এইমাত্র
  • ভোলায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
  • লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত
  • ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক পিলার থেকে পরে শ্রমিকের মৃত্যু
  • সর্বোচ্চ অক্ষর-সংখ্যা শনাক্ত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস মুরগির
  • ভেজাল ওষুধ দেশের জন্য বিরাট চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী
  • ইসলামে দাম্পত্য জীবনে স্ত্রীর মূল্যায়ন গুরুত্বপূর্ণ
  • ৫০ দরিদ্র জুটির গণবিবাহের আয়োজন করল আম্বানি পরিবার
  • হাজীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
  • অপহরণ ও চাঁদা দাবি: পুলিশের এসআইসহ ৫ জনের ২১ বছরের কারাদণ্ড
  • তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণের আপিল শুনানি ৯ জুলাই
  • আজ বুধবার, ১৯ আষাঢ়, ১৪৩১ | ৩ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    টানা বৃষ্টিতে কুমিল্লায় সবজির বাজার লাগামহীন, দিশেহারা মানুষ

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১ জুলাই ২০২৪, ০৭:১৪ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১ জুলাই ২০২৪, ০৭:১৪ পিএম

    টানা বৃষ্টিতে কুমিল্লায় সবজির বাজার লাগামহীন, দিশেহারা মানুষ

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১ জুলাই ২০২৪, ০৭:১৪ পিএম

    কুমিল্লা নগরীতে নিত্যপণ্যের পাশাপাশি সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। সপ্তাহ ব্যবধানে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সরবরাহ কমায় নতুন করে বেড়েছে কাঁচা মরিচ সহ বিভিন্ন সবজির দাম। সোমবার (১ জুলাই) কুমিল্লা নগরীর বাদশাহ মিয়া বাজার, রানীর বাজার, রাজগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, করোলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা করে, যা ২ দিন আগে ছিলো ১০০ টাকা। এভাবে বেশিরভাগ সবজির দাম ই বেড়েছে।

    নগরীর রাণীর বাজার ঘুরে দেখা যায়, গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকা করে, যা আগে ছিলো ১৪০ টাকা। বেগুন প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে যা দুইদিন আগেও ছিলো ৬০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে যা আগে ছিলো ৬০ টাকা এবং পেঁপে কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে যা এক সপ্তাহ আগেও ৩০-৪০ টাকায় বিক্রি হতো।

    এ ছাড়া প্রতি কেজি করলা ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ১০০ টাকা, কচুছড়া ৭০ টাকা কেজি, কাকরোল ৭০ টাকা কেজি, পটল ৪৫ টাকা কেজি, ঢেড়স ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    এ বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা, যা ১ দিন আগেও কেজি ছিল ২৫০ থেকে ২৭০ টাকা। এছাড়া বাজারে কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকা। ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা দরে।

    এছাড়াও, বাজারে ফার্মের মুরগির ডিমের দাম কমেনি। সোমবারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা।

    নগরীর অশোকতলা এলাকায় মেসের জন্য বাজার করতে আসা শাহাদাত হোসেন নামে এক ক্রেতা বলেন, ‘আমরা টিউশন করে কোনোভাবে মাস চলি। আগে আমাদের মিলরেট পড়তো ৩৭ থেকে ৪০ টাকার মধ্যে। কিন্তু, সবজিসহ নিত্যপণ্যের দাম বাড়াতে এই মাসে মিলরেট পড়েছে ৫৩ টাকা। এভাবে চলতে থাকলে প্রতিদিন তিন বেলার পরিবর্তে দুই বেলা মিল চালু করতেই আমাদের হিমশিম খেতে হবে।

    নগরীর ঠাকুরপাড়া এলাকা থেকে পরিবারের জন্য বাজার করতে আসা জসিম মিয়া বলেন, ছোট একটা চাকরি করি। বাসা ভাড়া, বাচ্চাদের পড়ালেখা, চিকিৎসার পেছনেই অনেক টাকা চলে যায়। এদিকে বাজার করতে এসে দেখি সব কিছুর দাম বাড়তি। কোনটা কিনবো ভেবে পাচ্ছি না। এত অল্প বেতনে কিভাবে সামাল দিবো পুরো মাসের খরচ। ১৫ দিন খেয়ে বাকী ১৫ দিন না খেয়ে থাকতে হবে তাহলে।

    এদিকে বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম হওয়ায় সংকট তৈরী হয়েছে বলে জানান এই বাজারের ব্যবসায়ীরা।

    নগরীর রাজগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী মনিরুল বলেন, টানা কয়েকদিন বৃষ্টির কারণে রাজগঞ্জ বাজারসহ কুমিল্লা নগরীজুড়েই সবজির আড়ৎগুলোতে সরবরাহ সংকট তৈরি হয়েছে। অনেক আড়তে ভোর পর্যন্ত সবজির চালান আসেনি। এ কারণে সবজির দাম বাড়তি। তবে, বৃষ্টি কমলে দাম কিছুটা কমতে পারে।

    সবজির দাম বাড়তির কারণ সম্পর্কে জানতে চাইলে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রেজা শাহবাজ হাদী বলেন, আমরা ট্রাক মালিক সমিতির সঙ্গে কথা বলে জেনেছি, কোরবানির ঈদে ট্রাক চালকরা অনেক কাজ করেছেন। যার কারনে তারা এখনো সবাই কাজে ফিরে নি। এই কারণে সড়কে ট্রাকের সংখ্যা কম রয়েছে। যার কারণে সবজির সরবরাহ কম হচ্ছে। এছাড়াও বৃষ্টির কারণেও সবজি সরবরাহে কিছুটা বাধা পড়ছে। ফলের দাম কিছুটা বাড়তি। এই পুরো সপ্তাহ এমন যেতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে সবজির দাম কমবে বলে আমরা আশাবাদী।

    এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলার সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম বলেন, আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি। কোন অনিয়ম দেখলে আমরা সাথে সাথেই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…