লেবাননে লক্ষ্য পূরণের দাবি করলেও আসলে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এমন মন্তব্য করেছেন হিজবুল্লাহর শীর্ষ এক নেতা।
গত বুধবার (২৭ নভেম্বর) আইন প্রণেতা হাসান ফাদালাল্লাহ বিন্ত জবিল সফরে এমনটা দাবি করেন। খবর রয়টার্স।
শত্রুপক্ষকে মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকবে জানিয়ে হাসান ফাদালাল্লাহ বলেন, প্রতিটি জয়গায়, ঘরে-ঘরে রয়েছে ইসরায়েলের প্রতিরোধকারীরা। লেবাননের অবকাঠামো ধ্বংস এবং দক্ষিণাঞ্চল দখলের মাধ্যমে যে নতুন মধ্যপ্রাচ্য তৈরির পরিকল্পনা ছিল। তাতে সফল হতে পারেনি তেলআবিব বলেও তিনি জানান।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো মানুষের ঢল দক্ষিণ লেবাননের দিকে ফিরে যেতে দেখা গেছে। সে সময় অনেকেই বিজয়ের প্রতীক দেখাচ্ছিলেন। লেবাননের বেশির ভাগ মানুষই এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেন।
তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। সে কারণে লেবানন এবং ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লোকজনকে দক্ষিণ দিকে ফিরে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সকালে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর মধ্যে এক যুদ্ধবিরতি কার্যকর হয়। যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে একটি বিরল কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। যেখানে এক বছর ধরে যুদ্ধ চলতে থাকার পর এই শান্তি চুক্তি হয়েছে। এরপরেই দক্ষিণ লেবাননে বেসামরিক লোকজন স্বস্তি ও উচ্ছ্বাস নিয়ে আপন নীড়ে ফিরতে শুরু করেন।
এবি