এইমাত্র
  • ফের করাচি থেকে আসা পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে
  • চিকিৎসার জন্য ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
  • ওমরাহ পালন করলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকটকার খাবি লেম
  • চাঁদে বসতি গড়তে কাজ শুরু করছে জাপান
  • তথ্য বিক্রির দায়: এনআইডি তথ্যভান্ডার থেকে বিসিসির সংযোগ বিচ্ছিন্ন
  • দুদক চেয়ারম্যানের কত সম্পদ, জানালেন নিজেই
  • বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে যে শিক্ষা নিতে বললেন মিঠুন
  • তথ্য উপদেষ্টার সঙ্গে সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলীর সাক্ষাৎ
  • অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন কোহলিরা
  • পরিবেশ রক্ষায় যৌথ অভিযান জোরদার করা হবে: রিজওয়ানা হাসান
  • আজ সোমবার, ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা

    আল আমিন, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

    গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা

    আল আমিন, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

    মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ লোকজনের গুলিতে রুহুল আমিন রুবেল (৩৮) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    শনিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের আধারমানিক গ্রামে এঘটনা ঘটে।

    গুলিবিদ্ধ রুহুল আমিন রুবেল উপজেলার আধারমানিক গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানার পুলিশ কনস্টেবল কর্মরত ছিলেন। তার মানসিক সমস্যার কারণে ছুটি নিয়ে গত ৭/৮ মাস যাবৎ নিজ বাড়ীতেই অবস্থান করছেন বলে জানান তার পরিবার।

    গুলিবিদ্ধ আহত রুবেলের বাবা আব্দুল হক জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার ছেলে বসত বাড়ির আঙ্গিনায় বসার মাচায় বসেছিলো।

    ওই রাতেই একই গ্রামের বাসিন্দা চুন্নু, মানিক, তাইফুর সহ অজ্ঞাতনামা ২থেকে ৩জন অস্ত্রসহ তাদের বাড়িতে প্রবেশ করে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রুহুল আমীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে দাবী করেন তিনি।

    গুলিবিদ্ধ রুবেল এর বাবা আব্দুল হক ১০ জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

    এবিষয়ে গজারিয়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, এ বিষয় থানায় অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…