এইমাত্র
  • অভিনয়শিল্পী সংঘের নেতাদের তিন দিনের আল্টিমেটাম
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
  • ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল
  • নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব
  • গোপন গ্রুপের শামীমা তুষ্টি বললেন, গালি আর ট্রল আমার গ্রহণ করতে হবে
  • মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম
  • আন্দোলনে আহতদের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
  • নেশার টাকা না দেয়ায় পিতাকে হত্যা করল ছেলে
  • নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
  • আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান
  • আজ রবিবার, ২৩ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    তথ্য-প্রযুক্তি

    চাঁদে মিলল গুহা, থাকতে পারবে মানুষ

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০১:১২ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০১:১২ পিএম

    চাঁদে মিলল গুহা, থাকতে পারবে মানুষ

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০১:১২ পিএম

    পৃথিবীর খুব কাছে থাকা চাঁদের অনেক রহস্যই এখনো আমাদের কাছে আজও অজানা রয়ে গেছে। সম্প্রতি ইতালির একদল বিজ্ঞানী এই প্রথম চাঁদের মাটিতে একটি গুহার খোঁজ পেয়েছেন। এই গুহা ভবিষ্যতে মহাকাশচারীদের হোটেল হিসেবে ব্যবহার করা যাবে বলেও ধারণা করছেন তাঁরা।

    ধারনা করা হচ্ছে, এই গুহা চাঁদের মাটি থেকে অন্তত ১০০ মিটার গভীর। গুহার জায়গায় স্থায়ী বসতি গড়ে মানুষ থাকা শুরু করতে পারবে বলেও ধারনা করছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এমন শত শত গুহা চাঁদে থাকতে পারে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আজ থেকে ৫৫ বছর আগে চাঁদের ঠিক যে জায়গাতে অ্যাপোলো-১১ এর মহাকাশযান নেমেছিল, সেখান থেকে জায়গাটি ৪০০ কিলোমটার দূরে। ইতালির একদল বিজ্ঞানীদের নেতৃত্বে সম্প্রতি এক গবেষণায় এই তথ্য জানা যায়।

    মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার লুনার রিকনেইস্যান্স অরবিটার (এলআরও) নামক এক রাডার থেকে তথ্য সংগ্রহ করে এই গবেষণা চালানো হয়। সোমবার নেচার অ্যাস্ট্রনমি নামক এক জার্নালে সোমবার এ সংক্রান্ত একটি আর্টিকেল প্রকাশিত হয়। তাতে বলা হয়, গুহাটি ৪৫ মিটার প্রস্থ। গুহাটি ১৪টি টেনিস কোর্টের সমান।

    চাঁদে বসতি স্থাপনের জন্য চেষ্টা করছে বেশ কয়েকটি দেশ। সেখানে স্থায়ী বসতি চাইছে তারা। কিন্তু এ জন্য সেখানে বসবাসকারীদের রেডিয়েশন, অত্যধিক তাপমাত্রা ও চাঁদের আবহাওয়া থেকে রক্ষার ব্যবস্থা করতে হবে।

    এ ব্যাপারে ব্রিটিশ মহাকাশচারী হেলেন শারমান বিবিসিকে বলেন, চাঁদে যে গুহা পাওয়া গেল, ‘এটি একটি দারুণ খবর। সেখানে আরও গুহা থাকতে পারে। আশা করছি, আগামী ২০–৩০ বছরের মধ্যে মানুষ চাঁদে বাস শুরু করতে পারবে। কিন্তু এই গুহায় থাকলে কিন্তু বের হয়ে আসার ব্যবস্থা রাখতে হবে।’

    বিজ্ঞানীদের ধারনা, আজ থেকে শত শত কোটি বছর আগে চাঁদে লাভার উদ্‌গিরণ হয়। এটি সেই লাভার মুখ হতে পারে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…