এইমাত্র
  • এমপি আনারের মেয়ে-ভাইকে নেওয়া হচ্ছে কলকাতায়
  • ঘূর্ণিঝড়ের পর এবার বন্যার আভাস ৬ জেলায়
  • এমপি আনার হত্যা: আসামি শিমুলের সহযোগী যশোর থেকে গ্রেপ্তার
  • এমপি আনারের দেহাংশ উদ্ধার নিয়ে যা বললেন মেয়ে ডরিন
  • ভাইরাল হওয়া মা ও শিশুর ছবিটি নিয়ে যা জানা গেল
  • বরগুনায় পানিবন্দি ৪০ হাজার মানুষ
  • পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরশাসক কারা, জানালেন নোবেলজয়ী মারিয়া
  • ডায়াবেটিস থেকে মিলল মুক্তি, বিশ্বজুড়ে তোলপাড়
  • মৌলভীবাজারে বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রাম ও ফসল
  • ঝড়ে বাতিল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
  • আজ বুধবার, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২৯ মে, ২০২৪
    দেশজুড়ে

    কাদের মির্জাকে হত্যার হুমকি, থানায় জিডি

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৫:৫৮ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৫:৫৮ পিএম

    কাদের মির্জাকে হত্যার হুমকি, থানায় জিডি

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৫:৫৮ পিএম

    মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

    মঙ্গলবার (১৪ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানায় এ জিডি করেন কাদের মির্জা।

    সাধারণ ডায়েরিতে কাদের মির্জা উল্লেখ করেন, ‘২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাদলের অনুসারীরা বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে হত্যার হুমকি দিয়ে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জ উপজেলার দাগনভূঞা, সুবর্ণচর, কবিরহাট ও সেনবাগ উপজেলার অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া এনে কোম্পানীগঞ্জের শান্তির পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়াও কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, মো. আইয়ুব আলী, সালেকিন রিমন, জাহেদুল হক কচি, আবদুর রেজ্জাককে বিভিন্নভাবে হুমকি দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে।’

    তিনি আরও উল্লেখ করেন, ‘এ ছাড়া স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী পরিচয় দিয়ে শাহাদাত হোসেন (সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও মেয়র আবদুল কাদের মির্জার আপন ছোট ভাই) বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাসেল, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ উল্যা হামিদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের অবগত করেন।’

    জিডির বিষয় নিশ্চিত করে কাদের মির্জা বলেন, ‘একটি নম্বর থেকে আমার ফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে বলা হয়, আমাকে হত্যা করা হবে। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাদলের অনুসারীরা আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এমন হুমকি দেয়। এরপর আমি আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেই। বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘হত্যার হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…