে সবর সবাই।

    আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলার বিভিন্ন বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে উঠান বৈঠক করে প্রার্থীদের ভোট চেতে দেখা গেছে ।

    সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থী, পাঁচ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. মেজবাউল ইসলাম (টিয়া), খোরশেদ আলম মানিক(টিউবওয়েল), আতাউর রহমান (চশমা) ও আব্দুল হাই (বই) প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে কুলছুম বানু (হাঁস), রেবেকা সুলতান (ফুটবল) , আমেনা বেগম (বৈদ্যুতিক পাখা) ও খাদিজা বেগম ইতি (কলস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

    উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ বছর বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের অনলাইনে, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

    উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪৯ হাজার ৩৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৫৪৮ আর নারী ভোটার ৭৪ হাজার ৭৯৫ জন। হিজড়া ভোটার রয়েছেন ৪ জন। আগামী ৮ মে ২০২৪ এ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…