এইমাত্র
  • নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কক্সবাজারের ঈদগাঁওর পাঁচ ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • কাওছারের হার্টে ৫ ছিদ্র, সন্তানকে বাঁচাতে বাবার আকুতি
  • পটুয়াখালীতে বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে হলুদের হাসি
  • কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • জয়পুরহাটে ৬১ জামায়াত নেতা-কর্মী কারাগারে
  • পটুয়াখালীতে নিখোঁজের ১৭ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্বার
  • ফুলবাড়ী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক কারাগারে
  • শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতই মালিকের শ্রেষ্ঠ বিনিয়োগ
  • আজ রবিবার, ১৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ এপ্রিল, ২০২৪
    রাজনীতি

    বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায়: কাদের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৫:৪৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৫:৪৩ পিএম

    বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায়: কাদের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৫:৪৩ পিএম
    ফাইল ছবি

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তারা স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায়। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ এখন স্বাধীনতার সুফল পাচ্ছে। অগণতান্ত্রিক ও উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির প্রতিভূ বিএনপির ফ্যাসিবাদী দর্শনে জনগণ কখনো সাড়া দেয়নি, দেবেও না। তাই বিএনপি সবসময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

    বৃহস্পতিবার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে সই করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিবৃতিতে ওবায়দুল কাদের বিএনপি নেতৃবৃন্দের মিথ্যা, বানোয়াট ও দুরভিসন্ধিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানি ভাবাদর্শকে পুঁজি করে রাজনীতি করা বিএনপির একান্ত কাম্যই হলো যে কোনো উপায়ে ক্ষমতা দখল, জনকল্যাণ নয়। তারা ক্ষমতায় গিয়ে নিজেদের আখের গুছিয়ে নিয়েছিলো। বাংলার জনগণ তাদের দ্বারা প্রতারণার শিকার হয়েছিলো। সুতরাং বাংলার জনগণ এই প্রতারক গোষ্ঠীকে আর ক্ষমতায় দেখতে চায় না।

    ওবায়দুল কাদের বলেন, জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পথ পরিক্রমায় বাঙালি জাতি ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারবাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সশস্ত্র লড়াইয়ে স্বাধীনতা অর্জন করে। এরপর জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হতে থাকে। তিনি মহান মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে জাতিকে সংবিধান উপহার দেন। ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করেন। কিন্তু জাতির পিতাকে সপরিবারে হত্যার পর খুনি জিয়া-মোশতাক চক্র মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধূলিসাৎ করে।

    সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান নিজের অবৈধ ও অসাংবিধানিক ক্ষমতাকে পাকাপোক্ত করতে ধর্মের কার্ড ব্যবহার করে; ধর্মভিত্তিক রাজনীতি চালু করে। স্বৈরাচার জিয়া রাষ্ট্র ও সমাজের সব স্তরে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের বীজ বপন ও উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে। তখন থেকে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়। বিরোধী দল বিশেষ করে আওয়ামী লীগকে নির্মূলের লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলার চালানো হয়।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…