এইমাত্র
  • বন্যায় গাইবান্ধার ৬৩ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা
  • গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ হারালেন ৫ শিক্ষার্থী
  • অধ্যক্ষের ছেলের বিয়ে: কর্মচারীদের ৫০০ টাকা দেওয়ার নির্দেশনা
  • বন্যার কবলে কুড়িগ্রাম, ৮৬ স্কুলে পাঠদান বন্ধ
  • অবশেষে মুখ খুললেন ছাগলকাণ্ডের লাকী
  • ব্যাটারিচালিত ভ্যান-থ্রি হুইলার থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ
  • স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড
  • বৃষ্টির দিনে নিরাপদে থাকতে যা করবেন
  • ভৈরবে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী নিহত
  • কাউখালীতে ১২ লক্ষ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ
  • আজ শুক্রবার, ২০ আষাঢ়, ১৪৩১ | ৫ জুলাই, ২০২৪
    খেলা

    তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে মুখ খুললেন পাপন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৪, ১১:৪২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৪, ১১:৪২ পিএম

    তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে মুখ খুললেন পাপন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৪, ১১:৪২ পিএম

    সদ্য শেষ হওয়া বিশ্বকাপে টাইগারদের ব্যর্থ মিশিন নিয়ে সমালোচনার মাত্রা কমলেও শীর্ষে অবস্থান করছে সহ-অধিনায়ক তাসকিন আহমেদের ঘুমকাণ্ড। সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুম থেকে দেরি করে উঠে তাসকিন ম্যাচটি খেলতে পারেননি বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

    প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ম্যাচের দিন দেরি করে ঘুম থেকে ওঠেন তাসকিন। এ জন্য টিম বাসও মিস করেন টাইগার এই পেসার। তাই তাকে ছাড়াই ভারতের বিপক্ষে একাদশ সাজাতে বাধ্য হয়েছিল টাইগার টিম ম্যানেজমেন্ট।

    মঙ্গলবার (২ জুলাই) তাসকিনের এমন কাণ্ড নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

    পাপন বলেন, ‘ভারত ম্যাচের আগেরদিন ঘুমের জন্য তাসকিনের বাস মিসের একটা ঘটনা আমিও শুনেছি। আমি আরও আগেই শুনেছি। আমি যখন ভারতের বিপক্ষে একাদশে তাকে দেখলাম না, তখন আমি বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে ফোন করি। এরপর সে জানাল, তাসকিন টিম বাস মিস করেছে। তবে সে কেন আসেনি কিংবা ঘুমের কারণ কি না সেটা রিপোর্ট এলে জানা যাবে। চাইলে আমি নিজেই তাকে সরাসরি প্রশ্ন করতে পারতাম। কিন্তু আমি করিনি, কারণ আমি রিপোর্টের অপেক্ষায়।

    তিনি বলেন, ‘পাশাপাশি আপনাদেরও বুঝতে হবে আমি আগের মতো টিমের সাথে যুক্ত নেই। আগে আমি সিরিজেও দলের সাথে থাকতাম। টিম হোটেলে থাকতাম। একসাথে ওদের নিয়ে নাস্তা করতাম। কিছু বাদ থাকত না। তখন সব জানতাম। এখন তো আমি নেই সরাসরি যুক্ত। তাই আমাকে রিপোর্ট পাওয়ার জন্যই অপেক্ষা করতে হবে।

    এর আগে তাসকিনের বিষয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমি জানি না এটা (দলের খবর বাইরে আসা) কী কারণে হয়েছে, কোনো ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে কি না। জানি না যে কি কারণে তাসকিন খেলে নাই। কারণ, সে তো টিমের ভাইস ক্যাপ্টেন, বলতে গেলে দলের অটোম্যাটিক চয়েস। যখন সে না খেলবে, তখন স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসবে। ব্যাখ্যা তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কিনা, যেইই বলেছে তা তো বলতে পারব না।’

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…