এইমাত্র
  • অভিনয়শিল্পী সংঘের নেতাদের তিন দিনের আল্টিমেটাম
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
  • ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল
  • নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব
  • গোপন গ্রুপের শামীমা তুষ্টি বললেন, গালি আর ট্রল আমার গ্রহণ করতে হবে
  • মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম
  • আন্দোলনে আহতদের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
  • নেশার টাকা না দেয়ায় পিতাকে হত্যা করল ছেলে
  • নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
  • আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান
  • আজ রবিবার, ২৩ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    সাতকানিয়ায় ৯ ঘণ্টার কারফিউ শিথিল

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১২:০১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১২:০১ পিএম

    সাতকানিয়ায় ৯ ঘণ্টার কারফিউ শিথিল

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১২:০১ পিএম
    ছবি: সংগৃহীত

    চট্টগ্রামের সাতকানিয়ায় আজ বৃহস্পতিবারও (২৫ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। তবে সন্ধ্যা ৬টার পর থেকে আবারও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

    সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস কারফিউ শিথিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম জেলায় বুধবার ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) ২ দিন দিনের বেলায় কারফিউ ৯ ঘণ্টা শিথিল করা হয়েছে। এরপর কোনো সময়ে কারফিউ শিথিল হবে এবং কোনো সময়ে কারফিউ চলবে তা নির্ভর করবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর।

    এদিকে চলমান কারফিউ শিথিল করায় জনজীবনে এসেছে স্বস্তি। গতকাল বুধবার (২৪ জুলাই) সাতকানিয়ায় খুলেছে অফিস—আদালত ও ব্যাংক। উপজেলার কেরানীহাটসহ বিভিন্ন এলাকা আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে।

    গতকাল বুধবার (২৪ জুলাই) সকাল থেকে কর্মচঞ্চল হয়ে ওঠে সাতকানিয়া। তবে ইন্টারনেট সেবা পুরোপুরি সচল না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে। চারদিন বন্ধ থাকার পর দোকানপাট খোলায় সকাল থেকে কর্মজীবীদের কর্মস্থলে যেতে দেখা গেছে। বিকাল ৫টা পর্যন্ত খোলা ছিল সব ধরনের দোকানপাট।

    এছাড়া গতকাল অফিস ও ব্যাংকগুলো চলে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ব্যাংকে দেখা গেছে গ্রাহকদের ভিড়। আজ বৃহস্পতিবারও সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে অফিস ও ব্যাংক।

    তাছাড়া সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যাও। চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়ক ও কেরানীহাট—বান্দরবান মহাসড়কে বাসসহ অন্যান্য পরিবহন চলছে। তবে জননিরাপত্তায় পুলিশের নজরদারী ও টহল অব্যাহত আছে।

    অপরদিকে, সরবরাহ ঘাটতি দেখিয়ে বাজারগুলোতে প্রায় সব ধরনের পণ্য বিক্রি হচ্ছে উচ্চমূল্যে। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের।

    সবজির বাজারে দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা দাবি করছেন, মাঠে পর্যাপ্ত সবজি উৎপাদন হলেও কারফিউ’র কারণে পর্যাপ্ত সবজি আসতে পারেনি। যার জন্য উৎপাদন ভালো থাকলেও সরবরাহ ব্যবস্থার ঘাটতির কারণে চাহিদা বেড়ে যাওয়ায় সবজির দাম বেড়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…