আজ, ৩০ অক্টোবর, ফুটবলের মহাজাগতিক আকাশে এক মহান নক্ষত্রের জন্মদিন। দিয়েগো ম্যারাডোনা, যিনি ফুটবলের জাদুকর হিসেবে পরিচিত, ১৯৬০ সালে আর্জেন্টিনার লানুস শহরে জন্মগ্রহণ করেছিলেন। যদি আজ তিনি বেঁচে থাকতেন, তবে তাঁর বয়স হতো ৬৪ বছর। একটি শৈশবস্মৃতি যে আজও আমাদের হৃদয়ে জ্বলজ্বল করে।
ম্যারাডোনার ফুটবলের প্রতি ছিল এক গভীর আকর্ষণ, যেন তিনি জন্ম থেকেই সেই জাদুর খোঁজে ছিলেন। তাঁর প্রতিভা, দক্ষতা ও সংকল্প তাকে নিয়ে যায় খেলার শীর্ষে। ফিফার চোখে, তিনি শতাব্দীর সেরা ফুটবলার—এক মহাকাব্যিক চরিত্র, যার পদক্ষেপে ফুটবলের ইতিহাস লেখা হয়েছে।
১৯৮৬ সালের বিশ্বকাপ ছিল তাঁর জীবনের একটি রঙিন অধ্যায়, যেখানে তিনি ফুটবলকে উপহার দিয়েছিলেন অসাধারণ এক রূপকথা। 'হ্যান্ড অফ গড' গোল এবং 'গোল অফ দ্য সেঞ্চুরি'—এই দুটি মুহূর্ত আজও ফুটবল প্রেমীদের মনে অমলিন।
২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তাঁর অবদান, তাঁর স্মৃতি আজও আমাদের মধ্যে জীবন্ত। কিংবদন্তি ম্যারাডোনাকে আজ তাঁর জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
এসএফ