এইমাত্র
  • এবার ফাঁসছেন এনবিআরের সাবেক কর্মকর্তা
  • বিদেশ যেতে চান মতিউরের স্ত্রী লায়লা
  • খোদ প্রকৃতিই যে জন্মের শুভেচ্ছা জানায়
  • ডিজেল-কেরোসিনের দাম কমল
  • আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল, চাকরি হারালেন এএসপি
  • পাহাড়ধসের শঙ্কা, রাঙ্গামাটিতে রাতে মাইকিং
  • রপ্তানিতে নগদ সহায়তা আরও কমল
  • ঘুরতে গিয়ে তেল শেষ, পাম্পে প্রেমিকাকে জিম্মায় রেখে পেট্রোল নিলেন প্রেমিক!
  • নারায়ণগঞ্জে প্রকাশ্যে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪
  • বেকারত্ব নিয়ে কটু কথা ইসলাম পছন্দ করে না
  • আজ সোমবার, ১৬ আষাঢ়, ১৪৩১ | ১ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৮:০২ পিএম
    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৮:০২ পিএম

    লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৮:০২ পিএম

    লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন হয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসন লক্ষ্মীপুর ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শুক্রবার (২৮ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

    ফাইনালে মুখোমুখি হয় প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ এবং আ.স.ম আব্দুর রব সরকারি কলেজ। এতে প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থাকে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। পরে দ্বিতীয়ার্ধে কোন গোল না হওয়ায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ।

    ফাইনাল ম্যাচ পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল।

    পরে খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

    খেলার ধারাভাষ্যকার সেলিম রেজা ও মো. রিয়াদ হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, লক্ষ্মীপুর পৌর মেয়ার মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

    টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিন খন্দকার।

    এসময় অতিথিরা বলেন, লক্ষ্মীপুরে দিনদিন ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে, এ ধারা অব্যাহত থাকলে আগামীতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে লক্ষ্মীপুরের খেলোয়াড়রা নেতৃত্ব দিবে। এছাড়া বৈরি আবহাওয়ার মাঝেও খেলা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান অতিথিরা।

    এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভুঁইয়া আজাদ, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন, আ.স.ম আব্দুর রব সরকারি কলেজ ও প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের বিভিন্ন শিক্ষকবৃন্দ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…