এইমাত্র
  • অভিনয়শিল্পী সংঘের নেতাদের তিন দিনের আল্টিমেটাম
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
  • ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল
  • নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব
  • গোপন গ্রুপের শামীমা তুষ্টি বললেন, গালি আর ট্রল আমার গ্রহণ করতে হবে
  • মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম
  • আন্দোলনে আহতদের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
  • নেশার টাকা না দেয়ায় পিতাকে হত্যা করল ছেলে
  • নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
  • আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান
  • আজ রবিবার, ২৩ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে হামলা

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম

    চুয়াডাঙ্গায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে হামলা

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম

    চুয়াডাঙ্গায় কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপরে হামলা করেছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।

    বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে সরোজগঞ্জ বাজার ও শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের কাঠপট্টি এলাকায় পৃথকভাবে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দুটি আন্দোলনেই ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েছে বলে অভিযোগ করছে শিক্ষার্থীরা।

    চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে কোটাবিরোধী শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী শুরু করে। সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে তারা চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তারা বিভিন্ন স্লোগানসহ বিক্ষোভ কর্মসূচী পালন করে। এ সময় প্রায় ১ ঘণ্টা সরোজগঞ্জ বাজারের ওপর অবস্থান কর্মসূচী পালনকালে সড়কে যান চলাচল বাধাগ্রস্থ হয়। শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙ্গে নানা স্লোগান দিতে থাকে।

    একই সময় একইস্থানে সরোজগঞ্জ বাজারের ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের অবস্থান কর্মসূচী ছিলো। কিছুক্ষণের মধ্যেই ছাত্রলীগ লাঠি, রাম দা, চাইনিজ কুড়াল, রড নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করে। সাধারণ শিক্ষার্থীরা ছত্র ভঙ্গ হয়ে গেলেও তাদেরকে তেড়ে ধরে মারধরের চেষ্টা চালায়। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী লক্ষ্য করা যায়। এ সময়ও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

    অপরদিকে, একই সময় চুয়াডাঙ্গা শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের কাঠপট্টি এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেয়। তবে সেখানে তারা ছাত্রলীগের বাধার মুখে পড়ে। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে মাসুদ রানা (২১) নামে এক শিক্ষার্থী চুয়াডাঙ্গা সদর উজেলায় চিকিৎসা নিয়েছেন। বাকি শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

    চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উধ্বর্তন কর্মকর্তারাও মাঠে রয়েছে।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…