এইমাত্র
  • অভিনয়শিল্পী সংঘের নেতাদের তিন দিনের আল্টিমেটাম
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
  • ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল
  • নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব
  • গোপন গ্রুপের শামীমা তুষ্টি বললেন, গালি আর ট্রল আমার গ্রহণ করতে হবে
  • মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম
  • আন্দোলনে আহতদের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
  • নেশার টাকা না দেয়ায় পিতাকে হত্যা করল ছেলে
  • নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
  • আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান
  • আজ রবিবার, ২৩ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে গ্রেপ্তার মহিলা ভাইস চেয়ারম্যান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৯:২৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৯:২৯ পিএম

    পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে গ্রেপ্তার মহিলা ভাইস চেয়ারম্যান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৯:২৯ পিএম

    রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে (৩৫) নারী কনস্টেবলের হাত কামড়ে দেওয়া এবং অপর এক নারী কনস্টেবলকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    জানা গেছে, সোমবার (২২ জুলাই) রাতে মোহনপুর উপজেলা সদরে হাবিবা কনস্টেবল সান্ত্বনা মহান্তর (২৪) হাতে কামড় দেন এবং সাথী রানী শীল (২৫) নামের আরেক কনস্টেবলের চুল ধরে টানাটানি করেন মহিলা ভাইস চেয়ারম্যান। এ ঘটনার পর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন সান্ত্বনা। আর প্রাথমিক চিকিৎসা নেন সাথী রানী শীল। তারা মোহনপুর থানায় কর্মরত।

    বৃহস্পতিবার দুপুরে সান্ত্বনা মহান্ত বাদী হয়ে হাবিবার বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই অভিযোগে ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে গ্রেপ্তার করা হয়।

    সান্ত্বনা মহান্ত বলেন, ‘গত সোমবার রাতে চিকিৎসা শেষে অসুস্থ কনস্টেবল সাথী রানী শীলকে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় মোহনপুর বাজারে ভাইস চেয়ারম্যান হাবিবার সঙ্গে তাদের দেখা হয়। ইনজেকশন দেওয়ার কারণে সাথী রানীর হাতে ক্যানোলা ছিল। হাবিবা জিজ্ঞাসা করেন, সাথী রানীর হাতে কী হয়েছে। তারা দু-একটি কথা বলে সেখান থেকে চলে যেতে চাইলে হাবিবা অশ্লীল ভাষায় গালাগাল শুরু করেন।

    এ সময় হাবিবা বলেন, ‘মোহনপুর থানায় চাকরি করতে হলে তার কথামতো চলতে হবে। তিনি দুই পুলিশ কনস্টেবলকে তুই বলে সম্বোধন করেন। পুলিশ সদস্যরা এর প্রতিবাদ করলে ভাইস চেয়ারম্যান অশ্লীল ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে হাবিবা তাদের দুজনকে লাথি মারেন। চুল ধরে টানাটানি করেন। তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে সান্ত্বনার কবজিতে কামড় দেন হাবিবা। এরপর তিনি মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন। হামলার ঘটনায় কনস্টেবল সাথীও আহত হন।

    রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম এরশাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরে শেখ হাবিবার বিরুদ্ধে থানায় মামলা হয়। এরপর বিকেলে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…