এইমাত্র
  • ভোলায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
  • লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত
  • ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক পিলার থেকে পরে শ্রমিকের মৃত্যু
  • সর্বোচ্চ অক্ষর-সংখ্যা শনাক্ত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস মুরগির
  • ভেজাল ওষুধ দেশের জন্য বিরাট চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী
  • ইসলামে দাম্পত্য জীবনে স্ত্রীর মূল্যায়ন গুরুত্বপূর্ণ
  • ৫০ দরিদ্র জুটির গণবিবাহের আয়োজন করল আম্বানি পরিবার
  • হাজীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
  • অপহরণ ও চাঁদা দাবি: পুলিশের এসআইসহ ৫ জনের ২১ বছরের কারাদণ্ড
  • তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণের আপিল শুনানি ৯ জুলাই
  • আজ বুধবার, ১৯ আষাঢ়, ১৪৩১ | ৩ জুলাই, ২০২৪
    লাইফস্টাইল

    বর্ষাকালে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করবেন যেভাবে

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ১ জুলাই ২০২৪, ০৬:০১ পিএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ১ জুলাই ২০২৪, ০৬:০১ পিএম

    বর্ষাকালে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করবেন যেভাবে

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ১ জুলাই ২০২৪, ০৬:০১ পিএম

    এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এ আবহাওয়াতে ব্যাকটেরিয়া -ভাইরাস আরো বেশি জেগে ওঠে। পোকামাকড়ের প্রজনন সময়ও এটি। তাই বর্ষাকালে ঘন ঘন বৃষ্টির কারণে ঘরের পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে। ঘরের ভেতরে উচ্চ আর্দ্রতা তৈরি হয়। এমনকি ঘরের আশপাশে পানি জমে জলাবদ্ধতার কারণেও ঘর স্যাঁতস্যাঁতে হতে পারে। আর ঘরে স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হলে ওয়ারড্রোব, আলমারি, জামাকাপড়সহ সব কিছুতেই দুর্গন্ধের সৃষ্টি হয়।

    এছাড়া ঘরে ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের সংক্রমণ মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি নিজেদের বাড়ি-ঘরও সংক্রমণ মুক্ত রাখা খুবই জরুরি। এই সময় বাড়ি স্যাঁতসেঁতে হওয়ার কারণগুলি হচ্ছে থার্মাল ইনসুলেশন না হওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, ঘরে সূর্যের আলো এবং হাওয়া ঠিকভাবে প্রবেশ না করা। ঘর স্যাঁতসেঁতে থাকার কারণে অলটারনারিয়া, অ্যাসপারগিলাস, পেনিসিলিয়ামের মতো ফাঙ্গাল প্রজাতিগুলি বিকাশ লাভ করে। ফলে হাঁপানি, অ্যালার্জি, ডার্মাটাইটিস এবং রাইনাইটিস সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

    এই সময় ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করতে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন-

    ১. সবার প্রথমে ঘরে সূর্যের আলো প্রবেশ করতে দিন। বাড়ির দরজা, জানালা অল্প সময়ের জন্য হলেও খোলা রাখুন। এতে বাতাসের মাধ্যমে ঘরের দুর্গন্ধ ও বের হয়ে যাবে।

    ২. বাড়িতে ফ্যান চালিয়ে রাখলে তা ঘরের পরিবেশ শুষ্ক রাখতে সাহায্য করে। তাই বেশিরভাগ সময় চেষ্টা করুন ঘরের ফ্যান চালিয়ে রাখতে। কারণ বৃষ্টির দিনগুলোতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফ্যান চালিয়ে রাখলে ঘরের আর্দ্রতা অনেকটাই দূর হয়ে যায়

    ৩. বাথরুম বা টয়লেট, বন্ধ ঘর অর্থাৎ যেসব জায়গা সবসময় স্যাঁতসেঁতে থাকে এবং ছত্রাক ও পোকামাকড় সহজেই বৃদ্ধি পেতে পারে, সেখানে কীটনাশক ছড়িয়ে দিন। আর সপ্তাহে অন্তত একদিন রান্নাঘর ও বাথরুম জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।

    ৪. বৃষ্টির দিনে ঘরের ভেতরে ভেজা কাপড় শুকাবেন না ও গোসলের পর বাথরুম মুছে রাখুন যাতে পানি জমে না থাকে।

    ৫. আসবাবের নীচে একটি টিনের বা কাঁচের পাত্রে এক টুকরো সালফার বা গন্ধক রেখে দিন, এতে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে আসবাব মুক্ত থাকবে।

    ৬. আলমারি বা ওয়্যারড্রোবে কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন রেখে দিন, এতে জামা-কাপড়ের গন্ধ দূর হবে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…