এইমাত্র
  • কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের প্রানহানি
  • এবার ভরিতে ১৮৭৮ টাকা কমল স্বর্ণের দাম
  • দেশের বিভিন্ন জেলায় বন্যার সতর্কতা জারি
  • উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রভাব ঠেকাতে ইসির চিঠি
  • বাংলাদেশী ১০ জেলেকে অপহৃত করল আরাকান আর্মি
  • ফটিকছড়ি উপজেলা নির্বাচনে ৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ
  • শরীয়তপুর-চাঁদপুর সড়কে গলে যাচ্ছে বিটুমিন, অভিযানে দুদক
  • ফুলবাড়ীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে বাঁধা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
  • বজ্রপাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
  • টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
  • আজ বৃহস্পতিবার, ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪
    বিনোদন

    শিল্পী সমিতির নির্বাচনে ভোটারের থেকে প্রশাসন বেশি: হাসান জাহাঙ্গীর

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পিএম

    শিল্পী সমিতির নির্বাচনে ভোটারের থেকে প্রশাসন বেশি: হাসান জাহাঙ্গীর

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পিএম

    বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে নিরাপত্তার প্রয়োজন রয়েছে, তবে এতটটাও প্রয়োজন নেই। এখানে ভোটারের থেকে প্রশাসন বেশি। এত প্রশাসনের প্রয়োজন নেই।

    শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বিএফডিসি প্রাঙ্গণে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটপ্রদানের পর এভাবেই ক্ষোভ ঝাড়েন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য অভিনেতা হাসান জাহাঙ্গীর।

    এ সময় তিনি বলেন, বিএফডিসিতে আসার পর কি দেখছি এসব। এখানে কোনো সন্ত্রাসী নেই তো। এত প্রশাসন থাকবে কেন? শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে একটি মিলনমেলা। দুই বছর পরপর এখানে ভোটের দিন উৎসবে মেতে উঠেন শিল্পীরা।

    এদিন সকাল ৯টায় বিএফডিসি প্রাঙ্গণে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মাঝে এক ঘণ্টা থাকবে বিরতি। আর এ নির্বাচন সুষ্ঠ করার জন্য বিএফডিসিতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

    বিএফডিসির প্রধান ফটক থেকে শুরু করে ভেতরে বিভিন্ন জায়গায় প্রায় দুই শতাধিক পুলিশ সদস্য এবং সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এ নিয়ে ক্ষোভ দেখা গেছে সাধারণ শিল্পীদের মধ্যে। তবে কেউ কেউ অবশ্য ইতিবাচকভাবে দেখছেন বিষয়টি।

    এদিকে শিল্পী সমিতির নির্বাচনে সকাল থেকেই ভোটার উপস্থিতি কম। ভোট শুরুর আগে থেকে প্রার্থীরা উপস্থিত হলেও, ভোটারদের উপস্থিতি তেমন একটি চোখে পড়েনি।

    এ নিয়ে প্রার্থীদের অনেকেই জানান তীব্র গরম থাকায় ভোটারদের উপস্থিতি কম। তবে দুপুরের পর থেকে ভোটারদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে বিএফডিসি।

    নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এজে রানা ও বিএইচ নিশান।

    এবারের নির্বাচনে দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুন আক্তার।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…