এইমাত্র
  • ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!
  • কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫
  • আমরা সবাই বিচারক: প্রধান বিচারপতি
  • গরমে সুস্থ থাকতে যে খাবার গুলোকে রাখতে পারেন খাদ্য তালিকায়
  • কলাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ
  • রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত ও চাল বিতরণ
  • বাংলাদেশে গণমাধ্যম মুক্ত নয়, উন্মুক্ত হয়ে আছে: তথ্য প্রতিমন্ত্রী
  • ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ, পদ ২৩৮
  • ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ
  • দিল্লিতে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতলেন মিথিলা
  • আজ শনিবার, ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪
    দেশজুড়ে

    তীব্র তাপদাহে ট্রাফিক পুলিশের মাঝে শরবত বিতরণ

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পিএম

    তীব্র তাপদাহে ট্রাফিক পুলিশের মাঝে শরবত বিতরণ

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পিএম

    বৈশাখের শুরুতেই তীব্র গরমের উত্তাপ নিয়ে জনজীবন অতিষ্ঠ, প্রকৃতির বিরূপ আচরণে বৈশাখের খরতাপে কয়েকদিন ধরেই হাঁসফাঁস উঠেছে মানুষের মাঝে। প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমন মুহূর্তেও তীব্র গরম উপেক্ষা করে খোলা আকাশের নিচে পিচঢালা রাস্তায় নোয়াখালী জেলা ট্রাফিক পুলিশ সদস্যরা যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে ট্রাফিক সদস্যগণ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন। এছাড়াও রয়েছে হিটস্ট্রোক হওয়ার মতো মারাত্মক ঝুঁকি।

    সেই দুর্বলতা ও ঝুঁকির কথা মাথায় রেখেই তীব্র গরমে ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে বুধবার (২৪ মার্চ) দায়িত্বরত বেগমগঞ্জ ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য স্যালাইন, ঠান্ডা পানীয় ও জুস নিয়ে হাজির নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

    ট্রাফিক পুলিশ সদস্যদের পাশাপাশি এসময় পথচারী, চালক ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি, খাবার স্যালাইন ও জুস বিতরণ করেন নোয়াখালী পুলিশ সুপার পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, (প্রশাসন ও অর্থ) ও মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্)।

    বুধবার (২৪ মার্চ) বেলা বারোটা থেকে বেগমগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ, গাড়ি চালক ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন, পানি ও জুস বিতরণ করে এ কর্মসূচি পালন করা হয়।

    পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সময়ের কণ্ঠস্বরকে বলেন, তীব্র গরমের মধ্যেও খোলা আকাশের নিচে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এতে করে তারা বিভিন্নভাবে শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন, থাকেন হিটস্ট্রোকের ঝুঁকিতেও। তাই তাদের মানসিক প্রশান্তি দেওয়ার চেষ্টা করেছি মাত্র। গরমের তীব্রতা না কমা পর্যন্ত এই কার্যক্রমের ধারাবাহিকতা চলমান রাখার চেষ্টা করব।

    এই সময় উপস্থিত ছিলেন টিআই, (প্রশাসন), নোয়াখালী, টিআই,(চৌমুহনী), অফিসার ইনচার্জ, বেগমগঞ্জ মডেল থানা সহ চৌমুহনী ট্রাফিক পুলিশ সদস্যগণ।

    উল্লেখ্য গত (২৩ মার্চ) সোমবার থেকে নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…