কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাঁচটি বিভাগে সভাপতিত্বকারীদের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় বিভাগীয় সভাপতি পদে নতুন পাঁচজন শিক্ষককে নিয়োগ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের নিয়ম মোতাবেক তারা আগামী তিন বছর এই পদে দায়িত্বপালন করবেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসানের দায়িত্ব পালন করা উপ রেজিস্টার ড. ওয়ালিউর রহমান সূত্রে এসব তথ্য জানা যায়।
প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২১ সেপ্টেম্বর হতে, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল ওয়েলফেয়ার, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতিতের মেয়াদ শেষ হওয়ায় নতুন সভাপতি নিয়োগ দেওয়া হলো।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যথাক্রমে সহকারী অধ্যাপক মেহেদী হাসান, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আতিফা কাফী, সহকারী অধ্যাপক মোছাঃ আসমা সাদিয়া রুনা, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম।
এআই