এইমাত্র
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বার্তা
  • দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে চলবে বিশেষ ৭ ট্রেন
  • বকশীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
  • ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে নৌ ও বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র
  • ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক
  • প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, প্রাধান্য পাবে যেসব বিষয়
  • সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই
  • আজ বিশ্ব শিক্ষক দিবস
  • ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম
  • শত্রুদের বিরুদ্ধে লড়ার আহ্বান খামেনির
  • আজ শনিবার, ২০ আশ্বিন, ১৪৩১ | ৫ অক্টোবর, ২০২৪
    তথ্য-প্রযুক্তি

    যে কারণে পর্নো পাসপোর্ট চালু করছে স্পেন সরকার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ জুলাই ২০২৪, ০৪:৪৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ জুলাই ২০২৪, ০৪:৪৪ পিএম

    যে কারণে পর্নো পাসপোর্ট চালু করছে স্পেন সরকার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ জুলাই ২০২৪, ০৪:৪৪ পিএম

    কম বয়সীদের নিরাপদ রাখতে স্পেনের সরকার তথাকথিত ‘পর্নো পাসপোর্ট’ চালু করার পরিকল্পনা করেছে। আনুষ্ঠানিকভাবে এই বিশেষ পাসপোর্টকে বলা হচ্ছে ডিজিটাল ওয়ালেট বেটা বা স্প্যানিশ ভাষায় কারতেরা ডিজিটাল বেটা।

    গত সোমবার স্পেন সরকার এ–সংক্রান্ত একটি মোবাইল অ্যাপ উন্মোচন করেছে। এই অ্যাপের মাধ্যমে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলো একজন সম্ভাব্য পর্নো দর্শকের বয়স ১৮–এর বেশি কি না তা যাচাই করতে পারবে।

    পর্নো দর্শকদের বয়স যাচাই করতেই অ্যাপটি ব্যবহার করতে বলা হবে। দর্শকের বয়স একবার যাচাই হয়ে গেলে প্রাপ্তবয়স্কদের পর্নো ওয়েবসাইটে প্রবেশের জন্য এক মাসের অনুমতি দেওয়া হবে। সেই সঙ্গে ৩০টি ‘পর্নো ক্রেডিট’ মিলবে। তবে কেউ চাইলে অতিরিক্ত ক্রেডিট কেনার জন্য অনুরোধ করতে পারবেন।

    এই অ্যাপটির কিছু জটিলতাও আছে। এ নিয়ে সমালোচনা হচ্ছে। তবে সরকার বলেছে, ক্রেডিট–ভিত্তিক মডেলটি আরও বেশি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবে, ব্যবহারকারীদের অনলাইন কর্মকাণ্ড সহজে যাতে শনাক্ত করা যায় না তা নিশ্চিত করবে এই অ্যাপ।

    পুরো ব্যবস্থাটি গ্রীষ্মের শেষ নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে। এটির ব্যবহার হবে স্বেচ্ছাধীন। কারণ, অনলাইন প্ল্যাটফর্মগুলো অনুপযুক্ত দর্শকদের যাচাই করার জন্য অন্যান্য বয়স–যাচাই পদ্ধতির ওপরও নির্ভর করতে পারে। ফলে কোনো প্ল্যাটফর্মকে এটি ব্যবহারে বাধ্য করা হবে না।

    স্পেন সরকার ২০২৭ সালের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি আইন কার্যকর করার ঘোষণা দিয়েছে। এই আইন অনুযায়ী ওয়েবসাইটগুলোকে অবশ্যই অপ্রাপ্তবয়স্কদের পর্নো সাইটে প্রবেশ বন্ধ করতে হবে।

    একপর্যায়ে স্পেনে এই পর্নো পাসপোর্টটির স্থলে এককভাবে ‘ইইউ’–এর নিজস্ব ডিজিটাল আইডেনটিটি সিস্টেম (eIDAS2) ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি মূলত একধরনের ওয়ালেট অ্যাপ। ইইউজুড়ে জোটভুক্ত দেশগুলোর নাগরিকদের সরকারি ও বেসরকারি পরিষেবাগুলো পেতে এই ডিজিটাল আইডেনটিটি সিস্টেম ব্যবহার করা যায়।

    স্পেনের ডিজিটালমন্ত্রী হোসে লুইস এসক্রিভা স্প্যানিশ সংবাদপত্র এল পাইসকে বলেছেন, ‘আমরা আগে থেকেই কাজটি (পর্নো নিয়ন্ত্রণ) করছি। আমরা প্ল্যাটফর্মগুলোকেও এটি করতে বলছি। কারণ, যে ঝুঁকি রয়েছে তার জন্য এটি প্রয়োজন।’

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…