এইমাত্র
  • অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে দুই নারী আটক
  • মেহেরপুরে ভাইদের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ
  • ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার
  • বাগেরহাটে গ্রিল ভেঙে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট
  • সচিবালয়ে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, পরিকল্পিত: নুরুল হক
  • অন্তর্বর্তী সরকারকে প্রতিপক্ষ মনে করেন না নজরুল ইসলাম খান
  • ময়মনসিংহে ট্রাক চাপায় একই পরিবারের ৪ জন নিহত
  • সিংড়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে বোরো ধান রোপন
  • 'আপনাদের যা ইচ্ছা ভেবে নেন', রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে জেফার
  • শার্শা সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় শিশুসহ আটক ১৬
  • আজ বৃহস্পতিবার, ১২ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪
    জাতীয়

    চাকরি ও বিয়ের ফাঁদে ফেলে নারী পাচারের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেফতার

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

    চাকরি ও বিয়ের ফাঁদে ফেলে নারী পাচারের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেফতার

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

    গত সোমবার (৯ ডিসেম্বর) বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দুটি পৃথক অভিযানে দুই চীনা নাগরিককে গ্রেফতার করেছে। মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ফ্যান গোউয়ে (২৭) এবং ইয়াং জিকু (২৫)।

    এপিবিএন-এর কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনা প্রথমে চাঁদপুর জেলার সুবর্ণা আক্তার (২১) নামে এক ভুক্তভোগী নারীর মৌখিক অভিযোগের মাধ্যমে তাদের নজরে আসে। সুবর্ণা জানিয়েছেন, তিনি গত কিছু মাস ধরে ফেসবুকে টিপু এবং জিহাদ নামে দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছিলেন। এক পর্যায়ে জিহাদ তাকে চীনে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় এবং ফাঁদে ফেলে তাকে বাংলাদেশে নিয়ে আসে। পরে, নিকুঞ্জ এলাকায় একটি বাড়িতে তাকে আটকে রাখা হয় এবং চীনা নাগরিক ইয়াং হও (৩২) নামে এক ব্যক্তির সঙ্গে তার ভুয়া বিবাহও সম্পন্ন করা হয়।

    অক্টোবর মাসের ২৬ তারিখে সুবর্ণা ও ইয়াং হওর মধ্যে এই ভুয়া বিবাহ সম্পন্ন হওয়ার পর, তাকে চীনে পাচারের উদ্দেশ্যে নিকুঞ্জে একটি বাড়িতে আটকে রাখা হয়। এ সময় পাচারকারী চক্রের সদস্যরা তার পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র প্রস্তুত করে এবং তাকে যোগাযোগের সুযোগ না দিয়ে আটকে রাখে।

    সোমবার (৯ ডিসেম্বর) পাচারকারী চক্রের সদস্য ফ্যান গোউয়ে সুবর্ণাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে, যেখানে সুবর্ণা সুযোগ বুঝে পালিয়ে এয়ারপোর্ট এপিবিএন অফিসে আশ্রয় নেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফ্যান গোউয়েকে গ্রেফতার করে। এরপর, রাতে এক যৌথ অভিযানে পুলিশের একটি দল নিকুঞ্জের বাড়িতে গিয়ে আরও এক পাচারকারী, ইয়াং জিকুকে গ্রেফতার করে।

    এপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, পাচারকারীরা দীর্ঘদিন ধরে বিদেশি নারীদের ভুয়া বিয়ে ও চাকরির প্রলোভনে ফেলে পাচার করে আসছে। পুলিশ চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য কাজ করছে এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

    এ ব্যাপারে, বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…