এইমাত্র
  • ‘পালাব না’ বলে কোথায় হারিয়ে গেলেন ওবায়দুল কাদের
  • কবর থেকে তোলা হলো বিএনপি নেতা হারিছ চৌধুরীর দেহাবশেষ
  • আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন
  • শরীরচর্চা করতে গিয়ে দুর্ঘটনার কবলে রাকুল প্রীত সিং
  • পটুয়াখালীতে ৩১ জেলেসহ ভারতীয় ২ ট্রলিং জাহাজ আটক
  • মসজিদে ‘জয় শ্রীরাম’ স্লোগান অপরাধ নয়, মামলা খারিজ ভারতীয় হাইকোর্টের
  • অমির ওয়েব ফিল্মে জিয়াউল ফারুক অপূর্ব-তাসনিয়া ফারিণ
  • এবার ইসরায়েলকে ৩০ দিনের আলটিমেটাম দিল যুক্তরাষ্ট্র
  • অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত
  • বিচারপতিদের পদত্যাগের দাবিতে স্লোগানে উত্তাল হাইকোর্ট চত্বর
  • আজ বুধবার, ১ কার্তিক, ১৪৩১ | ১৬ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    'আমার কলিজার টুকরা ছেলে উত্তীর্ণ হয়েছে'

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

    'আমার কলিজার টুকরা ছেলে উত্তীর্ণ হয়েছে'

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শেখ শাহরিয়ার বিন মতিন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৮৩ পেয়েছেন।

    মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ফলাফল জানার পর শাহরিয়ারের বাবা মোহাম্মদ আবদুল মতিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

    মোহাম্মদ আবদুল মতিন আবেগাপ্লুত হয়ে ফেসবুকে লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী আমার একমাত্র ছেলে কলিজার টুকরা শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে'। কিন্তু আনন্দের এই খবরে উচ্ছ্বাসের বদলে বিষাদের ছায়া নেমে এসেছে শাহরিয়ারের পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ‍্যে।

    শাহরিয়ারের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামে। পরিবারের দুই সন্তানের মধ‍্যে শাহরিয়ার ছিল বড়। তিনি ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

    শহীদ শাহরিয়ারের বাবা আব্দুল মতিন স্ত্রী ও মেয়েকে নিয়ে বর্তমানে ওমরা হজ করতে সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি ছেলের ফলাফলের খবর পেয়েছেন।

    শহীদ ভাতিজার ফলাফলের বিষয়ে চাচা আব্দুল মোতালেব বলেন, পরীক্ষায় পাসের খবরে কলিজা ফেটে যাচ্ছে। আমার ভাতিজা আন্দোলনে শহীদ হয়েছে প্রায় তিন মাস আগে। এখন তার পরীক্ষার ফলাফল হয়েছে, সে পাস করেছে।

    তিনি আরও বলেন, আমরা দুই ভাইয়ের মধ‍্যে একটি মাত্র ছেলে সন্তান ছিল শাহরিয়ার। এখন আমাদের দুই ভাইয়ের বংশে আর কোনো প্রদীপ নেই।

    গত ১৮ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বরের গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন। তার ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ছেদ করে বেরিয়ে যায়।

    শাহরিয়ারের পরিবার সূত্রে জানা গেছে, পরীক্ষার মধ্যে বন্ধ পেয়ে ঢাকায় মায়ের কাছে যান শাহরিয়ার। পরে মিরপুর ২ নম্বরে খালার বাসায় বেড়াতে যান। সেখানে খালাতো ভাইয়ের সঙ্গে আন্দোলনে অংশ নেন। পরে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শাহরিয়ার। সেখানে তার খালাতো ভাইও গুলিবিদ্ধ হয়েছিল। সেদিন একপাশে আন্দোলনকারী, অন্য পাশে পুলিশ ও ছাত্রলীগ অবস্থান নিয়েছিল।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…