এইমাত্র
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, ১৫ নারীসহ নিহত অন্তত ১৭
  • হাসান নাসরাল্লাহকে হত্যার ঘটনায় প্রতিশোধের হুংকার ইরানের
  • সুনামগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু
  • পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
  • মিয়ানমার থেকে ৮৫ বাংলাদেশী আজ দেশে ফিরেছেন
  • আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-নুর
  • কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে তিস্তার পানি
  • বিরামপুরে ট্রাকের ধাক্কায় মুদি ব্যবসায়ী নিহত
  • আত্মসমর্পণ করে কারাগারে মাহমুদুর রহমান
  • হাসান নাসরুল্লাহর পর হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারও নিহত
  • আজ রবিবার, ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত অর্ধশতাধিক

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ এএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ এএম

    নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত অর্ধশতাধিক

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ এএম
    ফাইল ছবি

    নীলফামারীতে শিয়ালের কামড়ে ছয়টি গ্রামের শিশু-গৃহবধূসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

    শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা সদরের সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

    গুরুতর আহতরা হলেন- খয়রাত হোসেন (৭০), সুনীল চন্দ্র (৫৫), ওবায়দুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ (৪৮), গৌরি রানী (২৮), সাইদার আলী (৪৮), নাসিমা খাতুন (৩৮), বেলাল হোসেন (৫০), শিশু রিফাত হোসেন (৫) ও রিশা মনি (৮)। আহতের বাড়ি বাজার সংলগ্ন মেম্বারপাড়া, কৈপাড়া, বাহারপাড়া, সরকারপাড়া, হাজীপাড়া ও গুচ্ছগ্রামে।

    স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে একদল শিয়াল এ এলাকার রাস্তায় চলাচলকারী মানুষজনকে এবং বাড়িতে ঢুকে শিশু-গৃহবধূদের কামড় দিচ্ছে। শিয়ালের কামড়ে ছয়টি গ্রামের অন্তত ৫০ জন আহত হয়েছে। শেয়ালের আতঙ্কে মানুষজন লাঠি হাতে পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছেন। ইতিমধ্যে গ্রামবাসীর লাঠির আঘাতে একটি শেয়াল মারা পড়েছে।

    জাকিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক জিন্নাত আলী জানান, ‘রাত ৮টার দিকে শিয়ালের কামড়ে আহত প্রায় ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে শিশু, বৃদ্ধ ও গৃহবধূ রয়েছে। সবাইকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

    নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম শাহ বলেন, প্রত্যন্ত গ্রামে শিয়ালের কামড়ের ঘটনাটি ঘটেছে। ওই গ্রাম থেকে জেলা সদরের দূরত্ব ১৫ কিলোমিটারের বেশি। তাই আহতরা স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…