এইমাত্র
  • সমালোচনার কড়া জবাব দিলেন গায়িকা জেফার
  • শুরু হলো নিশো-তমা'র দ্বিতীয় ইনিংস, সঙ্গে আছেন সুনেরাহ
  • আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল
  • মেঘনার জাহাজ থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও দুজনের মৃত্যু
  • বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে: দুদু
  • ঘুরতে আসা তিন পর্যটককে মারধর করে মোবাইলসহ নগদ টাকা লুট
  • নারায়ণগঞ্জে ডায়িং কারখানার বয়লারে আগুন
  • বোতল ও পলিথিন ব্যবহারে খাবারে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে: পরিবেশ উপদেষ্টা
  • রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • সাতক্ষীরার শ্যামনগরে বিল্লাল হত্যার সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন
  • আজ সোমবার, ৯ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ধান মাড়াইতে সিন্ডিকেট

    অন্য এলাকা থেকে ধান মাড়াই মেশিন আনায় কৃষককে মারধর

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

    অন্য এলাকা থেকে ধান মাড়াই মেশিন আনায় কৃষককে মারধর

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

    পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ধান মাড়াইয়ের মেশিন মালিকদের সিন্ডিকেট গড়ে ওঠার কারণে কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই সিন্ডিকেটের কারণে প্রায়ই সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

    রোববার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কৃষক আলম প্যাদা (৫৫) অন্য এলাকা থেকে ধান মাড়াই মেশিন ভাড়া করে আনায় মারধরের শিকার হন। হামলায় মাড়াই মেশিনের মালিক মো. জলিল ফকিরও (৩৫) আহত হন। গুরুতর অবস্থায় তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আলম প্যাদার গোলাভরা প্রায় ১০০ আটা ধান বৃষ্টির কারণে নষ্ট হওয়ার উপক্রম হয়। তিনি এলাকার মাড়াই মেশিন মালিকদের একজন দেলোয়ারের কাছে ধান মাড়াই করে দিতে বলেন। কিন্তু দেলোয়ার মেশিন নষ্টের কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। বাধ্য হয়ে আলম পাশের এলাকা থেকে মেশিন ভাড়া করেন এবং রোববার রাতে ধান মাড়াই শুরু করেন।

    এতে স্থানীয় মেশিন মালিক দেলোয়ার (৩৫), জাহাঙ্গীর (৩৫), আলমগীর (৩০), রাজ্জাক (৪০), রিপন (৩০) এবং আলতু খাঁ (৫৫) ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে আলম প্যাদার ওপর হামলা চালান। এসময় মাড়াই মেশিনের মালিক জলিল, কৃষক আলমের ছেলে ও মেয়ে মারধরের শিকার হন। মাড়াই মেশিনেও ভাংচুর চালানো হয়।

    আলম প্যাদার মেয়ে নুপুর বলেন, "ধান নষ্ট হওয়া থেকে বাঁচাতে পাশের এলাকা থেকে মেশিন আনতে হয়েছিল। এ কারণে বাবাকে মারধর করা হবে, তা ভাবতেও পারিনি। সিন্ডিকেটের কারণে কৃষকরা জিম্মি হয়ে পড়ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।"

    অভিযুক্তের মধ্যে একজন রিপন হাওলাদার বলেন, "স্থানীয় মেশিন ব্যবহার না করে অন্য এলাকার মেশিন আনায় কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। তবে আমরা মীমাংসার চেষ্টা করছি।"

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন,"লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

    কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার জানিয়েছেন, ধান মাড়াইয়ের ক্ষেত্রে এক এলাকার মাড়াই মেশিন অন্য এলাকায় যেতে পারবে না—এমন কোনো নিয়ম নেই।

    স্থানীয় কৃষকরা এ ধরনের সিন্ডিকেটের হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি করেন, এই ঘটনা যেন আর কখনও পুনরাবৃত্তি না ঘটে। সিন্ডিকেটের শৃঙ্খল ভেঙে কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…