এইমাত্র
  • এবার ফাঁসছেন এনবিআরের সাবেক কর্মকর্তা
  • বিদেশ যেতে চান মতিউরের স্ত্রী লায়লা
  • খোদ প্রকৃতিই যে জন্মের শুভেচ্ছা জানায়
  • ডিজেল-কেরোসিনের দাম কমল
  • আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল, চাকরি হারালেন এএসপি
  • পাহাড়ধসের শঙ্কা, রাঙ্গামাটিতে রাতে মাইকিং
  • রপ্তানিতে নগদ সহায়তা আরও কমল
  • ঘুরতে গিয়ে তেল শেষ, পাম্পে প্রেমিকাকে জিম্মায় রেখে পেট্রোল নিলেন প্রেমিক!
  • নারায়ণগঞ্জে প্রকাশ্যে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪
  • বেকারত্ব নিয়ে কটু কথা ইসলাম পছন্দ করে না
  • আজ সোমবার, ১৬ আষাঢ়, ১৪৩১ | ১ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    সড়কের বেহাল দশা, পর্যটক হারাচ্ছে কুয়াকাটা

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:২৯ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:২৯ পিএম

    সড়কের বেহাল দশা, পর্যটক হারাচ্ছে কুয়াকাটা

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:২৯ পিএম

    পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন কেন্দ্র হিসাবে দিনদিন জনপ্রিয় হয়ে উঠলেও পর্যটকদের রয়েছে নানা অভিযোগ। তবে নানা অবকাঠামোর উন্নয়ন হলেও সড়কের বেহাল অবস্থার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছে পর্যটকরা।

    পটুয়াখালী জেলা শহর থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের দূরত্ব ৭০ কিলোমিটার। এরমধ্যে কলাপাড়ার পাখিমারা বাজার থেকে আলিপুর মৎস্য বন্দর পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়কে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে স্থানীয় বাসিন্দাসহ সমুদ্র সৈকতে আসা পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে ক্ষুব্ধ পর্যটকসহ স্থানীয়রা। এদিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন সড়কটি সংস্কারে শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে।

    জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ২০০৯ সালে নতুন করে কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। তখন ঠিকাদারি প্রতিষ্ঠান দি রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এই সড়কের ১১ কিলোমিটার অংশের নির্মাণ কাজ করে। যা ৫-৬ বছর পরেই ভাঙতে শুরু করে।

    স্থানীয়রা জানান, সড়কের প্রায় জায়গায় গর্তের সৃষ্টি হওয়ায় গাড়িতে প্রচুর ঝাঁকুনি হয়, প্রায়ই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। বর্ষাকালে এসব গর্তে পানি জমে বড় বড় দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া সড়কের এমন অবস্থার কারণে দেশের বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর ও আলিপুর থেকে দেশের বিভিন্ন জায়গায় মাছ সরবরাহ করতেও হচ্ছে সমস্যা। শীঘ্রই সড়কটি সংস্কারের উদ্যোগ না নিলে কুয়াকাটা থেকে পর্যটকসহ ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিবেন আশঙ্কা করছেন সচেতন মহল।

    এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী এ, এম আতিক উল্লাহ জানান, কলাপাড়ার পাখিমারা থেকে আলিপুর মৎস্য বন্দর পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক সংস্কারের লক্ষ্যে শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…