"স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ" এই স্লোগান নিয়ে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও আমাদের করনীয় শীর্ষক হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ অক্টোবর) দুপুরে ১২ টায় নার্সিং ইনস্টিটিউটের হলরুমে হাসপাতালের কর্তৃপক্ষদেরকে সাধারণ নাগরিকদের মুখোমুখি করে এ সভার আয়োজন করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহযোগিতায় হেলথ ওয়াচ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতি।
এতে সেবা প্রত্যাশি সাধারণ রোগী, ভুক্তভোগী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, হেলথ ওয়াচের বিভিন্ন ক্যাটাগরির সদস্যসহ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আবু সাঈদ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে হেলথ ওয়াচ বাংলাদেশের আহবায়ক মোস্তাক চৌধুরী, স্বাবলম্বীর ভারপ্রাপ্ত নির্বাহী স্বপন পাল, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মুন্তাকিম মাহমুদ, ডাক্তার রাজেশ কুমার দাস, মাতৃসদনের চিকিৎসক ডা. কৃপানাথ পালসহ নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ সাহিদা পারভীনসহ উর্ধতনরা উপস্থিত ছিলেন। এসময় সেবা প্রার্থীর সেবা নেয়ার বাধাগ্রস্ত হওয়ার বিষয়গুলো তুলে ধরেন বিভিন্ন শ্রেনি পেশার ভুক্তভোগীরা।
এসময় চিকিৎসা সেবায় অনিহা, বাইরে থেকে ঔষধ কেনা, বিভিন্ন ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো, চিকিৎসক না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ রোগীদের নানাভাবে হয়রানির বিষয় গুলো তুলে ধরেন ভুক্তভোগীরা।
পরিশেষে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আবু সাঈদ মো. মাহবুবুর রহমান উল্লেখিত অভিযোগ গুলো সমাধানের আশ্বাস দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
এমআর