এইমাত্র
  • পরিচালকের সাথে নায়িকা ববির হাতাহাতি
  • বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • গাইবান্ধায় সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
  • সাজাপ্রাপ্ত আসামির মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয়: কাদের
  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির
  • সুস্থ থাকতে দিনে কত স্টেপ হাঁটবেন?
  • ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে প্রথম ধাপের ভোট শুরু
  • জয়পুরহাট জেলা জিপি মোমেন আহমেদ চৌধুরী মারা গেছেন
  • পরীমণিকে আমার মনে হয় ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’: পরমব্রত
  • জামিনে মুক্ত বিএনপি নেতা চাঁদ, বিকেলে স্ত্রীর জানাজা
  • আজ রবিবার, ১৬ আষাঢ়, ১৪৩১ | ৩০ জুন, ২০২৪
    জাতীয়

    ‘আল্লাহর কসম, বাবারে আমি ছারুম না’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৫:৫৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৫:৫৩ পিএম

    ‘আল্লাহর কসম, বাবারে আমি ছারুম না’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৫:৫৩ পিএম

    এবার মুখ খুলেছেন ছাগলকাণ্ডে আলোচিত সেই এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কন্যা ফারজানা রহমান ইপ্সিতা।

    সম্প্রতি স্বজনদের কাছে পাঠানো ইপ্সিতার একটি অডিও ক্লিপ সাংবাদিকদের হাতে এসেছে। এনিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে কোনো কোনো সংবাদপত্র।

    ওই অডিও ক্লিপে ইপ্সিতাকে বলতে শোনা গেছে— বিশ্বাস করেন, ‘আমার বাবারে প্রটেক্ট করার কোনো ইচ্ছাই আমার নেই। তার ওপর আমার জিদ। আল্লাহর কসম, বাবারে আমি ছারুম না। সে আমারে ধোঁকা দিছে (দিয়েছে), আমার মারে (মাকে) ধোঁকা, আমার ভাইরে ধোঁকা দিছে। আমি তারে ছারুম? জীবনেও না। তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা আমি হইতে দিমু না।’

    মতিউরকন্যা বলেন বলেন, ‘মানুষের দোষ তো নাইরে ভাই। দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করল ভাই। আমি এক মিনিট পরপর আমার মার (মায়ের) সঙ্গে কথা বলতাছি (বলছি)। আমার মা হাউমাউ করে কান্দে (কাঁদে)। আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, বাপ আমাদের কখনো ভালোবাসে নাইরে আপু। ভালোবাসলে সে এইভাবে চিট করত না।’

    তিনি আরও বলেন, ‘মানুষের রাগ তো আমি বুঝতে পারছি। বিকজ আপনারা অনেক ভুক্তভোগী। এই...সরকার। আল্লাহ মাফ করুক, আসলেই ভুক্তভোগী। কিন্তু আমার ফ্যামেলি, আমার, আমার মা-ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই।’

    বাবাকে উদ্দেশ্য করে ইস্পিতা বলেন, ‘তার আছে অনেক। আমি জানি টাকা-পয়সাও ইলিগ্যাল না। তার ভালো ফ্যামেলি। বিয়াও করছিল ভালো ফ্যামেলির মাইয়া (মেয়ে)। তাইলে ভালো ফ্যামেলির মাইয়ারে বিয়া (বিয়ে) কইরা (করে) তুই রাখতে পারলি না। তোর এত খারাপ লাগছে, আমার মারে ছাইড়া তুই চইলা যাইতি। তুই আমাদের চিট করলি কেন। তুই তোর চাকরি বাঁচাইতে পারবি, টাকা বাঁচাইতে পারবি। কিন্তু তুই যে আমাদের ধোঁকা দিছোস, এইটা আমরা কী করুম। আমরা কই যামু (যাব), কারে মুখ দেখামু (দেখাব)।’

    প্রসঙ্গত, ছাগলকাণ্ডের পরই এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালকের পদও। গত মঙ্গলবার ফ্রিজ করা হয়েছে তার বিভিন্ন ব্যাংক ও পুঁজিবাজারের বিও অ্যাকাউন্ট।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…