এইমাত্র
  • অভিনয়শিল্পী সংঘের নেতাদের তিন দিনের আল্টিমেটাম
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
  • ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল
  • নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব
  • গোপন গ্রুপের শামীমা তুষ্টি বললেন, গালি আর ট্রল আমার গ্রহণ করতে হবে
  • মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম
  • আন্দোলনে আহতদের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
  • নেশার টাকা না দেয়ায় পিতাকে হত্যা করল ছেলে
  • নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
  • আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান
  • আজ রবিবার, ২৩ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    বিনোদন

    আজ ঢাকার বাতাসে বারুদের গন্ধ: স্বস্তিকা মুখার্জী

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১২:০৯ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১২:০৯ পিএম

    আজ ঢাকার বাতাসে বারুদের গন্ধ: স্বস্তিকা মুখার্জী

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১২:০৯ পিএম

    কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা বাংলাদেশ। এক দফা এক দাবিতে রাজপথে বাংলাদেশের শিক্ষার্থীরা। তাই তো জীবন বাজি রেখে কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছে তারা। চলমান এই ইস্যুতে বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দেশ ছাড়িয়ে ভিন্ন দেশেও পড়েছে তার প্রভাব। বলছি স্বস্তিকা মুখার্জীর কথা।

    তিনি একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি মডেল ও অভিনেত্রী। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অনেকের মতো তিনিও ভীষণ মর্মাহত! ভিন্ন দেশে থেকেও তার মনে কষ্টের ছাপ পড়েছে। এবার এ ইস্যুতেই তিনি তার ফেসবুকের এক পোস্টে বাংলাদেশকে নিয়ে তার আবেগের অনুভূতির কথা শেয়ার করেছেন।

    আজ বৃহস্পতিবার সকালে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন- ‘প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলেনা।আর আমি খুব একটা ফোনের পোকা নই তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।


    এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিলো জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় যাওয়ার।চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরনীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয়না, মা'ও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীর নগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলিও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘ গুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।

    'ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়

    দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ

    তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া ?

    নিচু হয়ে বসে হাতে তুলে নিই

    তোমার ছিন্ন শির, তিমির। '

    এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, ওমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখবো? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব।

    আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করবো বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনা টুকুই করতে পারি।

    অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো - সেই আমাদের আলো…

    আলো হোক ভাল হোক সকলের।‘

    স্বস্তিকার দেওয়া এই ফেসবুক পোস্টে তার অসংখ্য ভক্তরা কমেন্ট করেছেন। বাংলাদেশের প্রতি তার এমন মায়া ভালোবাসা দেখে কমেন্ট বক্সে অনেককেই এই অভিনেত্রীকে ধন্যবাদ সাধুবাদ জানাতে দেখা যায়।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…