অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে মনে রাখার মতো এক ইনিংস খেলেছেন ভারতের ইয়াশবর্ধন দালাল। ৪২৬ রানের অপরাজিত ইনিংস খেলে রেকর্ড গড়লেন এই হরিয়ানা ওপেনার। শনিবার (৯ নভেম্বর) মুম্বাইয়ের বিপক্ষে ইনিংসটি খেলেন তিনি।
হরিয়ানার হয়ে ৪৬৩ বলের ইনিংসটি খেলার পথে ৪৬টি চার ও ১২টি ছক্কা হাঁকান এই ব্যাটার। ভারতের হয়ে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এটিই সবচেয়ে বড় ইনিংস। হরিয়ানা ইনিংস ঘোষণা না করায় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে তার সামনে। দুর্দান্ত এই ইনিংসের সুবাদে দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৮ উইকেটে ৭৩২ রান।
সিকে নাইডু ট্রফি ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম শ্রেণির শীর্ষ প্রতিযোগিতা। টুর্নামেন্টের ৫১ বছরের ইতিহাসে ইয়াশবর্ধনের ৪২৬ প্রথম কোয়াড্রপল সেঞ্চুরির ঘটনা। এর আগে, সর্বোচ্চ ছিল গত মৌসুমে সৌরাষ্ট্রের বিপক্ষে উত্তর প্রদেশের ব্যাটসম্যান সামির রিজভীর ২৬৬ বলে ৩১২ রান।
এসএফ