এইমাত্র
  • জুমা শেষে কাকরাইল ছাড়লেন সাদপন্থিরা
  • কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থিরা
  • বঙ্গবন্ধু বাদ দিয়ে নতুন নামে খুলেছে গাজীপুরের সাফারি পার্ক
  • জনগণের আকাশচুম্বী প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ: আইসিজি
  • একদফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে সাদ অনুসারীরা
  • রিজার্ভ নামলো ১৯ বিলিয়নের নিচে
  • পুনরায় চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
  • চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২
  • প্যারাগুয়ের কাছে ২-১ ব‍্যবধানে হেরেছে আর্জেন্টিনা
  • খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
  • আজ শুক্রবার, ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪
    বিনোদন

    হোসাইন নূরের কথায় কলরবের নতুন চমক ‘মিছে দুনিয়া’

    স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:১৭ এএম
    স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:১৭ এএম

    হোসাইন নূরের কথায় কলরবের নতুন চমক ‘মিছে দুনিয়া’

    স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:১৭ এএম

    বহু জনপ্রিয় ইসলামিক গান বা নাশিদের গীতিকার হোসাইন নূর। শীঘ্রই তার ২৮৭তম নাশিদ ‘মিছে দুনিয়া’ প্রকাশ হতে যাচ্ছে। নাশিদটি গেয়েছেন কলরব শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক জনপ্রিয় শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। সংগীত নির্দেশনায় আছেন তানজিম রেজা।

    ইয়ামিন এলান এর ভিডিও পরিচালনায় নাশিদটিতে অভিনয় করেছেন- বরেণ্য অভিনেতা আবুল হায়াত, রকি খান ও একঝাঁক তরুণ অভিনেতা।

    নতুন নাশিদের ঘোষণা দিতে গিয়ে দাদার মৃত্যুকে স্মরণ করে ফেসবুকে এক হৃদয় নিংড়ানো ঘটনার অবতারণা করেছেন হালের জনপ্রিয় এ গীতিকার।

    তিনি লিখেছেন, নাশিদের ক্ষেত্রে নাশিদটা কে লিখেছে, সুর করেছে এবং কে গাচ্ছে সাধারণ শ্রোতারা এসবের খবর খুব কমই রাখেন। ইয়াং জেনারেশন ছাড়া গ্রাম অঞ্চলের বাকিদের ক্ষেত্রে এটা প্রায় শতভাগ সত্য। বড় অঙ্কের আর্থিক সম্ভাবনা নেই এমন যেকোনো সৃজনশীল কাজকে মানুষ অর্থহীনই ভাবেন।

    তবু কিছু মানুষ থাকেন ভিন্ন, যারা অন্তত গুরুত্বহীন ভাবেন না। আমার আব্দুল হালিম দাদাও ছিলেন তেমন একজন মানুষ। ছুটিতে গ্রামের বাড়ি গেলে তিনি আমার লেখােলিখির খোঁজ-খবর নিতেন। তিনি যে খুব বেশি নাশিদ/গজল এসব শুনতেন তা ও কিন্তু না। বাড়ি আর মসজিদ, সাথে সমাজ পরিচালনা এসবেই সময় কাটাতেন বেশি। উনার সাথে সর্বশেষ যেদিন কথা হয় 'মিছে দুনিয়া' নাশিদটির ডেমো ভার্সন শুনিয়ে ছিলাম। তিনি সিক্ত হয়েছেন এবং দুআ করেছেন। দাদা চলে গেছেন ৬ মাস ১৯ দিন হয়ে গেছে। লাশের খাটিয়া সামনে রেখে যখন আমরা দাফনের কর্মক্রম শুরু করি, খাটিয়া যখন কাঁধে নিই তখন মনে হয়েছে গজলের কথায় শেষ বিদায়ের এ মুহূর্তটাই যেন কাকতালীয়ভাবে আগাম গেঁথে ফেলেছি। আমার কানে নিজের বোনা কথাগুলোই বাজতে শুরু করে। একান্তে এই নাশিদের ডেমো শুনলে সেদিনের চিত্রগুলো চোখে ভাসে, কান্না আসে। যদিও এ চিত্রের সাথে কম-বেশি সবাই পরিচিত, একদিন আমাদেরকে সামনে রেখে আত্মীয়-স্বজনরাও এ অপ্রিয় চিত্রের মুখোমুখি হবে।

    বড় পরিসরে নাশিদটির ভিডিওচিত্রের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। হৃদয়স্পর্শী সুরে দিল উজাড় করে গেয়েছেন শিল্পী বদরুজ্জামান উজ্জ্বল। খুব শীঘ্রই নাশিদটি হলিটিউন ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…