কোন পরিবারে যেন একটির বেশি ফ্যামিলি কার্ড না পায়,এই বিষয়ে সতর্ক থাকতে হবে “আমরা আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই, সৃষ্টিশীলতা মানুষের উন্নতির চাবিকাঠি বলে মন্তব্য করছেন চট্টগ্রামের ডিসি ফরিদা খানম
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন কর্মসূচি উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা খানম এসব কথা বলেন।
এদিন উদ্বোধন করা কর্মসূচিগুলির মধ্যে ছিল, সরকারি আশ্রয়ণ প্রকল্পে স্থাপিত স্বপ্ন স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন,বনির্মিত শহীদ মিনার উদ্বোধন, চা শ্রমিকদের মধ্যে ঘর হস্তান্তর, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণএছাড়া, শহীদ শফিকুন নুর মওলা (বীর প্রতীক) মিলনায়তনে জেলা প্রশাসক ফরিদা খানম বিভিন্ন পেশাজীবী নেতাদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা চত্বরে এসব কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
এমআর