এইমাত্র
  • গোপালগঞ্জে ইজিবাইক চাপায় শিশু নিহত
  • বায়ুদূষণ রোধে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
  • মধ্যরাতে ভোট যুক্তরাষ্ট্রের ডিক্সভিল শহরে, ৩-৩ এ কমলা-ট্রাম্পের ড্র
  • ফুলবাড়ীতে যুবককে হত্যা করে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট
  • ইতিহাস গড়তে যাচ্ছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, সাক্ষী হচ্ছে বাংলাদেশ
  • কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
  • ঢাকার আশপাশে ৮টি আয়নাঘরের সন্ধান পেয়েছে কমিশন
  • অভিষেকের জন্যই নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন ঐশ্বরিয়া!
  • খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ নভেম্বর
  • মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বহাল রেখেই ঢাবির ভর্তি প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২১ কার্তিক, ১৪৩১ | ৫ নভেম্বর, ২০২৪
    বিনোদন

    মিসরে যাওয়ার ঘোষণা মেহজাবীন চৌধুরীর, সঙ্গী 'প্রিয় মালতী'

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০১:২১ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০১:২১ পিএম

    মিসরে যাওয়ার ঘোষণা মেহজাবীন চৌধুরীর, সঙ্গী 'প্রিয় মালতী'

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০১:২১ পিএম

    জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বর্তমানে ব্যস্ততা ওটিটি কনটেন্ট ও সিনেমা নিয়ে। এরই মধ্যে প্রথম সিনেমা 'সাবা' নিয়ে ঘুরেছেন দেশ-বিদেশ। গেল মাসেই তার প্রথম সিনেমা 'সাবা' নিয়ে ফিরলেন টরন্টো হয়ে কোরিয়ার বুসান উৎসব থেকে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘোষণা দিলেন মিসরে যাওয়ার। তবে এবারের সঙ্গী সাবা নয়, তার দ্বিতীয় সিনেমা 'প্রিয় মালতী'।

    খবরটি জানিয়ে আজ (৪ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে এই অভিনেত্রী লেখেন, "আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'প্রিয় মালতী' সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে, যা এই নভেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। পুরো টিমের জন্যও এটি অনেক গর্বের সংবাদ। আমরা কখনো ভাবিনি যে বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প 'প্রিয় মালতী' আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিমের জন্য একটি বিশাল সাফল্য।"

    দেশে মুক্তি প্রসঙ্গে এই নায়িকা লেখেন, 'বিশ্ব প্রিমিয়ারের পর আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। যেমন আপনারা সব সময় আমার পাশে ছিলেন আমার প্রতিটি কাজে, প্রিয় মালতী মুক্তির সময়ও আপনাদের সবাইকে পাশে চাইব।'

    জানা গেছে, আফ্রিকা ও আরববিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল। ১৩ থেকে ২২ নভেম্বর এ উৎসব চলবে মিসরের কায়রো শহরের কায়রো অপেরা হাউসে।

    উৎসবে অংশ নেবেন বিশ্বের নামিদামি নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার 'প্রিয় মালতী'র সুবাদে থাকছে বাংলাদেশেরও নাম। সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে মেহজাবীনের সিনেমাটি। ইংরেজিতে যার নাম 'হুইসপারস অব অ্যা থ্রাস্টি রিভার'।

    সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। এতে মালতী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

    শঙ্খ জানান, কায়রো ফিল্ম ফেস্টিভালে ৪টি প্রদর্শনী রয়েছে 'প্রিয় মালতী'র। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, ১টি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শোগুলোর শুরু ও শেষে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। যাতে অংশ নেওয়ার কথা নির্মাতা-অভিনেত্রীর।

    মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভীসহ আরো অনেকে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…