সেন্ট কিটসে সিরিজ বাঁচানোর দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দিশেহারা বাংলাদেশ। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও টাইগারদের ব্যাটিং ছিল একেবারে নিরাশাজনক। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে বাংলাদেশ দলের ব্যাটাররা একে একে আউট হয়ে ফিরে যান।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নামেন সৌম্য সরকার ও তানজিদ হোসেন। সৌম্য সরকার মাত্র ২ রান করে জেইডেন সিলসের বলে আউট হন। এরপর তিনে নামা লিটন দাস ৪ রান করে সিলসের শিকারে পরিণত হন।
এসময় দলের জন্য অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়ান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু তিনি এক রান যোগ করার পর জেইডেন সিলসের বলে বোল্ড হন। পাওয়ার প্লের শেষ হওয়ার আগেই তিনটি উইকেট হারিয়ে বাংলাদেশ দিশেহারা হয়ে পড়ে। এরপর ক্রিজে কিছুটা প্রতিরোধ গড়েন তানজিদ হোসেন। ৩৩ বল খেলেও ৪৬ রান করে তিনি জাস্টিন গ্রিভসের বলে আউট হন।
তিনটি উইকেট হারানোর পর বাংলাদেশের ব্যাটিং আরও দুর্বল হয়ে পড়ে এবং তারা ম্যাচে ফেরার সংগ্রামে পড়ে। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশ দলের ব্যাটারদের আত্মসমর্পণ ছিল স্পষ্ট, আর তাদের লড়াইয়ের জন্য রাহাত এবং সাকিব আল হাসানদের কাছে আশা রাখা হয়েছিল। তবে তাদের জন্য ম্যাচের পরিস্থিতি এখন বেশ কঠিন।
এই অবস্থায়, সিরিজ বাঁচাতে বাংলাদেশকে এখন দ্রুত উন্নতি করতে হবে, বিশেষ করে ব্যাটিংয়ে কঠিন পরীক্ষা দিতে হবে।
এসএফ