এইমাত্র
  • বাংলাদেশ ও উগান্ডার ভিসা ছাড় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা
  • লক্ষ্মীপুরে প্রকাশ্যে ১৭ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন
  • সবজির বাজারে অস্বস্তি, ডিমের ডজন কমলেও বেড়েছে মুরগির দাম
  • সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছে, শেষ শ্রদ্ধা ঢাকেশ্বরী মন্দিরে
  • ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আইন উপদেষ্টা
  • হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন
  • মিয়ানমারে বিস্ফোরণে বসতঘরে ফাটল, আতঙ্কে টেকনাফের বাসিন্দারা
  • আমার সঙ্গে খেলার চেষ্টা করবেন না: সাকিব
  • ভিসা কার্যক্রম নিয়ে নতুন করে যা জানাল ভারত
  • চার অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তারের অনুমতি
  • আজ শুক্রবার, ৩ কার্তিক, ১৪৩১ | ১৮ অক্টোবর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    ক্যাম্পাস খোলা ও পরীক্ষা নিয়ে শঙ্কায় শাবি শিক্ষার্থীরা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০২:২৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০২:২৯ পিএম

    ক্যাম্পাস খোলা ও পরীক্ষা নিয়ে শঙ্কায় শাবি শিক্ষার্থীরা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০২:২৯ পিএম

    শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দফা দাবি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের ফলে সারা দেশের শিক্ষাঙ্গনসহ স্থবির হয়ে পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) একাডেমিক কার্যক্রম। এ অবস্থায় কবে ক্যাম্পাস খুলবে এবং পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে, এ নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।

    জানা যায়, কোটা সংস্কারের দাবিতে সারাদেশের শিক্ষার্থীদের সঙ্গে শাবির সাধারণ শিক্ষার্থীরাও আন্দোলনে নামেন। তবে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরপর হামলা এবং সংঘর্ষের ঘটনায় দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল ইউজিসি। এই সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়ে গত ১৭ জুলাই সিন্ডিকেট সভা করে শাবিতে অনির্দিষ্টকালের জন্য ছুটি এবং হল বন্ধ ঘোষণা করেন প্রশাসন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন কার্যক্রম চালিয়ে যান।

    পরদিন সকালে এক ঘণ্টার নোটিশে হল ছাড়তে বাধ্য করেন প্রশাসন। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে আন্দোলন করতে গেলে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বাহিরে বের করে দেয়। তখন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। দুপুরের দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, ছররাগুলি এবং টিয়ার শেল ছুড়ে।

    সেদিন (১৮ জুলাই) বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি পুলিশ নিয়ন্ত্রণে নেয়। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এবং ২য় ফটকে পুলিশের সার্বক্ষণিক অবস্থান এবং প্রবেশের নিষেধাজ্ঞা দেয় পুলিশ। হলগুলোও নিয়ন্ত্রণ নেয় পুলিশ।

    শিক্ষক ও ছাত্রদের আন্দোলনে স্থবির শিক্ষা কার্যক্রম আরও স্থবির হয়ে পড়েছে। অনিশ্চিতের মধ্যে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা। কবে ক্যাম্পাস খুলবে এবং কবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এ নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘কেবে খুলতে পারবো, তেমন কিছু বলতে পারবো না। তবে বন্ধের বিষয়ে সরকারি নির্দেশনা ছিলো, তাই বন্ধ করতে হয়েছে। খোলার বিষয়েও হয়তো কোনো নির্দেশনা আসবে। তখন সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয়।’

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…