এইমাত্র
  • মাইকে ঘোষণা দিয়ে ফিল্মি স্টাইলে পালিয়ে গেলেন যুবলীগ নেতা
  • কোচ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মিরপুরে ফিল সিমন্স
  • যুক্তরাষ্ট্র থেকে ৩১টি ড্রোন কিনছে ভারত
  • হাসপাতালে বিয়ের ৪৮ ঘণ্টা পর স্বামীর মৃত্যু
  • গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করা হবে: শ্রম উপদেষ্টা
  • নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০
  • যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
  • শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক
  • গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত
  • সাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড় নিয়ে যে তথ্য জানা গেল
  • আজ বুধবার, ১ কার্তিক, ১৪৩১ | ১৬ অক্টোবর, ২০২৪
    জাতীয়

    বিচারপতিদের পদত্যাগের দাবিতে স্লোগানে উত্তাল হাইকোর্ট চত্বর

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম

    বিচারপতিদের পদত্যাগের দাবিতে স্লোগানে উত্তাল হাইকোর্ট চত্বর

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম
    ছবি: সংগৃহীত

    বিতর্কিত ও আওয়ামীপন্থি বিচারকদের অপসারণের দাবিতে হাইকোর্ট চত্বরে বসে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের অবস্থান নেন তারা। তাদের সঙ্গে রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইনজীবীরাও। তবে আগে থেকেই হাইকোর্ট গেটসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    এর আগে, সকাল সাড়ে ১০টা থেকেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নেন। অবস্থানরত শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’- ইত্যাদি স্লোগান দেন।

    শিক্ষার্থীরা বলেন, কোটার বিপক্ষে রায় দেওয়া বিচারকরা এখনো হাইকোর্টে রয়ে গেছে। তাদের অপসারণ না করলে আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। একতরফা নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলে যারা রায় দিয়েছিলো তারাও হাইকোর্টে রয়ে গেছে। দলবাজ ও দুর্নীতিবাজ এই সকল বিচারকদের অপসারণ না করা পর্যন্ত হাইকোর্টে শিক্ষার্থীরা অবস্থান করবে বলেও জানান তারা।

    এর আগে, গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হাইকোর্ট ঘেরাওয়ের এই কর্মসূচির ঘোষণা করেন। হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’।

    পোস্টের কমেন্টে তিনি লেখেন, ‘এই খুনি হাসিনার দালালদের কারনেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না ৷’

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…